Maruti Cars: আগামী মাস থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকেই মারুতির গাড়ি কিনতে খরচ বেড়ে যাবে গ্রাহকদের। মারুতি ভারতের বাজারে তাদের গাড়িগুলির দাম বাড়াতে চলেছে। মারুতি সুজুকির সবথেকে সস্তার গাড়ি অল্টো কে১০-এর দাম (Maruti Suzuki) এক ধাক্কায় ২০ হাজার টাকা বেড়ে যাবে। অন্যদিকে মারুতি সেলেরিও মডেলের দামও বাড়তে চলেছে এই ফেব্রুয়ারি মাস (Maruti Car Price Hike) থেকেই। এক ধাক্কায় ৩০ হাজার টাকা দাম বেড়ে যাবে মারুতির এই গাড়ির।

মারুতির সস্তা গাড়ি

মারুতির সবথেকে সস্তার গাড়ি হল অল্টো কে১০। এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৩.৯৯ লক্ষ টাকা। আগামী ফেব্রুয়ারি মাস থেকে এই গাড়ির দাম বেড়ে যাবে। এক ধাক্কায় ১৯,৫০০ টাকা বেড়ে যাবে মারুতির এই গাড়ির দাম। মারুতির এই গাড়িটিই শুধু নয়, অন্য সমস্ত মডেলের দামই বেড়ে যাবে। মারুতি জিনি এবং সিয়াজের দামও ১৫০০ টাকা করে বাড়বে।

মারুতির সবথেকে দামি গাড়ি

মারুতির সবথেকে দামি গাড়ি হল সেলেরিও। এই গাড়িটির দামও (Maruti Car Price Hike) এক ধাক্কায় ৩২,৫০০ টাকা বেড়ে যাবে। মারুতি ইনভিক্টো গাড়ির দাম ৩০ হাজার টাকা বেড়ে যাবে। মারুতি গ্র্যান্ড ভিতারার দাম ২৫ হাজার টাকা বেড়ে যাবে ফেব্রুয়ারি মাস থেকেই। আর মারুতি ডিজায়ারের দাম বাড়বে ১০,৫০০ টাকা হারে। মারুতি ব্রেজা গাড়ির দাম ২০ হাজার টাকা পর্যন্ত বাড়তে চলেছে। মারুতি এর্টিগা গাড়ির দাম বাড়বে ১৫ হাজার টাকা।

টাটা মোটরস জানিয়েছিল যে, গাড়ি তৈরির ইনপুট কস্ট অনেক বেড়ে যাওয়ার কারণে গাড়ির দাম বাড়াতে বাধ্য হচ্ছে সংস্থা। আর গ্রাহকদের উপর এই খরচ বৃদ্ধির খানিক অংশ চাপাতে চেষ্টা করছে সংস্থা। আরও জানা গিয়েছে, এই দাম (Maruti Car Price Hike) বাড়ানো হয়েছে টাটা মোটরসের সমস্ত ট্রাক, বাস ইত্যাদি বাণিজ্যিক গাড়ির জন্য। তবে বাস এবং ট্রাকের বিভিন্ন মডেলের জন্য একেকরকম দাম বাড়ানো হবে। ফলে এই নতুন বছর থেকে টাটার গাড়িরও দাম ইতিমধ্যেই বেড়ে গিয়েছে। 

যাত্রীবাহী গাড়ি নির্মাতা মারুতি সুজুকি এবং হুন্ডাই এর আগেই তাদের সংস্থার গাড়ির দাম বাড়ানোর কথা ঘোষণা করেছিল। তাছাড়া বিলাসবহুল গাড়িনির্মাতা সংস্থা মার্সিডিজ বেঞ্জ এবং বিএমডব্লিউ, অডিও তাদের বেশ কিছু গাড়ির মডেলের দাম বাড়ানো হয়েছে নতুন বছরের শুরু থেকেই। 


Car loan Information:

Calculate Car Loan EMI