MG Motors: এমজি মোটরস ইন্ডিয়া ৬ মে ২০২৫ তারিখে অর্থাৎ মঙ্গলবার ভারতের বাজারে আনল এমজি উইন্ডসর ইভি প্রো। এই বৈদ্যুতিন গাড়ির (MG Windsor EV Pro) প্রাথমিক এক্স শোরুম দাম রয়েছে ১৭.৪৯ লক্ষ টাকা। তবে এই দামে কেবলমাত্র প্রথম ৮ হাজার জন গ্রাহক কিনতে পারবেন। এরপরেই দাম বেড়ে যাবে গাড়িটির। এই গাড়িটি আদপে বাজারে যে উইন্ডসর ইভি প্রো রয়েছে, তারই একটি টপ এন্ড ভ্যারিয়ান্ট।
এই বিশেষ ভ্যারিয়ান্টটি কেবলমাত্র শক্তিশালী ব্যাটারির ক্ষমতা, দীর্ঘ পরিসরের সঙ্গেই বাজারে এসেছে এমন নয়। বরং এতে অনেক উন্নত প্রযুক্তির ফিচার্সও (MG Windsor EV Pro) যুক্ত করা হয়েছে যা একে স্মার্ট ও প্রিমিয়াম করে তুলেছে।
কত দামে পাবেন এই গাড়িটি
এমজির উইন্ডসর ইভি প্রো-র এক্স শোরুম দাম রয়েছে ১৭.৪৯ লক্ষ টাকা। তবে এমজির ব্যাটারি অ্যাজ এ সার্ভিস প্রোগ্রামের অধীনে গ্রাহকরা এই গাড়িটি ১২.৪৯ লক্ষ টাকায় (MG Windsor EV Pro) কিনতে পারবেন, যার মধ্যে ব্যাটারির দাম অন্তর্ভুক্ত নয়। আগামী ৮ মে থেকে শুরু হবে এই গাড়িটির বুকিং। তবে এর বিশেষ দাম কেবলমাত্র প্রথম ৮ হাজার গ্রাহকের জন্যই প্রযোজ্য হবে।
ব্যাটারি ও রেঞ্জ কত
উইন্ডসর ইভি প্রো গাড়িতে সংস্থার তরফে দেওয়া হয়েছে একটি ৫২.৯ কিলোওয়াট আওয়ারের এলএফপি ব্যাটারি প্যাক, ARAI অনুসারে এই ব্যাটারি প্যাকের সাহায্যে গাড়িটি একবার সম্পূর্ণ চার্জে যেতে পারবে ৪৪৯ কিমি। একই সময়ে পুরনো স্ট্যান্ডার্ড ভ্যারিয়ান্টে ৩৮ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে গাড়িতে যাওয়া যেত ৩৩২ কিমি রাস্তা। আদপে দেখা গিয়েছে এই ইভিটি ৩০৮ কিমি পর্যন্ত রাস্তা যেতে পারবে।
উইন্ডসর ইভি প্রো-র পারফরম্যান্সের কথা বলতে গেলে এটি ১৩৬ এইচপি শক্তি ও ২০০ এনএম টর্ক উৎপন্ন হয়। এটি একটি ফ্রন্ট হুইল ড্রাইভ লে আউটের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে ব্যাটারির ক্ষমতা বৃদ্ধি সত্ত্বেও পাওয়ার ফিগারগুলি স্ট্যান্ডার্ড উইন্ডসর ইভির মতই রাখা হয়েছে।
চার্জিংয়ের ক্ষেত্রে উইন্ডসর ইভি প্রো দুটি বিকল্পের সঙ্গে আসে। প্রথমত একটি ৭.৪ কিলোওয়াট আওয়ারের এসি চার্জার রয়েছে এতে, যা ১০০ শতাংশ চার্জ করতে সময় নেয় ৯.৫ ঘণ্টা। আরেকটি বিকল্প হল ৬০ কিলোওয়াটের ডিসি চার্জার যাতে মাত্র ৫০ মিনিটের মধ্যে ২০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত চার্জ হয়ে যায়।
Car loan Information:
Calculate Car Loan EMI