Mahindra Thar Roxx: কাউন্টডাউন শুরু, কেমন হবে মহিন্দ্রা থার রক্স ? লঞ্চের আগে জানুন সেরা ৫ ফিচার্স

Mahindra Thar Roxx Features: এই নতুন থার ৪*৪ ভার্সনটি ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে বলেই মনে করা হচ্ছে। আগামী ১৫ অগাস্ট ভারতের বাজারে লঞ্চ হবে মহিন্দ্রা থার রক্স।

Continues below advertisement

Mahindra Thar Roxx Features: আর মাত্র দিন দুয়েকের অপেক্ষা। ১৫ অগাস্টই বাজারে আসতে চলেছে মহিন্দ্রা থারের রক্স ভার্সন। মহিন্দ্রার এই নতুন গাড়ি নিয়ে দেশ জুড়ে জল্পনার শেষ নেই। তবে বাজারে আসার আগে এই গাড়ির ফিচার্স নিয়ে জোর চর্চা চলছে গাড়িপ্রেমীদের (Mahindra Thar Roxx) মধ্যে। মহিন্দ্রা থারের ৩ ডোর ভার্সনে যে সমস্ত ফিচার্স (Mahindra Thar Roxx Features) ছিল না, সেগুলি হয়ত এই নতুন রক্স মডেলে থাকতে চলেছে। ফলে একেবারে নতুন কিছু ফিচার্স আশা করছেন গাড়িপ্রেমীরা।

Continues below advertisement

১৫ অগাস্ট বাজারে আসবে মহিন্দ্রা থার রক্স

কয়েকদিন আগেই এই গাড়ির লঞ্চ ডেট জানিয়েছে মহিন্দ্রা। আগামী ১৫ অগাস্ট ভারতের বাজারে আসতে চলেছে এই মহিন্দ্রা থার রক্স গাড়িটি। এই নতুন থার ৪*৪ ভার্সনটি ডিজেল এবং পেট্রোল ইঞ্জিনের সঙ্গে বাজারে আসবে বলেই মনে করা হচ্ছে। এই মহিন্দ্রার নতুন গাড়ি আদপে একটি প্রিমিয়াম এসইউভি হতে চলেছে। আর এর সমস্ত ফিচার্সই একে একটি প্রিমিয়াম গাড়ি হিসেবে বানিয়ে তুলতে সহায়তা করেছে।

মহিন্দ্রা থার রক্সের সেরা ৫ ফিচার্স

টাচস্ক্রিন

মহিন্দ্রা থার রক্সে সম্ভবত একটি ১০.২৫ ইঞ্চির ডুয়াল স্ক্রিন থাকবে। মহিন্দ্রার এক্সইউভি ৭০০ মডেলের মত এই স্ক্রিন অ্যাটাচড থাকবে না। মহিন্দ্রার ৩ ডোরের থেকেও এই নতুন রক্স ভার্সনের স্ক্রিনের আকার বড় হবে বলেই মনে করা হচ্ছে। এর সঙ্গে থাকতে পারে একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

৩৬০ ডিগ্রি ক্যামেরা

এই নতুন থার মডেলে আশা করা হচ্ছে ফিচার্স হিসেবে থাকতে পারে ৩৬০ ডিগ্রির ক্যামেরা। এসইউভিতে এই ফিচার্স থাকা একটা বড় ব্যাপার। কারণ মহিন্দ্রা স্করপিও এনেও এই ফিচার্স রাখা হয়নি। বড় আকারের এই মহিন্দ্রা থার রক্স মডেল পার্কিংয়ের ক্ষেত্রে এই ফিচার্স খুবই কাজে দেবে।

প্যানোরমিক সানরুফ

মহিন্দ্রা থার রক্স গাড়িতে একটি প্যানোরমিক সানরুফ থাকতে চলেছে। এই ফিচার্সটি এর ৩ ডোর ভার্সনে ছিল না। এই মহিন্দ্রা থার রক্স গাড়িতে মেটাল হার্ডটপ রুফ থাকতে পারে।

এডিএএস লেভেল ২

মহিন্দ্রার এই কম্প্যাক্ট এসইউভিতে সেফটি ফিচার্স হিসেবে থাকতে পারে এডিএএস লেভেল ২। তবে মহিন্দ্রার এক্সইউভি ৭০০-র তুলনায় অনেক নতুন ফিচার্স এই থার রক্সে থাকবে।

সেফটি ফিচার্স

সেফটি ফিচার্সের মধ্যে এডিএএস লেভেল ২ ছাড়াও থাকবে রিয়ার এসি ভেন্ট। ফ্রন্ট ও রিয়ার আর্মরেস্ট এতে দেখতে পাওয়া যেতে পারে। এলইডি প্রজেক্টর হেডল্যাম্পও এই মহিন্দ্রা থার রক্সে ইনস্টল করা থাকতে পারে। সেফটির জন্য এতে থাকবে ৬টি এয়ারব্যাগের ফিচার্স।

আরও পড়ুন: Car Discount: ৬ লাখের গাড়িতে ১.৫ লাখ টাকার ছাড় ! এই সুযোগে কিনে ফেলবেন ?

Continues below advertisement
Sponsored Links by Taboola