Car News: ভারতে এখন বেশিরভাগ গাড়িপ্রেমীই বেশি দামের গাড়ি, বড় আকারের গাড়ি কিনতে বেশি পছন্দ করছেন। আর আমরা এবার ভারতের বেশ কিছু বেস্ট সেলিং গাড়ির হদিশ দেব এই লেখায় যেগুলির দাম এখনকার বাজারে ১০ লাখেরও বেশি। এখানে এমন বেশ কিছু মডেলের উল্লেখ করা হল যেগুলি ভারতে খুবই জনপ্রিয় আর এর দাম ১০ লাখেরও বেশি।


হুন্ডাই ক্রেটা


হুন্ডাই কোম্পানির সবথেকে বেশি বিক্রি হওয়া মডেলের মধ্যে সবার প্রথমে নাম উঠে আসে হুন্ডাই ক্রেটার। হুন্ডাইয়ের সবথেকে সস্তা এসইউভি গাড়ি (Hyundai Creta) এক্সটার ও ভেন্যুর থেকেও এই গাড়ির বিক্রি অনেক বেশি। দাম বেশি হলেও এর বিক্রিতে সেভাবে কোনও প্রভাব পড়েনি। সস্তা গাড়ির থেকে এই ক্রেটার মডেলই মানুষ বেশি কিনেছেন। গত মাসে হুন্ডাই ক্রেটা মডেলের ফেসলিফট ভার্সন বাজারে ১৫ হাজার ইউনিট বিক্রি করেছিল। প্রচুর সংখ্যক গাড়িও তৈরি করেছে হুন্ডাই। আর এবার ভারতে ক্রেটার একটি নতুন মডেল এসে গিয়েছে। নতুন লুক, ১.৫ লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে এসেছে এই গাড়ি। ADAS-এর মত বেশ কিছু ফিচার্স এতে জুড়ে গিয়েছে।


মারুতি গ্র্যান্ড ভিতারা


মারুতির আরেকটি বড় সাফল্য হল গ্র্যান্ড ভিতারার এই মডেল নির্মাণ। প্রিমিয়াম কম্প্যাক্ট এসইউভি সেগমেন্ট যে মারুতি (Maruti Grand Vitara) খুব একটা অবহেলার পাত্র নয়, সেকথা এর মাধ্যমেই প্রমাণ হয়ে গিয়েছে। যখন এই মডেল বাজারে এসেছে, তখন থেকেই প্রচুর ইউনিট গাড়ি বিক্রি হয়েছে এর। একটা মাইল্ড হাইব্রিড ও একটা ফুল হাইব্রিড গাড়ি অটোমেটিক অপশনের সঙ্গে এসেছে বাজারে। একটা AWD ভ্যারিয়্যান্টে আসছে মারুতির এই গাড়ি। এর দামও ১০ লাখের উপরেই।


মহিন্দ্রা স্করপিও অ্যান্ড স্করপিও এন


মহিন্দ্রার রেঞ্জের (Mahindra Scorpio and Scorpio N) মধ্যে এই স্করপিও গাড়িটি খুবই জনপ্রিয় একটি মডেল। নতুন স্করপিও এন মডেলটি একেবারে হু হু করে জনপ্রিয় হয়ে উঠেছে ভারতের বাজারে। আগের স্করপিও মডেলটির হাবভাব একই আছে। এর নিজস্ব একটা অনুরাগী আছে, গাড়িপ্রেমীদের একটা গোষ্ঠী স্করপিওর এই মডেলটি পছন্দ করেন। স্করপিও এন একটা ২। লিটার টার্বো পেট্রোল ইঞ্জিনের সঙ্গে আসছে বাজারে, একইসঙ্গে এতে থাকছে অটোমেটিক ও ম্যানুয়াল ট্রান্সমিশনের সুবিধে।


টয়োটা ইনোভা


বাজারে লঞ্চ হওয়ার প্রথম দিন থেকেই এই ইনোভা (Toyota Innova) ব্র্যান্ডটি গাড়িপ্রেমীদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। ভারতে বেস্ট সেলিং এমপিভি হিসেবে সবার শীর্ষে আছে এই টয়োটা ইনোভা মডেলটি। এর দামও ১০ লাখ পেরিয়ে, এই মডেলের আবার একটি ইলেকট্রিক ভার্সনও আসছে বাজারে।


আরও পড়ুন: Royal Enfield Bike: ভারতে খুব শীঘ্রই লঞ্চ হবে রয়্যাল এনফিল্ডের এই নতুন মডেল, দাম কত হবে ?


Car loan Information:

Calculate Car Loan EMI