Maruti Cars: দেশের অন্যতম বৃহৎ গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) দাম বাড়াল তাদের গাড়ির মডেলের। গত বছর জানুয়ারি মাসেও দাম বাড়িয়েছিল এই সংস্থা। তবে গত বছরের তুলনায় এবছর অনেক কম হারে দাম বাড়ছে মারুতি সুজুকি গাড়ির। মঙ্গলবার সংস্থার তরফে এমনই ঘোষণা হয়েছে আর তার পরেই গাড়িপ্রেমীদের মধ্যে চর্চা শুরু হয়েছে। কোন মডেলে কত বাড়ল দাম ?


কত দাম বাড়ছে ?


মারুতি সুজুকির তরফে জানা গিয়েছে যে এই সংস্থার সমস্ত গাড়ির (Maruti Suzuki) মডেলের দামই এক হারে ০.৪৫ শতাংশ বাড়ছে। উল্লেখ্য এই বর্ধিত দাম কার্যকর হবে ১৬ জানুয়ারি মঙ্গলবার থেকেই। ২০২৩ সালের শেষ দিক থেকেই মারুতি সুজুকি সংস্থা জানিয়েছিল যে তারা তাদের গাড়ির দাম বাড়াতে চলেছে। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই উৎপাদন মূল্য অনেকটাই বেড়েছে।


সূত্রের খবর, জাপানের সুজুকি মোটর কোম্পানির অধীনে এই মারুতি সুজুকির গাড়ি বিক্রি বেশ কিছুদিন ধরে অনেকটাই কমে গিয়েছে। কনজিউমার প্রোডাক্ট থেকে শুরু করে গাড়ির দাম এত বেড়ে চলেছে, তাই মারুতির একনিষ্ঠ ক্রেতারাও আর এই গাড়ি কেনার দিকে আগ্রহ দেখাচ্ছেন না।


বিক্রি কম, বাড়ছে দাম


বিশেষজ্ঞরা বলছেন, এই অর্থবর্ষের মাঝামাঝি যাত্রীবাহী গাড়ির বিক্রি ফের ঊর্ধ্বগতি নিতে পারে। আগের অর্থবর্ষে বিপুল বিক্রির কারণে এই অর্থবর্ষের শুরু থেকেই বিক্রির হার বেশ কিছুটা পড়ে গিয়েছে। কোভিডের সময় যদিও চাহিদা বেড়ে গিয়েছিল অনেকটাই। সাধারণত ভারতের গাড়ি নির্মাতা সংস্থাগুলি প্রতি বছর জানুয়ারি মাসে তাদের গাড়ির মডেলের দাম বাড়িয়ে থাকে এবং বিশেষ বিশেষ মরসুমে তারা আবার আকর্ষণীয় ছাড় দিয়ে গ্রাহক-ক্রেতাকে আকৃষ্ট করে। ২০২৩ সালেও মারুতি সুজুকি (Maruti Suzuki) তাদের এন্ট্রি-লেভেল গাড়ির মডেলগুলির কম বিক্রির কারণে দাম প্রায় ৪০-৪৫ শতাংশ কমিয়ে দিয়েছিল।


কিন্তু এখনও মারুতির ছোট গাড়ি যেমন অল্টো (Alto) কিংবা সেলেরিও (Celerio) এগুলির বিক্রি প্রায় সাধারণের থেকে ২৯ শতাংশ কমে গিয়েছে বলেই জানা গিয়েছে। হোলসেল বিক্রির মডেলে খানিক বদল আনার পর থেকেই গত বছরের তুলনায় এবছর বেশ অনেকটাই পড়ে গিয়েছে মারুতি গাড়ির (Maruti Suzuki) বিক্রি। গত অর্থবর্ষে যেখানে এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে গাড়ি বিক্রির হার বেড়েছিল ২৬ শতাংশ, সেখানে এই অর্থবর্ষে একই সময়ের মধ্যে গাড়ির বিক্রি বেড়েছে মাত্র ৮.৫ শতাংশ।


দাম বাড়াচ্ছে অন্য গাড়ি নির্মাতা সংস্থাও


কিছুদিন আগেই ভলভো কার ইন্ডিয়া তার কনভেনশনাল ইঞ্জিনের গাড়ির দাম বাড়িয়েছিল প্রায় ২ শতাংশ। তবে এই বিলাসবহুল গাড়ি নির্মাতা সংস্থা তাদের ইলেকট্রিক ভার্সনের গাড়িরগুলির দাম একই রাখবে বলে জানিয়েছে। অন্যদিকে ভলক্সাগেন প্যাসেঞ্জার গাড়ি নির্মাতা সংস্থা পরিকল্পনা করেছে তাদের মডেলগুলির দাম ২ শতাংশ বাড়াবে। টাটা মোটরস, মহিন্দ্রা, হুন্ডাই প্রভৃতি সংস্থাও এই বছর তাদের গাড়ির দাম বাড়াবে বলে জানা গিয়েছে।


আরও পড়ুন: XUV700: বাজারে এসে গেল মহিন্দ্রার XUV700, নতুন কী ফিচার্স রয়েছে এই মডেলে ? দামের হেরফের কতটা ?


Car loan Information:

Calculate Car Loan EMI