Automobile: বদলে গেল অনেককিছু। এমজি অ্যাস্টর ফেসলিফ্ট (MG Astor Facelift) দেখলে এখন নজর ফেরাতে পারবে না। পুরোপুরি ফিউচারিস্টিক কার। সম্প্রতি নতুন গাড়ির এমনই ছবি প্রকাশ্যে এনেছে কোম্পানি। কার (Car) ব্লগাররাও এই গাড়ির (Auto) ডিজাইনের প্রশংসা করছেন। 
  
কেমন হয়েছে নতুন ডিজাইন ?
নতুন MG Astor ফেসলিফ্টের ছবি প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে। এই কমপ্যাক্ট SUV-এর সামনের দিকে বদলে গিয়েছে চেহারা। নতুন MG Astor এর সামনে একটি নতুন লুক রয়েছে যার বর্তমান মডেলের সঙ্গে কোনও মিল নেই। একটি নতুন প্যাটার্ন ও হেডল্যাম্পের স্মুদ সেট দিয়েছে কোম্পানি, যা গ্লস কালো উপরের গ্রিলের সঙ্গে যুক্ত। 


ডিজাইন ল্যাঙ্গোয়েজে পুরো বদল
এবার গাড়ির সামনে MG লোগোটি উপরে রাখা হয়েছে বলে গ্রিলের মাঝখানে দেওয়া হয়নি। নতুন চেহারা আরও আক্রমনাত্মকভাবে ডিজাইন করা ফ্রন্ট বাম্পার সহ এনেছে কোম্পানি। এখানে নতুন ক্ল্যাডিংয়ের পাশাপাশি নতুন চাকাও দেওয়া হয়েছে। অ্যাস্টরের সাইড ভিউ একই রাখাছে। চেঞ্জ করা হয়নি পিছনের স্টাইলেও, একই সেট টেল ল্যাম্পের সঙ্গে আনা হয়েছে কার। এমজি টেইল-ল্যাম্পগুলি পরিবর্তন করেনি,এটি সব আগের মতো নয়। 




কেবিনে কী পরিবর্তন করেছে কোম্পানি
স্টিয়ারিং হুইল দেখতে একই রকম হলেও গাড়ির কেবিনটি সম্পূর্ণ নতুন, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং নতুন টাচস্ক্রিন এনেছে এমজি। স্ক্রিনটি আগের থেকে বড় দেখায়। সেন্ট্রাল কনসোলটি নিয়ন্ত্রণের একটি নতুন সেট এনেছে কোম্পানি। এটি একটি বৈদ্যুতিক হ্যান্ড্রেক এবং প্যানোরামিক সানরুফ প্লাস ADAS, 360 ডিগ্রি ক্যামেরা এবং আরও অনেক কিছুর বৈশিষ্ট্য পেয়েছে। 


গাড়িতে সিটেও আনা হয়েছে পরিবর্তন। পাশাপাশি নতুন বেশকিছু বৈশিষ্ট্য দিয়েছে কোম্পানি। আমরা আশা করি ইঞ্জিনের বিকল্পগুলি একই থাকবে ,তবে MG যদিও গিয়ারবক্স বিকল্পগুলির ক্ষেত্রে পরিবর্তন করতে পারে। Astor রেঞ্জকে নতুন করে গড়তেই আনা হয়েছে এই ফেসলিফ্ট মডেল। নতুন Astor-কে ভারতে প্রতিযোগীদের ঠেকাতেই নিয়ে আসছে কোম্পানি। 


 সম্প্রতি ভারতের গাড়ি বাজারে এসেছে কিছু পরিবর্তন। যেখানে মহিন্দ্রা চলতি মাসে Bolero Neo-এর দামে আপডেট করেছে৷ এই SUVটির দাম এখন 14,000 টাকা বেড়ে গেছে। দাম বৃদ্ধির সঙ্গে এখন Bolero Neo-এর  এক্স-শোরুম মূল্য 9,94,600 টাকা থেকে শুরু হচ্ছে।


কোন ভেরিয়েন্টের দাম বেড়েছে
Mahindra Bolero Neo SUV দেশে চারটি ভেরিয়েন্টে পাওয়া গেছে। যার মধ্যে N4, N8, N10 এবং N10 (O) রয়েছে। এই SUV-এর N10 এবং N10 (O) ভেরিয়েন্টের দামে কোনও পরিবর্তন হয়নি, যেখানে প্রথম দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 5,000 এবং 14,000 টাকা বেড়েছে।


Image credit- Credit MRD cars


Bolero Neo SUV-র দাম বাড়াল মহিন্দ্রা, এখন কিনতে কত পড়বে জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI