Upcoming Electric Scooter: ভারতের বৈদ্যুতিন টু-হুইলারের বাজারে ক্রমেই প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠছে। একের পর এক সংস্থা তাদের নিত্যনতুন টু-হুইলারের মডেল নিয়ে আসছে বাজারে। আর এবারে ভারতের বৈদ্যুতিন টু-হুইলারের (Kinetic Electric Scooter) বাজারে আলোড়ন ফেলতে চলেছে কাইনেটিক সংস্থা। এই সংস্থা একটি নতুন পারিবারিক বৈদ্যুতিন স্কুটার বাজারে আনার প্রস্তুতি নিয়েছে। কাইনেটিক দীর্ঘদিন ধরে ভারতীয় অটোমোবাইল শিল্পে পরিচিত একটি সুপরিচিত নাম এবং এখন এই অটোমোবাইল সংস্থা বৈদ্যুতিন বাইক-স্কুটারের দুনিয়ায় পা রাখতে চায়।

কাইনেটিক গ্রিন সংস্থার নতুন বৈদ্যুতিন স্কুটারটি বাজারে এলে হিরো ভিডা, টিভিএস আইকিউব, বাজাজ চেতক, ওলা এস ওয়ানের মত স্কুটারগুলির সঙ্গে প্রতিযোগিতা করার মত করেই ডিজাইন করা হয়েছে। এই প্রকল্পটি আদপে কাইনেটিকের (Kinetic Electric Scooter) নতুন ইভি ইউনিট কাইনেটিক ওয়াটস অ্যান্ড ভোল্টস লিমিটেড-এর অধীনে প্রস্তুত করা হচ্ছে। বর্তমানে পুনেতে এই স্কুটারের টেস্টিং চলছে।

এই স্কুটারের ডিজাইন কেমন

কাইনেটিকের নতুন বৈদ্যুতিন স্কুটারটি দেখতে পুরনো কাইনেটিকের মডেলের মত, অনেকটাই হোন্ডা জেডএক্সের মত। এতে রেট্রো স্টাইল, আধুনিক ফিচার্সের ভাল মিশ্রণ রয়েছে। এর সামনে একটি বর্গাকার এলইডি হেডল্যাম্প রয়েছে যা একে ক্লাসিক ও আধুনিক রূপ এনে দিয়েছে। এছাড়াও এতে একটি ছোট উইন্ডশিল্ড ও নকল ফ্লাইস্ক্রিন রয়েছে, যা স্কুটারটিকে কিছুটা স্পোর্টি লুক এনে দেয়।

এই স্কুটারের একটি বড় ফ্লোরবোর্ড ও বক্সি ডিজাইন রয়েছে যা একে পারিবারিক ব্যবহারের জন্য উপযোগী করে তোলে। এর সামনে একটি সিঙ্গল গ্র্যাব রেল এবং টেলিস্কোপিক সাসপেনশন রয়েছে যা জার্নিকে অনেক আরামদায়ক করে তোলে।

টেস্টিংয়ের সময় এতে আয়তাকার হেডলাইট, তিন স্পোকের (Kinetic Electric Scooter) অ্যালয় হুইল এবং ফ্রন্ট ডিস্ক ব্রেকও দেখা গিয়েছে। এর সাইজ ও ডিজাইন ওলা এস ওয়ান, বাজাজ চেতকের মত যা বোঝায় এই সমস্ত স্কুটারগুলির সঙ্গেই বাজারে প্রতিযোগিতায় নামছে এই কাইনেটিক বৈদ্যুতিন নয়া স্কুটার।

পাওয়ার ও পারফরম্যান্স

এই স্কুটারে একটি হাব মাউন্টেড মোটর থাকার সম্ভাবনা রয়েছে, যা একটি সহজ এবং সাশ্রয়ী ইভি ড্রাইভটেনের অংশ। এছাড়াও উন্নত স্থিতিশীলতার জন্য ডুয়াল টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন ও ডুয়াল রিয়ার শক অ্যাবজর্বার সরবরাহ করা হবে। এতে একটি ব্যাটারি থাকতে পারে যা ১০০ থেকে ১২০ কিমি রেঞ্জ দিতে সক্ষম। যদিও এটি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।


Car loan Information:

Calculate Car Loan EMI