সোমনাথ চট্টোপাধ্যায়: একেবারে নতুনভাবে সেজে উঠল মহিন্দ্রার XUV 700। যুক্ত হল আরও বেশ কিছু ফিচার্স এবং কসমেটিক টুইক। ক্যাপটেন সিটের অপশনও রয়েছে এর AX7 এবং AX7L ভ্যারিয়্যান্টের মধ্যে। এরই সঙ্গে যুক্ত হয়েছে ভেন্টিলেটেড ফ্রন্ট সিট যাতে আবার রয়েছে memory ORVM। বাইরের লুকের দিক থেকে দেখতে গেলেও নতুন XUV700 2024 মডেল এসেছে নাপোলি ব্ল্যাক রঙে। এছাড়া ব্ল্যাক থিম রয়েছে AX7L ও AX7 ভ্যারিয়্যান্টে যেখানে আবার ব্ল্যাক গ্রিল এবং ব্ল্যাক আলয় দেখা যাবে। আমাদের মনে হয়, এই নতুন কালো রঙের মডেলটি আগামীদিনে বাজারের চাহিদার সঙ্গে খাপ খাইয়ে ক্রেতা এবং গাড়ি নির্মাতা সংস্থা দু-তরফেই জনপ্রিয় হয়ে উঠতে পারে।


নতুন ফিচার্স


এই মডেলে আরও অনেকগুলি টেক ফিচার্স যুক্ত হয়েছে। তার মধ্যে রয়েছে Adrenox System এবং আরও ৮৩টি কানেক্টেড কার ফিচার্স রয়েছে এই মডেলে। এর মধ্যে আবার একেবারে নতুন ১৩টি ফিচার্স যুক্ত হয়েছে এই মডেলে। যেমন- Ecosense leaderboard, M lens, toll diary ইত্যাদি।


অন্যান্য সংযোজন


প্রগনোসিস অ্যালার্ট, ভেহিকল স্ট্যাটাস, লোকেশন বেসড সার্ভিসেস, সেফটি, রিমট ফাংশান, থার্ড পার্টি অ্যাপ এইসব ফিচার্সে ঠাসা মহিন্দ্রার নতুন XUV700 2024 মডেলটি।


প্রযুক্তি


XUV700-এ ২.২ লিটার ডিজেল এবং ২.০ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে অটোমেটিক এবং ম্যানুয়াল গিয়ারবক্স অপশনও রয়েছে।


দাম


১৩.৯৯ লক্ষ টাকা থেকে শুরু হয়েছে এই XUV700 গাড়ির দাম। এটা মূলত MXTrim-এর দাম, তবে টপ-এন্ড AX7L মডেলের দাম ধার্য হয়েছে ২৩.৯৯ লক্ষ।


দীর্ঘ অপেক্ষার শেষে মহিন্দ্রার এই মডেলে যুক্ত হয়েছে ক্যাপটেন সিটের সুবিধে। তবে এই ধরনের আপডেটগুলি ২৫ লক্ষের স্পেসের মধ্যে বাজারের অন্য সব মডেলের গাড়ির ফিচার্সকে পাল্লা দেবে।


লঞ্চ হওয়ার পর থেকে XUV700 ভারতীয় বাজারে Mahindra-এর সেরা এবং দ্রুত বিক্রি হওয়া SUVগুলির মধ্যে একটি Mahindra XUV700। এর জনপ্রিয়তার কারণে কোম্পানিটি শুরু থেকেই এটির জন্য একটি দীর্ঘ অপেক্ষার সময় দিয়ে আসছে। কিন্তু গত কয়েক মাস ধরে মাহিন্দ্রা তাদের গাড়ির অপেক্ষার সময় কমানোর জন্য ক্রমাগত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যে কারণে কোম্পানি XUV700-এর অপেক্ষার সময়ও বা ওয়েটিং পিরিয়ড অনেকাংশে কমিয়ে দিয়েছে। ২০২১ সালের অগস্ট মাসে মহিন্দ্রা XUV700 এসইউভি লঞ্চ হয়েছিল। লঞ্চের পর দু'বছর পেরিয়ে গিয়েছে। এবার এই মডেলেরই আপডেটেড ভার্সন আসছে বাজারে। প্রসঙ্গত উল্লেখ্য, লঞ্চের আগে থেকেই মহিন্দ্রার এই গাড়ি অর্থাৎ XUV700 নিয়ে গাড়িপ্রেমীদের মধ্যে উৎসাহ ছিল। লঞ্চের পরেই গাড়ি বুকিংয়ের ক্ষেত্রে রেকর্ড গড়েছিল এই গাড়ি।


আরও পড়ুন: Best Selling Car: ভারতে সবথেকে বেশি বিক্রি হয় এই SUV, কোন মডেল জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI