Mercedes-Benz G Wagen: সোমনাথ চট্টোপাধ্যায় : গাড়ির যে সমস্ত ট্রেন্ড চলছে, তার যে ডিজাইন, গঠন, ইঞ্জিনের ধরন তার থেকে শতভাগ আলাদা বেশ কিছু গাড়ি রয়েছে। যা আজও গাড়িপ্রেমীদের কাছে স্বর্গের মত। ট্রেন্ডের সঙ্গে তাল না মেলালেও এর অন রোড অ্যাপিয়ারেন্স আর বিলাসিতায় অনেকের কাছেই বড় শখের। এমনকী এই গাড়িগুলির ছবি দেখলেই এক কথায় প্রেমে পড়ে যান গাড়িবিলাসীরা। তেমনই ক্যাটাগরিতে পড়ে Marcedes Benz G Class বা G Wagen –এর মডেলগুলি। বিলাসবহুল এই গাড়ি নিয়ে যে কোনও জায়গায় চলে যাওয়া যায়। দাম ২.৫ কোটি টাকা।


কী বৈশিষ্ট্য এই গাড়ির?


আদপে এই গাড়িগুলিকে বলা হয় অফ-রোডার। ৭০ দশকের অফ রোডারের (Off-Roader) বর্তমান সংস্করণ বলা চলে এই জি-ওয়াগেন বা জি-ক্লাসের গাড়িগুলিকে। সুবিধে এই যে গাড়ি (Mercedes-Benz G 400d) নিয়ে যেখানে খুশি ঘুরে আসা যায়। একইসঙ্গে লাক্সারি এবং ট্রাভেলার। তবে জি-ওয়াগেনের এই মডেলে রয়েছে একটি মইয়ের মত চেসিস ফ্রেম, বিস্ট-লাইক অফ-রোডারের মত সমস্ত ফিচার্স এবং এর সঙ্গে জুড়ে গিয়েছে হালকা ওল্ড স্কুলের ছোঁয়া। একটু পুরনোর ছোঁয়া যা একে আরও বর্ণময় করে তুলেছে।


অন্য গাড়ির থেকে কোথায় আলাদা?


বাজারে সম্প্রতি লঞ্চ হয়েছে জি-ওয়াগেন সিরিজের G 400d মডেলটি। এর অ্যাডভেঞ্চার সংস্করণটি বেশ লম্বা-চওড়া, যথাযথ ওল্ড স্কুল মাসল রয়েছে এতে। সঙ্গে উপরি পাওনা হিসেবে আছে রুফ র‍্যাক, ল্যাডার এবং একটি ফুল সাইজ স্পেয়ার হুইল হোল্ডার। এএমজি লাইন ভার্সনের থেকে এর চাকাগুলি আকারে ছোট হলেও দেখতে বেশ ভাল লাগে। এই গাড়িতে চড়ে আপনি যে কোনও জায়গায় যেতে পারেন, আপনার আরামের কোনও ঘাটতি হবে না। এর দরজা খোলা-বন্ধ করলে পুরো মনে হবে যেন ব্যাঙ্কের ভল্ট খুলছেন বা বন্ধ করছেন! হুবহু একইরকম শব্দ। গাড়ির সিটগুলিও কোমল নরম নাপা লেদারে মোড়া।  


চমকে দেওয়া ফিচার্স



  • এতে রয়েছে হাই-সেট ড্রাইভিং পজিশন যা আপনাকে এমন একটা ভিউ দেয় অন্য কোনও গাড়িতেই সেই ভিউ পাওয়া যাবে না।

  • 330hp/700Nm 3.0l diesel ইঞ্জিন থাকায় এই মডেলের সবথেকে বড় সুবিধে হল রাস্তা যেমনই হোক গাড়ি বেশি বাউন্স করবে না।

  • রাস্তায় গাড়ি নিয়ে বেরোলে যে কোনও সুপারকারকে এক ঝলকে টেক্কা দেবে এই Mercedes-Benz G 400d।

  • 241mm গ্রাউন্ড ক্লিয়ারেন্স, 700mm ওয়াটার ওয়েডিং ক্যাপাসিটি সহ এই গাড়ি আপনি যে কোনও হার্ডকোর অফ-রোডিংয়ে নিয়ে যেতেই পারেন

  • সব মিলিয়ে লুক, বিল্ড কোয়ালিটি, ইঞ্জিন, টাফনেস সব দিক থেকে আপনার চোখ কাড়তে বাধ্য Mercedes-Benz G 400d।


আরও পড়ুন: Upcoming Cars Under 10 Lakh: ১০ লাখ টাকার কম দামের এই গাড়িগুলো আগামী বছর বাজারে আসবে, কোনটি কিনবেন?


Car loan Information:

Calculate Car Loan EMI