Auto: দীর্ঘদিন ধরেই এই গাড়ির (Jeep Compass New) আপডেট আসা করছিলেন ক্রেতারা। অবশেষ প্রকাশ্যে এল নতুন প্রজন্মের জিপ কম্পাস। এটি সম্পূর্ণ নতুন একটি প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এই নতুন প্ল্যাটফর্মটি নতুন কম্পাসটিকে আরও বড় করে তুলেছে। ফলে আরও বেশি জায়গা পাওয়া য়াবে গাড়িতে (Cars)।
কোথায় আলাদা এই গাড়িআপনি দেখতে পাবেন এই গাড়িতে কিছু পরিচিত স্টাইলিং কিউ থাকা সত্ত্বেও নতুন কম্পাসটি আরও পেশিবহুল দেখাচ্ছে। সামনের দিকে সম্পূর্ণ নতুন বাম্পার ও আরও ক্ল্যাডিং দেওয়া হয়েছে। এই এসইউভিতে আপনি নতুন অ্যালোয় হুইল দেখতে পাবেন। এর রাস্তার উপস্থিতি আরও বেশি ও পিছনের স্টাইলিংও সম্পূর্ণ নতুন।
আরও কী আশা করতে পারেন
পিছনে একটি কানেকটেড টেল ল্যাম্প সেটআপ রয়েছে। এটি বর্তমান কম্পাস থেকে একটি বড় জায়গা জুড়ে পাবেন ক্রেতা। ভিতরে, আপনি একটি বৃহত্তর টাচস্ক্রিন ও আরও জায়গা দেখতে পাবেন। কেবনি স্পেসের পাশাপাশি আরও প্রযুক্তিও আশা করতে পারেন আপনি।
এবার পাবেন ইভিতে
নতুন কম্পাসটি এখন একটি ইভি সংস্করণের সঙ্গে বাজারে আনা হবে। তবে এর সঙ্গে হাইব্রিড সংস্করণও থাকবে। অবশ্যই রেগুলার পেট্রোল সংস্করণ ও একটি অফরোড ফোকাসড ট্রেলহক থাকবে এই গাড়িতে। একটি নতুন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হওয়ায় নতুন প্রজন্মের কম্পাসটি এখন ভারতে আসার সম্ভাবনা কম। তবে কিছুই নিশ্চিত করা হয়নি এই বিষয়ে। যদিও এটি ভারতে আনার বিষেয় বিবেচনা করতে পারে কোম্পানি।
আমাদের মনে হয়, এই নতুন প্রজন্মের মডেলটি বর্তমান মডেলের উপরে প্রোজেক্ট করবে কোম্পানি। এখানে বিক্রি করা হতে পারে এই কার। সামগ্রিকভাবে, নতুন কম্পাসটি দেখতে আক্রমণাত্মক ও এর প্রচুর রোড প্রেসেজন্স রয়েছে। যা ভারতের এসইউভি প্রেমীদের কাছে আকর্ষণীয় হবে ।আমরা আশা করি এটি অবশেষে এখানেও পৌঁছাবে।
Tata EV: ভারতের বাজারে বৈদ্যুতিন গাড়ির চাহিদা ক্রমেই বেড়ে চলেছে। আর এই বাজারে ৫০ শতাংশ অধিকার রয়েছে টাটা মোটরসের। টাটা মোটরস ২০২৫ অর্থবর্ষে মোট দেশের ইভি বিক্রির ৫০ শতাংশ একাই বিক্রি করেছে। এবার এই সংস্থা (Tata Sierra EV) বাজারে আনতে চলেছে বহু প্রতীক্ষিত ইলেকট্রিক এসইউভি টাটা সিয়েরা ইভি। শুধু ইভি বলা ভুল হবে, এই বৈদ্যুতিন ভার্সনের সঙ্গে সঙ্গে পেট্রোল ও ডিজেল ভার্সনও বাজারে (Tata EV) আনবে এই সংস্থা। রিপোর্ট অনুসারে টাটা সিয়েরা ইভিতে আপনি একবার সম্পূর্ণ চার্জ দিলে ৫০০ কিমি পর্যন্ত চলতে পারবে।
Car loan Information:
Calculate Car Loan EMI