নয়াদিল্লি: গাড়িপ্রেমীদের নজরে এখন বৈদ্যুতিন গাড়ি। বিভিন্ন সংস্থা বাজারে একের পর এক বৈদ্যুতিন গাড়ি আনছে। কিন্তু অনেকেই মনে করেন বাকি অনেক সুবিধা থাকলেও combustion engine-এর গাড়ি চালিয়ে যে মজা পাওয়া যায়, তা বৈদ্যুতিন গাড়ি চালিয়ে পাওয়া যায় না। কিন্তু Lotus-এর এই গাড়ি সেই অভিজ্ঞতা পাল্টে দিতে পারে।
Lotus Eletre- বৈদ্যুতিন এই SUV দুরন্ত গতির স্বাদ দেবে। আড়াই টনের এই গাড়ি মাত্র ৩ সেকেন্ডে ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার গতিবেগ তুলতে পারে। এই SUV- শুধু দ্রুত গতিই দেয় না, সুপারকারের ফিলও দেয়।
গাড়ি প্রস্তুতকারক সংস্থা Lotus-এর একটি বিশেষত্ব রয়েছে। এখনও পর্যন্ত এই সংস্থা শুধুমাত্র স্পোর্টস কার (Sports Car) বানিয়েছে। কিন্তু এখন বাজার ধরার জন্য SUV প্রয়োজন বলে দেখা যাচ্ছে। তাই এবার Lotus এমন গাড়ি আনল যা আদতে বৈদ্যুতিন SUV এব তার সঙ্গেই রয়েছে অফুরন্ত পাওয়ার আর আধুনিক প্রযুক্তি।
আকারেও অনেকটা বড় Lotus Eletre. ডিজাইনও বেশ আকর্ষণীয়। বৈদ্যুতিন গাড়ি (Electric Car) হওয়ার ডিজাইনাররা নিজেদের ইচ্ছেমতো লুক অ্যান্ড ফিলের উপর কাজ করতে পেরেছেন। সুপারকারের aero efficiency-থাকে। ভেন্ট, ডাক্ট এবং সারা গাড়ির গায়ে নানাধরনের ডিজাইন থাকে গতিবেগ বৃদ্ধির জন্য। Eletre-এর লুকও অত্যন্ত আকর্ষণীয়। রয়েছে LIDAR--Light Detection and Ranging. অটোনমাস ড্রাইভিং-ওয়ে-এর একটি আধুনিক সংস্করণ। যেখানে যাবে এই গাড়ি চোখ টানবেই।
দরজায় Key Card- ঠেকালেই খুলে যাবে দরজা। অন্দরসজ্জা একেবারে নিখুঁত এবং- আকর্ষণীয়। গাড়িতে ঢুকলেই ১৫.১ ইঞ্চির স্ক্রিন নেমে আসবে। ড্যাশবোর্ড জুড়ে রয়েছে স্লিম ইনফো প্য়ানেল। নিখুঁত ডিটেইল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে সব। রয়েছে মেটাল সুইচগিয়ার। টাচস্ক্রিন অত্যন্ত ভাল। ১৫ স্পিকারে অডিও সিস্টেম রয়েছে। রয়েচে গ্লাস রুফ। এর কন্ট্রোলার পিছনের সিটের কাছেও রয়েছে।
এই গাড়িতে বুট স্পেস (Boot Space) বিপুল। গাড়ির মধ্যে সামান্য আওয়াজও পাওয়া যাবে না। এই গাড়ি চালানো বেশ আরামপ্রদ, স্টিয়ারিং বেশ হালকা। গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারেন্স (ground clearance) বেশ ভাল। খারাপ রাস্তা হলেও বিশেষ অসুবিধা হবে না। গাড়ির চাকার ২২ ইঞ্চির।
800v dedicated electric vehicle architecture-এর উপর তৈরি এই গাড়ি। রয়েছে ডুয়াল মোটর সিস্টেম। 600bhp এবং ৬০০ কিমি রেঞ্জের অপশন রয়েছে। এছাড়া রয়েছে Eletre R, যেটি 905bhp এবং 985nm. স্পোর্টস বা ট্র্যাক মোডে ব্য়বহার করলে এটি সবচেয়ে দ্রুতগামী বৈদ্যুতিন গাড়ি। অ্য়াক্সেলেরেশনের দিক থেকে পেট্রোল গাড়িকেও পিছনে ফেলতে সক্ষম এই গাড়ি। শুধু গতিই নয়, গতির সঙ্গে স্টেবলিটি বা ভারসাম্যের দিক থেকে ভরসা জোগায় গাড়িটি। Hard Driving এর ক্ষেত্রে এর রেঞ্জ কমে দাঁড়ায় ৫০০ কিলোমিটারে।
Eletre R-এর দাম ৩ কোটি। পারফরম্যান্স থেকে লুক- সবেতেই চোখ ধাঁধানো। যা বিলাসবহুল গাড়িগুলির মধ্যে সবজেই জায়গা করে নেবে।
আরও পড়ুন: শুধুমাত্র ev! বৈদ্যুতিন গাড়ির জন্য ভারতে প্রথম আলাদা শো-রুম টাটার
Car loan Information:
Calculate Car Loan EMI