Mahindra Thar Roxx Booking: স্বাধীনতা দিবসের আগের দিন রাতেই বাজারে লঞ্চ হয় মহিন্দ্রা থারের রক্স ভার্সন। ১৪ অগাস্ট রাতে বাজারে এসেছিল এই নয়া লুকের গাড়ি। সম্প্রতি সংস্থার পক্ষ থেকে এই ৫ ডোর এসইউভির বুকিং কবে থেকে শুরু হবে তাও জানানো হয়েছে। মহিন্দ্রা (Mahindra Thar Roxx) জানিয়েছে যে এই থার রক্সের জন্য তারা আগামী অক্টোবর মাসের ৩ তারিখ থেকে এই গাড়ির জন্য বুকিং নেওয়া শুরু করবে। আর সেই মাস থেকে ডেলিভারির (Mahindra Thar Roxx Booking) কথাও ঘোষণা করেছে মহিন্দ্রা।


কবে থেকে শুরু হবে মহিন্দ্রা থার রক্সের বুকিং


আগামী ৩ অক্টোবর থেকে শুরু হবে মহিন্দ্রা থার রক্সের বুকিং, এমনটাই জানিয়েছে সংস্থা। এই দিনটি সংস্থার কাছে খুবই বিশেষ একটি দিন। কারণ এই দিনেই সংস্থাটি তৈরি হয়েছিল। বুকিং যেমন অক্টোবর মাস থেকে শুরু হবে, তেমনই এই মাস থেকেই গাড়ির ডেলিভারি দেওয়াও শুরু করবে মহিন্দ্রা। ১২ অক্টোবর এই বিশেষ দিন থেকে শুরু হবে মহিন্দ্রা থার রক্সের ডেলিভারি প্রক্রিয়া। এই দিনে দেশে পালিত হবে দশেরা উৎসব।


কীভাবে করবেন মহিন্দ্রা থার রক্সের বুকিং


মহিন্দ্রা থার রক্সের বুকিং করা যাবে অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমেই। ব্র্যান্ডের ডিলারশিপের কাছ থেকে দেশের যে কোনও জায়গায় করা যাবে মহিন্দ্রা থার রক্সের বুকিং। তবে মহিন্দ্রা জানিয়েছে যে বুকিং শুরু হওয়ার আগে কোম্পানি এই গাড়ির একটি টেস্ট ড্রাইভ শুরু করতে যাচ্ছে। ১৪ সেপ্টেম্বর থেকে মহিন্দ্রা থার রক্সের টেস্ট ড্রাইভ শুরু হবে বলে জানা গিয়েছে।  


মহিন্দ্রা থার রক্সের ইঞ্জিনের শক্তি


মহিন্দ্রা থার রক্সে দুটি ইঞ্জিন অপশন দেওয়া হয়েছে। এই নতুন এসইউভিতে ২.২ লিটারের এমস্টালিয়ন টার্বো পেট্রোল ডিরেক্ট ইনজেকশন ইঞ্জিন রয়েছে। ম্যানুয়াল ট্রান্সমিশন ১১৯ কিলোওয়াটের শক্তি দেবে এবং ৩৩০ এনএম টর্ক উৎপন্ন করে। মহিন্দ্রা থার রক্স একটি ডিজেল ইঞ্জিন সহ বাজারে এসেছে। ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন এই গাড়িতে রয়েছে। এই ইঞ্জিনে ১১১.৯ কিলোওয়াট শক্তি প্রদান করতে পারে। আবার অন্যদিকে ৩৩০ এনএম টর্ক উৎপন্ন হয় এই গাড়িতে। তবে ৪ হুইল ড্রাইভে এই ইঞ্জিনে ১২৮.৬ কিলোওয়াট শক্তি ও ৩৭০ এনএম টর্ক উৎপন্ন হয়।


মহিন্দ্রা থার রক্সের দাম কত


মহিন্দ্রা থার রক্স তাদের নির্বাচিত কিছু ভ্যারিয়ান্টের দাম প্রকাশ করেছে। ৬টি ভ্যারিয়ান্ট সহ বাজারে এসেছে এই গাড়িটি। এই গাড়ির বেস মডেল হল MX1, এতে থাকছে পেট্রোল এমটি সংস্করণ। এই ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম রয়েছে ১২.৯৯ লক্ষ টাকা। আর সেখানে এই গাড়ির টপ এন্ড মডেলের দাম ২০.৪৯ লক্ষ টাকা।


আরও পড়ুন: Ola Bikes: স্বাধীনতা দিবসে ওলা আনল দেশের প্রথম ই-বাইক, দাম শুরু ৭৫ হাজার থেকেই


Car loan Information:

Calculate Car Loan EMI