E-Moped: ভারতের বাজারে এবার এসে গেল পুরনো দিনের লুনার মপেড, তবে ভোল বদলে। লঞ্চ হল লুনার ই-মপেড 'কাইনেটিক ই-লুনা'। ই- বাইকের পর এবার বাজার কাঁপাবে এই ই-মপেড। বুধবার ৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় সড়কমন্ত্রী নীতিন গডকড়ী উদ্বোধন করলেন লুনার এই ই-মপেড (Kinetic E-Luna)।


১৯৭০ থেকে ২০০০ সালের মধ্যে লুনার আসল মডেলটি ভারতে বেশ জনপ্রিয় মপেড ছিল। সরল সাদাসিধে ডিজাইন, কম দাম আর কম তেল খরচ হয় বলে অনেকেই যাতায়াতের জন্য এই মপেড কিনতে পছন্দ করত। সেই মপেডেরই ই-ভার্সন আসছে যাতে একবার সম্পূর্ণ চার্জ দিলে চলবে ১১০ কিমি পর্যন্ত রাস্তা।


কী কী ফিচার্স ?


এই ই-মপেডে সর্বোচ্চ গতি উঠবে ৫০ কিমি প্রতি ঘণ্টায়। চার্জ দিতে সময় লাগবে ৪ ঘণ্টা। এখনও পর্যন্ত একটিই রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই গাড়ি (Kinetic E-Luna)। রেখন কেবল মালবেরি রেড ভ্যারিয়্যান্টই পাওয়া যাবে বলে জানা গিয়েছে সংস্থার ওয়েবসাইটের সূত্রে। ইলেকট্রিক এই গাড়িতে থাকছে 2 Kwh ব্যাটারি প্যাক যার ফলে এর ব্রাশলেস ডিসি হাব মোটর 22 Nm টর্ক উৎপন্ন করবে।


ব্যাটারি প্যাক


ই-লুনার অন্য ভ্যারিয়্যান্টগুলিতে যথাক্রমে 1.7 kWh, 2.0 kWh এবং একটি বড় 3.0 kWh ব্যাটারি প্যাক আছে। একবার সম্পূর্ণ চার্জ দিলে এই ই-মপেডে যাওয়া যাবে ১৫০ কিমি রাস্তা। গাড়িতে সর্বোচ্চ গতি উঠবে প্রতি ঘণ্টায় ৫০ কিমি।


দাম


এর আগে সংস্থার (Kinetic E-Luna) তরফে জানানো হয়েছিল যে কাইনেটিক ই-লুনার দাম রাখা হয়েছে ৭৪,৯৯৯ টাকা। কিন্তু এদিন সেই দাম সংশোধন করা হয়েছে। এখন বাজারে ৬৯,৯৯০ টাকাতেই পাওয়া যাবে লুনার কাইনেটিক ই-লুনারর মডেল।


ইএমআই-এর সুবিধে


একবারে ক্যাশ টাকায় নিতে না পারলে এই ই-মপেড কেনার ক্ষেত্রে ইএমআইয়ের সুবিধেও রয়েছে। মাসিক ২৫০০ টাকার কিস্তিতে এই মপেড ঘরে আনতে পারবেন আপনি। এর মধ্যে ২০০০ টাকা মপেডের দাম বাবদ এবং ৩০০ টাকা চার্জিংয়ের খরচ বাবদ।


ভ্যারিয়ান্ট


এখন ৫টি রঙের ভ্যারিয়ান্টে পাওয়া যাবে এই ই-মপেড। বুকিং শুরু মাত্র ৫০০ টাকাতেই।


সংস্থার পক্ষ থেকে কী জানানো হয়েছে ?


কাইনেটিক গ্রিনের সিইও এবং প্রতিষ্ঠাতা সুলজ্জা ফিরোদিয়া মোতওয়ানি জানিয়েছেন যে আগামী ২ বছরে এই ব্র্যান্ডের উপর ১০০ কোটি টাকা বিনিয়োগ করবে কাইনেটিক গ্রিন সংস্থা। ই-লুনার (Kinetic E-Luna) এই মপেড সারা ভারতের সমস্ত ছোট শহর, টায়ার ২ ও টায়ার ৩ শহরের মানুষদের জন্য আনা হচ্ছে। সংস্থার পক্ষ থেকে ধারণা করা হচ্ছে যে ব্যবসায়িক স্তরে এই কাইনেটিক ই-লুনার মডেল মানুষের কাছে প্রায় ৫০ হাজার থেকে ৭০ হাজার ইউনিটের চাহিদা তৈরি করবে।


আরও পড়ুন: Electric Car: বাইকের দামেই ইলেকট্রিক চার চাকা! ১.৭০ লাখেই আপনার গ্যারাজে


Car loan Information:

Calculate Car Loan EMI