Maruti Cars: মারুতি সুজুকি সংস্থার তার হাইব্রিড গাড়ি গ্র্যান্ড ভিতারাতে (Grand Vitara Discount) এবার দিচ্ছে বিপুল ছাড়। তবে এই ছাড় আর বেশিদিন চলবে না, আগামী ৩০ জুন পর্যন্ত চলবে এই বাম্পার অফার। এই অফারের অধীনে মারুতির শক্তিশালী হাইব্রিড গাড়ি গ্র্যান্ড ভিতারার (Maruti Suzuki Discount) দাম ১.০৪ লাখ টাকা সস্তা হয়ে গিয়েছে। এই ছাড় শুরু হচ্ছে ১৪ হাজার টাকা থেকে। দেখে নিন গ্র্যান্ড ভিতারার কোন কোন মডেলে মিলছে বাম্পার ছাড় (Discount Offer)।
মারুতি সুজুকির গ্র্যান্ড ভিতারাতে যে যে সুবিধেগুলি পাওয়া যাবে তাঁর মধ্যে রয়েছে মাইল্ড হাইব্রিড ডেল্টা, জিটা, আলফা ও সিগমা। এই গ্র্যান্ড ভিতারার সিএনজি মডেলেও এই বিপুল ছাড়ের সুযোগ রয়েছে।
গ্র্যান্ড ভিতারায় ছাড়ের সুযোগ
মারুতি সুজুকি গ্র্যান্ড ভিতারায় ৫০ হাজার টাকার কনজিউমার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। তাছাড়া এই গাড়ির মডেলে ৩ বছরের এক্সটেন্ডেড ওয়্যারান্টি পাওয়া যাবে। তাঁর সঙ্গে ৪ হাজার টাকা পর্যন্ত কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হয়েছে এই গাড়িতে। এই গাড়িতে মোট ১.০৪ লাখ টাকার ডিসকাউন্ট পাওয়া যাবে।
ডেল্টা স্মার্ট হাইব্রিড পেট্রোল মডেলে ছাড়
গ্র্যান্ড ভিতারার ডেল্টা স্মার্ট হাইব্রিড পেট্রোল মডেলে মোট ৬৪ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে ৩০ হাজার টাকার কনজিউমার ডিসকাউন্ট, ৩০ হাজার টাকার এক্সচেঞ্জ অফার এবং এই ভ্যারিয়েন্টে মিলছে ৪০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট।
জিটা ও আলফা মডেলে ছাড়
গ্র্যান্ড ভিতারার জিটা ও আলফা মডেলে ৪০ হাজার টাকার কনজিউমার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এর মধ্যে উপরিলিখিত ভ্যারিয়ান্টে ৩০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার রয়েছে এবং ৪০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট মিলছে। এভাবে এই দুই ভ্যারিয়ান্টে মোট ৭৪ হাজার টাকার ছাড় পাওয়া যাবে।
সিগমা ও সিএনজি ভ্যারিয়ান্টেও মিলছে ছাড়
Maruti Suzuki Grand Vitara-র সিগমা ও সিএনজি ভ্যারিয়ান্টে ছাড় সবথেকে কম মিলছে। এর মধ্যে গ্র্যান্ড ভিতারার মডেলে ৩০ হাজার টাকার নগদ ছাড় এবং ৪ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হবে। এর সঙ্গে সিগমা ভ্যারিয়ান্টে মোট ৩৪ হাজার টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই ছাড় শুধুমাত্র জুন মাসের ৩০ জুন পর্যন্ত স্বীকৃত হবে।
সবশেষে উল্লেখ করতে হয় গ্র্যান্ড ভিতারার সিএনজি ভ্যারিয়ান্টে ১০ হাজার টাকার নগদ ছাড় এবং ৪০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। শুধু সিএনজি মডেলেই মিলছে ১৪ হাজার টাকার ছাড়।
আরও পড়ুন: EV Cars: দেশের সবথেকে সস্তা ইভি, ২৩০ কিমি চলবে এক চার্জেই ! টাটা-মহিন্দ্রাকেও পিছনে ফেলেছে এই মডেল
Car loan Information:
Calculate Car Loan EMI