Car Discount: মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা (Mahindra and Mahindra) সংস্থা এই মাসে তার সমস্ত এসইউভিগুলিতে দারুণ ছাড় দিচ্ছে। এর মধ্যে মহিন্দ্রা থার, স্করপিও ক্লাসিক, এক্সইউভি ৪০০, এক্সইউভি ৭০০ ইত্যাদি সমস্ত গাড়িতে ছাড়ের সুযোগ রয়েছে। কোন গাড়িতে (Mahindra Car Discount) কত ছাড় চলছে ? কিছু কিছু গাড়িতে আবার ৩ লক্ষ টাকা পর্যন্ত ছাড় মিলছে। কতদিনের জন্যই বা পাওয়া যাবে এই ছাড়ের সুযোগ ?
Mahindra Thar RWD
মহিন্দ্রা থারের আরডব্লিউডি পেট্রোল ভ্যারিয়ান্টে ১ লক্ষ টাকা পর্যন্ত এবং ডিজেল ম্যানুয়াল ভ্যারিয়ান্টে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মহিন্দ্রা থারের দাম রয়েছে এক্স শোরুম দাম ১৩ লক্ষ ৫৮ হাজার টাকা। আর এই গাড়ির টপ এন্ড মডেলের দাম রয়েছে ২১ লাখ টাকা।
Mahindra XUV400 EV
মহিন্দ্রার এই বৈদ্যুতিন গাড়িতে সবথেকে বেশি ছাড় মিলছে। ৩ লক্ষ টাকা সস্তায় মিলবে মহিন্দ্রার এই ইভি। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নগদ ছাড় এবং এক্সচেঞ্জ বোনাস অফার। এই ইভির এক্স শোরুম দাম শুরু হচ্ছে ১৫ লক্ষ ৪৯ হাজার টাকা থেকে।
Mahindra Scorpio Classic
স্করপিও ক্লাসিকের বেস ভ্যারিয়ান্ট এস মডেলে আপনি পাবেন ১ লক্ষ টাকার ছাড়। এছাড়াও এর টপ এন্ড ভ্যারিয়ান্ট এস ১১-তে ৫০ হাজার টাকার ছাড় পাবেন আপনি। ২০ হাজার টাকার ফ্রি অ্যাক্সেসরিসও পাবেন আপনি। স্করপিও ক্লাসিকের এক্স শোরুম দাম রয়েছে ১৩.৬২ লক্ষ টাকা, আর সর্বোচ্চ দাম পৌঁছায় ১৭.৪২ লক্ষ টাকা।
Mahindra Scorpio N
মহিন্দ্রার অন্যতম বেস্টসেলার এবং জনপ্রিয়তম গাড়িগুলির মধ্যে একটি হল মহিন্দ্রা স্করপিও এন। এই এসইউভিতেও আপনি নগদ ৫০ হাজার টাকার ছাড় পাবেন। এই গাড়িটি আপনি ১৩ লক্ষ ৮৫ হাজার টাকায় কিনতে পারবেন।
সম্প্রতি বাজারে এসেছে মহিন্দ্রার বি ০৬ বৈদ্যুতিন গাড়ির মডেল। ডিজাইন, ফিচার্সের সঙ্গে পাল্লা দিয়ে থাকবে এই গাড়ির পারফরম্যান্স। দুই রকমের ব্যাটারি প্যাক থাকবে এতে- একটি ৫৯ কিলোওয়াট আওয়ারের এবং অন্যটি ৭৯ কিলোওয়াট আওয়ারের। ২৮০ বিএইচপি পর্যন্ত পাওয়ার আউটপুট মিলবে এই গাড়িতে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Viral News: কানের ময়লা বেচেই দিনে ৯ হাজার টাকা আয় ! কনটেন্ট ক্রিয়েটরের কাণ্ড চমকে দেবে
Car loan Information:
Calculate Car Loan EMI