Car Price Rise: হাতে রয়েছে আর মাত্র কিছু দিন।  ১ জানুয়ারি থেকেই ফের দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি। কোম্পানি জানিয়েছে, ২০২৩ সালের শুরু থেকেই তার কোম্পানির সব গাড়ির দাম বাড়াতে চলেছে। তবে এই দাম বৃদ্ধি মডেলের ভেরিয়েন্টের ওপর নির্ভর করে হবে বলেও জানিয়েছে মারুতি। 


Maruti Suzuki:  নতুন বছর থেকেই গাড়ির দাম বৃদ্ধি করে বেশিরভাগ কোম্পানি। ত্রৈমাসিকের শুরুতেই এই কাজ করতে চলেছে দেশের সবথেকে জনপ্রিয় গাড়ি প্রস্তুতকারক কোম্পানি। কোম্পানি জানিয়েছে,  সাম্প্রতিক সময়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির কারণে কোম্পানিটির ওপর দাম বাড়ানোর চাপ বেড়ে গিয়েছিল। সেই কারণেই গাড়ির দাম বাড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। 


Car Price Rise:  গত মাসের ফল 
চলতি বছরের নভেম্বরে ১৩২,৩৯৫ ইউনিট গাড়ি বিক্রি করেছে কোম্পানি। যেখানে ২০২১ সালের নভেম্বরে এই সংখ্যা ছিল ১০৯,৭২৬ ইউনিট। মারুতি ২০২১ সালের নভেম্বরে অল্টো ও এস-প্রেসোর মতো ১৮,২৫১ ইউনিট গাড়ি বিক্রি করেছে।যেখানে এই বছরের নভেম্বরে এই সংখ্যা ১৭,৪৭৩ ইউনিটে দাঁড়িয়েছে। কমপ্যাক্ট সেগমেন্টে সেলেরিও, ইগনিস, সুইফট, ব্যালেনো ও ডিজায়ারের মতো গাড়ি নিয়ে কোম্পানি ৭২,৮৪৪ ইউনিট বিক্রি করেছে। যেখানে গত বছরের একই মাসে বিক্রি হয়েছিল ৫৭,০১৯ ইউনিট। পরিসংখ্যাণ বলছে, গত মাসে কোম্পানি গ্র্যান্ড ভিটারা, ব্রেজা, আরটিগা ও এস-ক্রসের ২৪,৫৭৪ ইউনিট বিক্রি করেছে।


Maruti Suzuki: কোন পথে কোম্পানি ?
আগামী বছর তিনটি নতুন মডেলের সঙ্গে তার ইউটিলিটি গাড়ির পোর্টফোলিও আরও বড় করতে চলেছে মারুতি সুজুকি। এতে মারুতি ব্যালেনো ক্রস, 5-দরজার মারুতি জিমনি ও টয়োটা ইনোভা হাইক্রসের উপর ভিত্তি করে একটি নতুন তিন-সারির MPV নিয়ে আসছে। এই তিনটি মডেল ২০২৩ সালের জানুয়ারিতে অটো এক্সপোতে দেখানো হবে। শীঘ্রই এর গোপন দেখতে পাবেন দর্শকরা।  


Car Price Rise: মারুতির নতুন MPV কেমন দেখতে হবে ?
Maruti Suzuki-এর নতুন MPV হবে Toyota Innova Highcross-এর একটি রি-ব্যাজড সংস্করণ, যা ২০২৩ সালের জানুয়ারিতে লঞ্চ করা হবে। Maruti এই MPV প্রিমিয়াম Nexa ডিলারশিপের মাধ্যমে বিক্রি করবে। এই গাড়ির দাম ২০ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকার মধ্যে হবে বলে অনুমান করা হচ্ছে। অনেকেই বলছেন, ইনোভা হাইক্রসের মতো আকার না হলেও এর উন্নত বৈশিষ্ট্যগুলি পাবে গাড়ি।


 


 


Car loan Information:

Calculate Car Loan EMI