সোমনাথ চট্টোপাধ্যায়: নতুনরূপে ভারতের বাজারে ফিরবে ফোর্ড। ফোর্ড এভারেস্ট কিংবা ফোর্ড এনডিভার এই দুইয়ের মধ্যে কোনও একটি নিয়েই ফের নতুন করে নতুনরূপে ভারতে ফিরবে ফোর্ড। জানাই আছে যে ভারতে ফোর্ডের জনপ্রিয়তা বরাবর তুঙ্গে, ফোর্ডপ্রেমী মানুষের সংখ্যা কম নয় ভারতে। আগামী ২০২৫ সালের মধ্যেই ভারতে আসতে চলেছে ফোর্ডের (Ford Endevour) নতুন একটি মডেল। তবে নতুন যে এনডিভার মডেল আসার কথা হচ্ছে সেটি আসবে CBU মোডে। আর আমরা আশা করছি একটা ফুল লোডেড ভার্সন দেখতে পাব ভারতের বাজারে।


এই নতুন SUV-র অ্যাপিল আর ফরচুনারের এখন যে মডেলটি ভারতের বাজারে আছে, তার দাম ফোর্ডের এনডিভারকে অনেক বেশি প্রতিযোগিতাপূর্ণ করে তুলবে বলেই মনে হচ্ছে। মনে হচ্ছে এর যা দাম হবে অর্থাৎ খুব বেশি দাম হলে সম্ভাব্য ক্রেতার হার অনেকটা কমে যেতে পারে। নতুন এনডিভার অনেক বেশি রিফাইন্ড, লাক্সারিয়াস এবং একইসঙ্গে একটা রুক্ষ চেহারা বজায় রেখেছে নিজের লুকের মধ্যে। এটি অনেক বেশি প্রিমিয়াম লুক সম্পন্ন এবং নতুন লাইটিং সিগনেচারের (Ford Endevour) সঙ্গে এতে এসেছে একটা চিজেল লুক। ফোর্ড এই নতুন এনডিভারকে অনেক বেশি প্রিমিয়াম লুক দিয়েছে। ক্রেতারা হয়ত এটাই চাইছিলেন এর আগে। ইন্টিরিয়রের কথা বলতে গেলে একটা বিশাল ডিজিটাল স্ক্রিন, একটা পোর্ট্রেট টাচস্ক্রিন এতে যুক্ত হয়েছে যেখানে গাড়ির মেটেরিয়ালে অনেক বদল এসেছে। এছাড়াও ফোর্ড এনডিভারে থাকবে হিটেড সিট, প্যানোরমিক সানরুফ, পাওয়ারড সিট এবং আরও অনেক কিছু। ADAS ফিচার্সও ফোর্ডের আসন্ন এভারেস্টের নতুন মডেলটিতে থাকবে বলেই মনে করা হচ্ছে।


ফরচুনারের মত ট্রাক প্ল্যাটফর্মের (Ford Endevour) উপরেই রয়েছে আন্ডারপিনিংগুলি। আর এটাতেও একই ডিজাইন ও লুক বজায় রয়েছে। ভারতে একটা বড়সড় ডিজেল V6 মডেল আসতে পারে কিন্তু বাইটার্বো ডিজেল ইঞ্জিন এবং 2WD ভার্সন এর ফিচার্স থেকে কখনও বদলাবে না। একটা ১০ স্পিডের অটোমেটিক টার্বোও থাকছে এতে।


যদি এটি ভারতে আমদানি করা হয়, নতুন এনডিভারটি তবে সবথেকে বেশি এক্সক্লুসিভ হবে এবং ফরচুনারের সঙ্গে তুলনীয় দামে এটি অনেক কমই বিক্রি হবে। প্রিমিয়াম SUV ক্যাটাগরিতে এত বেশি পরিমাণ গাড়ি নির্মাণ শুরু হয়ে গিয়েছে যে এনডিভার তাঁর নিজের ক্রেতা চিনে নেবে। কিন্তু সেটা হতে সময় লাগবে। এর আগে ফোর্ড জানিয়েছিল যে কিছু গাড়ি (Ford Endevour) তাঁরা ভারতে আমদানি করবে। তবে সে নিয়ে এখনও কাজ চলছে, চলছে চিন্তাভাবনা বৃহত্তর প্রেক্ষিতে। তবে এই নতুন এনডিভার মডেল দামের দিক থেকে একটু উঁচুমানের হলেও এর জন্য অপেক্ষা করাই যায়।   


আরও পড়ুন: Hyundai Creta SUV: প্রতি ৫ মিনিটে বিক্রি হয় এই গাড়ি ! কোন মডেল, কী রহস্য ?


Car loan Information:

Calculate Car Loan EMI