New Toyota Innova Hycross: টয়োটা (Toyota) কোম্পানি তাদের নিউ জেনারেশন ইনোভা (new Innova Hycross) হাইক্রস গাড়ি লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী বছর শুরুর দিকে এই গাড়ি দেশে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে। ইতিমধ্যেই এই গাড়ির ডিজাইন এবং লুক প্রকাশ্যে এসেছে। তার পাশাপাশি টয়োটা নিউ জেনারেশন ইনোভা হাইক্রস গাড়ির বুকিং শুরু হয়েছে আজ থেকে। আগামী বছর অটো এক্সপোতে লঞ্চ হবে এই গাড়ি। বর্তমানে টয়োটা- র যে ক্রিস্টা মডেল রয়েছে তার থেকে আলাদা হবে নতুন ইনোভা হাইক্রস। এখানে রয়েছে একদম নতুন monocoque প্ল্যাটফর্ম। নতুন টয়োটা ইনোভা হাইক্রস গাড়ির স্টাইল অনেকটাই এসইউভি-র মতো। এই গাড়ি লম্বার ৪৭৫৫ মিলিমিটার, চওড়াতে ১৮৫০ মিলিমিটার। বর্তমানে যে টয়োটা ইনোভা মডেল রয়েছে ভারতের বাজারে তার থেকে বেশি পরিমাণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাওয়া যাবে নতুন টয়োটা ইনোভা হাইক্রস গাড়িতে। এছাড়াও গাড়ির সামনের অংশে রয়েছে বড় আকার আয়তনের গ্রিল। সেই সঙ্গে রয়েছে কারুকাজ করা হেডল্যাম্প। নতুন ইনোভা হাইক্রস গাড়িতে রয়েছে ১৮ ইঞ্চির চাকা। 


আগেই বলা হয়েছে এই গাড়ির ডিজাইনের সঙ্গে এসইউভি গাড়ির অনেক মিল রয়েছে। নতুন ভার্সানের ইনোভা হাইক্রস মডেলে আগের তুলনা বড় আকারের জানলা রয়েছে। ফলে গাড়ির ভিতরের অংশে ভালভাবে হাওয়া-বাতাস প্রবেশ করবে। আগের তুলনায় বড় হুইলবেসও রয়েছে নিউ জেনারেশন টয়োটা হাইক্রস গাড়িতে। এমনকি গাড়ির ভিতরের ডিজাইনেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। ডুয়াল টোনের লেদার সিট রয়েছে গাড়ির কেবিনে। সেন্তার কনসোলের উপরের দিকে রয়েছে গিয়ার লেভেল। এছাড়াও রয়েছে ১০ ইঞ্চির একটি ফ্লোটিং টাচস্ক্রিন। প্রযুক্তিগত দিক থেকেও এই গাড়ি যথেষ্ট উন্নত। নতুন একটি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে এই গাড়িতে। এছাড়াও রয়েছে প্যানোর‍্যামিক সানরুফ, ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল, এলইডি অ্যাম্বিয়েন্ট লাইটিং ও আরও অনেক ফিচার। গাড়ির পিছনের অংশেও রয়েছে LED ল্যাম্প এবং ক্লাইমেট কন্ট্রোল ফাংশান। এই প্রথম কোনও টয়োটা গাড়িতে থাকতে চলেছে ADAS ফিচার। অটোম্যাটিক ইমার্জেন্সি ব্রেকিং, অ্যাডাপ্টিভ ক্রুজ কন্ট্রোল, lane keep assist এবং আরও অনেক আধুনিক ফিচার রয়েছে এই গাড়িতে। 


নতুন টয়োটা হাইক্রস গাড়ির সিটের ক্ষেত্রেও রয়েছে চমক। পিছনের সিটের ক্ষেত্রে যাত্রীদের আরামের জন্য পা ছড়িয়ে বসার বন্দোবস্ত রয়েছে যাকে বলা হচ্ছে এক্সটেন্ডেবল লেগ রেস্ট ফিচার। সাত এবং আট সিটের দুটো ভার্সান রয়েছে এই গাড়ির। ইঞ্জিনের নিরিখে ইনোভা হাইক্রস নিউ জেনারেশন মডেলে রয়েছে পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড ইঞ্জিন। কোনও ম্যানুয়াল গিয়ারবক্স নেই এখানে। স্ট্যান্ডার্ড হিসেবে রয়েছে CVT। এখানে ২ লিটারের একটি পেট্রোল ইঞ্জিনের সঙ্গে রয়েছে একটি ইলেকট্রিক মোটর। ১৮০ বিএইচপি শক্তি উৎপন্ন করে এই ইঞ্জিন।


আরও পড়ুন- দেশের দ্রুততম ইলেকট্রিক বাইক ! একবার চার্জে যাবে ৩০৮ কিলোমিটার


আরও পড়ুন- দেশের দ্রুততম ইলেকট্রিক বাইক ! একবার চার্জে যাবে ৩০৮ কিলোমিটার


Car loan Information:

Calculate Car Loan EMI