সোমনাথ চট্টোপাধ্যায় : অল ইলেকট্রিক গাড়ির কনসেপ্ট (All Electric Cars) মডেল নিয়ে এল Tata Motors। এটি কোম্পানির প্রথম গাড়ি, যাতে কোনও ডিজেল বা পেট্রল ভ্যারিয়েন্ট থাকছে না। এটি পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি হিসাবে বাজারে আসতে চলেছে। নাম টাটা কার্ভ ইভি। ২০২৪ সালের শুরুতেই বাজারে আসবে টাটার এই প্রথম ইভি মডেলটি।
৪মি প্লাস SUV স্পেসের সঙ্গে পাল্লা দিয়ে ডিজাইন করা হয়েছে এই ইভির, সঙ্গে হ্যারিয়ার এবং টাটা নেক্সনের মাঝামাঝি পজিশন দেওয়া হবে এই গাড়িকে। ইতিমধ্যেই ২০২৩ সালের অটো এক্সপোতে এই গাড়ির পেট্রল ভার্সন প্রদর্শিত হয়ে গিয়েছে। টাটা নেক্সনের ইভির থেকে এই মডেলে সবথেকে বড় চমক হল এর দুর্দান্ত রেঞ্জ।
কত রেঞ্জ থাকছে ?
নেক্সন ইভির মডেলটির মতই কার্ভ ইভিতেও MR ও LR ভ্যারিয়ান্ট থাকছে এই গাড়িতে। নেক্সন LR-এর ব্যাটারি প্যাক মিডিয়াম রেঞ্জের জন্য থাকছে ৪০.৫ কিলোওয়াট আওয়ার। বেশি রেঞ্জের মডেলের ক্ষেত্রে ব্যাটারি প্যাকটিও বড় থাকছে। প্রায় ৫০ কিলোওয়াট আওয়ার বা তার বেশি ক্ষমতার ব্যাটারি প্যাক থাকতে পারে এই মডেলগুলিতে যা কিনা গাড়িকে সর্বোচ্চ ৫৫০ কিমি. রেঞ্জ এনে দিতে পারে।
MR ও LR ভ্যারিয়ান্টের কার কত রেঞ্জ?
MR ভ্যারিয়ান্টের ক্ষেত্রে যেমন ৪৬০ কিমি. রেঞ্জ থাকছে, অন্যদিকে LR ভ্যারিয়ান্টের রেঞ্জ হতে পারে সর্বোচ্চ ৫৫০ কিমি। এই রেঞ্জই এক সময় স্ট্যান্ডার্ড লিমিট হয়ে যাবে ইভির দুনিয়ায়। আসন্ন Maruti evX-এর ক্ষেত্রেও একই রেঞ্জ থাকছে বলে জানা গিয়েছে।
Tata Motors-এর কনসেপ্ট Curvv EV-র কেবিনে রয়েছে টুইন অল-ডিজিটাল ডিসপ্লে স্ক্রিন, ফ্যাব্রিক-ফিনিশড ড্যাশবোর্ড, প্যানোরামিক সানরুফ, আলোকিত লোগো ও আরও অনেক কিছু। এটি বর্তমানে যেকোনও Tata EV-র থেকে ভাল পারফরম্যান্স অফার করবে। এই গাড়ির সর্বোচ্চ রেঞ্জ 500 কিলোমিটার হতে পারে। যা নিয়ে আশাবাদী অটো ব্লগাররাও।
কেমন দেখতে এই গাড়ি ?
Tata Curvv EV-র পিছনের ও সামনের প্রোফাইলে লম্বা LED লাইট রয়েছে। SUV বডি শেপ বড় চাকার অ্যালোয়, বেশি গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও কুপের মতো ছাদ এই কনসেপ্ট বৈদ্যুতিক গাড়িকে একটি শক্তিশালী পারফরম্যান্স বেসড গাড়িতে পরিণত করতে পারে।
ইন্টিরিয়রে কী বদল আসছে?
একইরকম বড় স্ক্রিন, বড় ডায়াল থাকছে এই মডেলেও। তার সঙ্গে জুড়ে যাচ্ছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং ADAS প্রযুক্তি। Tata Curvv EV সম্ভবত Tata Motors-এর মডুলার ALFA প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে।
আরও পড়ুন: Top Facelifted Cars: হালকা বদল লুকে, তাতেই বাজিমাত ! জানুন এ বছরের সেরা ফেসলিফট গাড়ির হদিশ
Car loan Information:
Calculate Car Loan EMI