Auto:  মহিন্দ্রা রক্সে (Mahindra ROXX 4x4) নতুন বদল আনল কোম্পানি। কদিন আগেই ভারতের বাজারে লঞ্চ (Indain Car Market) করা হয়েছিল এই এসইউভি। এই গাড়ি ঘিরে অনেকটাই আগ্রহ ছিল ক্রেতাদের মধ্যে। এবার সেই গাড়ির কেবিনে রঙ যোগ করতে চলেছে কোম্পানি।

কেবিনের সাদা রঙে বদলসম্প্রতি রক্সের কেবিনের রঙ নিয়ে ক্রেতারা অনেকেই অভিযোগ জানান। সোশ্যাল মিডিয়ায় গাড়ির ভিতরে সাদা রঙ দ্রুত নোংরা হয়ে যাচ্ছে বলে প্রতিক্রিয়া দেন ক্রেতা থেকে থারপ্রেমীরা। এরপরই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে কোম্পানি। দ্রুত শুরু হয় এই নিয়ে কাজ। যার ফলস্বরূপ নতুন কেবিন কালারের বিকল্প নিয়ে এসেছে কোম্পানি।

কী নতুন রঙ আনল কোম্পানিMahindra  সবার মতামত শোনার পর কেবিনে নতুন রঙের বিকল্প যোগ করেছে। কিন্তু শুধুমাত্র এটি Thar Roxx 4x4 এর জন্য আনা হয়েছে। এটি একটি গাঢ় মোচা শেডে আনা হয়েছে। যা  সাদা বিকল্পের চেয়ে ভাল দেখায়। নোংরা হওয়ার ঝুঁকি কম এখানে।

কারা সুবিধা পাবেনROXX 4x4-এ মালিকরা অবশ্যই এটিকে অফরোডে নিয়ে যাবে।  RWD 4x2-এর মালিকদের তুলনায় তাই ভিতরে সাদা কেবিন হলে নোংরা হওয়ার ঝুঁকি বেশি। তবে আপনি যদি মোচা রঙের ইন্টেরিয়র সহ একটি থার ROXX চান, তবে আপনাকে আগামী বছরের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ এই রঙের স্কিমের জন্য জানুয়ারি থেকে ডেলিভারি শুরু হবে। সেই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড সাদা ইন্টেরিয়র রঙের গাড়িগুলি এই মাসের মধ্যে ডেলিভারি শুরু করবে।

কত দাম রাখা হয়েছে রক্সেরথার রক্স 4x4 শুধুমাত্র একটি ডিজেল ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়। এতে এখন 4x4 বিকল্পও রয়েছে। অটোমেটিক থার রক্স 4x4 ডিজেল আকারে 175bhp এবং 370Nm পাওয়ার আউটপুট সহ আরও শক্তিশালী। থার রক্স 4x4 ডিজেলের দাম 18.79 লক্ষ টাকা থেকে শুরু হয় যেখানে 4x2 এবং 4x4 এর মধ্যে দামের পার্থক্য প্রায় 2 লক্ষ টাকা।

এবার বাজারে দেখতে পাবেন নতুন  ম্যাগনাইট(Nissan Magnite Facelift)। জেনে নিন, নতুন মডেলে কী বেশি আছে। কবে দেখতে পাবেন নতুন ফেসলিফটেড ম্য়াগনাইট (Nissan Cars)। 

কবে দেখতে পাবেন নতুন মডেলনতুন ম্যাগনাইটের লঞ্চ 4 অক্টোবর রেখেছে কোম্পানি। যেখানে নতুন পরিবর্তনগুলি গ্রিলকে ঘিরে দেখা যাবে। এ ছাড়াও নতুন হেডল্যাম্পের সঙ্গে পাবেন নতুন বাম্পারও৷ ম্যাগনাইট ফেসলিফ্টেও নতুন অ্যালয় হুইল থাকবে বলে আশা করা হচ্ছে।

Nissan Magnite Facelift: নিসান ম্যাগনাইট ফেসলিফ্ট আসছে বাজারে, কত দাম ; বাজারে কবে ?


Car loan Information:

Calculate Car Loan EMI