Hero Bike Price: হিরোর বাইকগুলি অনেক কম খরচে ভাল মাইলেজ দিয়ে থাকে। ভারতের বাজারে এই বাইকগুলির জনপ্রিয়তা অনেকটাই বেশি। এই সংস্থার বহু বাইকের দামই দেড় লক্ষ টাকার মধ্যে। ফলে কম খরচে ভাল মাইলেজের বাইক দিয়ে থাকে হিরো। এমনকী হিরোর এমন কিছু সস্তার বাইক আছে যেগুলিতে ৫০ কিমি পর্যন্ত মাইলেজ (Hero Passion Plus) পাওয়া যায়। আর এই বাইকের তালিকায় রয়েছে হিরো প্যাশন প্লাসের নামও রয়েছে। সম্প্রতি হিরো সংস্থার পক্ষ থেকে এই বাইকটির দাম (Hero Bike Price) বাড়ানো হয়েছে। এবার এই বাইক কিনতে অনেকটাই বেশি খরচ হবে আপনার। কত বাড়ল দাম ?
শুধু যে এই বাইকের দাম বেড়েছে তাই নয়, বাইকের রঙের ভ্যারিয়ান্টেও অনেক বদল এসেছে। হিরো প্যাশন প্লাসের দাম বৃদ্ধির কারণ হল মূলত এই মডেলে বেশ কিছু আপডেট এসেছে। প্যাশন প্লাস বাইকে সর্বশেষ ওবিডি-২বি এমিশন নর্মসের আপডেট এসেছে। এই হিরো প্যাশন প্লাস বাইকের আগে দাম ছিল ৭৯,৯০১ টাকা। সংস্থার পক্ষ থেকে এই বাইকের দাম ১৭৫০ টাকা বাড়ানো হয়েছে। এখন হিরো প্যাশন প্লাস বাইকের এক্স শোরুম দাম ৮১,৬৫১ টাকা হয়ে গিয়েছে।
হিরো প্যাশন প্লাসের পাওয়ার
এই প্যাশন প্লাস বাইকের ইঞ্জিনে কোনও বদল করা হয়নি। এই বাইকটিতে ৯৭.২ সিসির সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে, এয়ার-কুলড, ২ ভালভ ইঞ্জিন রয়েছে এতে। একই ইঞ্জিন স্পেন্ডার প্লাস ও এইচএফ ডিলাক্সেও দেখা যায়। এই ইঞ্জিনের সঙ্গে একটি ৪ স্পিডের গিয়ারবক্স সংযুক্ত করা হয়েছে। সংস্থার দাবি এই বাইকটি প্রতি লিটার তেলে ৭০ কিমি রাস্তা পর্যন্ত যেতে পারে।
নতুন রঙের ভ্যারিয়ান্ট
আগের থেকে এই নতুন আপডেটেড হিরো প্যাশন প্লাস বাইকে নতুন দুটি রঙের ভ্যারিয়ান্ট এসেছে। এতে ডুয়াল টোন এবং বডি টোন পেইন্ট স্কিমের সুবিধে রয়েছে। লাল রঙের সঙ্গে কালো রঙ এবং কালো রঙের সঙ্গে নীল রঙের অ্যাকসেন্টের বিকল্প আনা হয়েছে ভারতের বাজারে। তবে প্যাশন প্লাসের ডিজাইনে কোনও বদল করা হয়নি। এই বাইকে কালো রঙের ৫ স্পোকের অ্যালয় হুইল রয়েছে।
হিরো প্যাশন প্লাস বাইকের দাম বেড়েছে, এদিকে বাজাজ পালসারের কিছু মডেলে আপনি ৭৩০০ টাকার ছাড় পাবেন আপনি। আপনিও যদি পালসার বাইক কিনতে চান, তাহলে এই অফারটি আপনার জন্য। এই সময়েই আপনি কিনে নিতে পারেন আপনার পছন্দের পালসার।
Car loan Information:
Calculate Car Loan EMI