Motovolt e-bike India : পেট্রলের যে হারে দাম বাড়ছে, সেখানে এক-দু বছর ধরেই ইলেকট্রিক ভার্সনের গাড়ির চাহিদা বেড়ে চলেছে। কোভিড পর্বের পর থেকে গাড়ি নির্মাতা সংস্থাগুলিও এই বর্ধিত চাহিদার কথা মাথায় রেখে জোর দিয়েছে ইভি নির্মাণের দিকে। একইভাবে দু'চাকার দুনিয়াতেও বিপ্লব ঘটিয়েছে ইভি। এসে গিয়েছে অত্যাধুনিক ফিচার্সের ই-বাইক বা ইলেকট্রিক চালিত সাইকেল। ভারতের অন্যতম জনপ্রিয় বাইক-নির্মাতা সংস্থা Motovolt বাজারে নিয়ে এল তাদের নতুন মডেলের ই-বাইক Motovolt URBN e-bike। দামে কম, মানে ভাল। সংস্থার দাবি, সস্তায় ভাল ই-বাইক নিতে গেলে মোটোভোল্টের কোনও বিকল্প নেই।
ইতিমধ্যে সারা দেশের জনপ্রিয় আউটলেটগুলিতে পাওয়া যাবে এই ই-বাইক। একবার চার্জ দিলেই বাইকে করে যাওয়া যাবে প্রায় ১২০ কিলোমিটার পথ। রয়েছে BIS প্রযুক্তির ব্যাটারিও। ২০২০ সালে তুষার চৌধুরী তৈরি করেন এই মোটোভোল্ট কোম্পানি, তারপর থেকেই বাইসাইকেলের দুনিয়ায় চুটিয়ে ব্যবসা করছে এই সংস্থা।
রঙের ভ্যারিয়্যান্ট
৫টি রঙের ভ্যারিয়্যান্টে পাওয়া যাবে এই বাইক। নতুন-প্রজন্মের বাইকের মত সমস্ত প্রযুক্তি রয়েছে এতে, রয়েছে স্টাইলিশ লুকও। বড় টায়ার আর উন্নত সাসপেনশন একে অন্য যে কোনও ই-বাইক মডেলের থেকে আলাদা করেছে।
গতি
সম্পূর্ণ চার্জ দিলে এই ই-বাইক একটানা ৪ ঘন্টা চলতে পারে। আবার সম্পূর্ণ চার্জ হতেও এই বাইকের প্রায় ৪ ঘন্টা সময় লেগেই যায়। এক্ষেত্রে সর্বোচ্চ ২৫ মাইল প্রতি ঘন্টার গতি পেতে পারেন চালক। যদিও এই গতি অনেকটাই নির্ভর করে রাস্তার অবস্থার উপর।
স্মার্টফোন কানেক্টিভিটি
অত্যাধুনিক প্রযুক্তির মধ্যে এতে রয়েছে, খুব সহজে আপনার স্মার্টফোনের সঙ্গে কানেকশনের সুবিধে। অর্থাৎ, আপনার স্মার্টফোনের সঙ্গে ব্লুটুথ মারফত কানেক্ট করে নিতে পারেন আপনার সাইকেলটিও।
আরও কী বৈশিষ্ট্য রয়েছে?
- সামনের চাকায় টেলিস্কোপিক ফর্ক এবং পিছনের চাকায় ডুয়াল শক সাসপেনশন রয়েছে এই সাইকেলে।
- দুটি চাকাতেই লাগানো আছে ডিস্ক ব্রেক।
- চাকাগুলি প্রায় ২০ ইঞ্চির পরিধিযুক্ত। আর এর বড় চাকাই সাইকেলের প্রধান আকর্ষণের বিষয়।
- রাস্তা ভাল হোক বা খারাপ, এই ই-বাইক এমনভাবে তৈরি যাতে কখনও পারফরম্যান্সে ঘাটতি দেখা না দেয়।
- ই-বাইকের ওজন ৪০ কেজিরও কম যার ফলে রাস্তায় গতি তোলার ক্ষেত্রেও সেভাবে কোনও সমস্যার মুখোমুখি হবেন না চালক।
দাম কত ?
Motovolt URBN e-bike-এর দাম বর্তমানে শুরু ৪৯,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ মাত্র ৫০ হাজার টাকা খরচ করলেই এই সাশ্রয়ী এবং অত্যাধুনিক ই-বাইকটি আপনি কিনে ফেলতে পারেন। সংস্থার ওয়েবসাইট অনুযায়ী, এখন বুকিং প্রাইস ৯৯৯টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
Car loan Information:
Calculate Car Loan EMI