Noida Traffic Police: সাধারণ মানুষের সুরক্ষার জন্যই তৈরি করা হয়েছে এই সমস্ত ট্রাফিক আইন। এই নিয়ম-কানুন লঙ্ঘন করার অপরাধে ট্রাফিক পুলিশ জরিমানা করতে পারে। উত্তরপ্রদেশের নয়ডায় এভাবেই এক ট্রাফিক পুলিশ এক যুবককে ৫৪,৫০০ টাকার জরিমানা করেছে। নয়ডার সেক্টর ১৩৭-এ এক যুবক তাঁর স্পোর্টস কার নিয়ে বিপজ্জনক স্টান্ট (Traffic Challan) করছিলেন রাস্তায় আর সেই কারণেই তাঁর জরিমানা করা হয়। এই স্টান্টের ভিডিয়ো (Viral Video) মুহূর্তের মধ্যে তুমুল ভাইরাল হয়ে যায় এবং সেই ভিডিয়ো দেখেই যুবকের উপর সাজা আরোপ করে নয়ডার ট্রাফিক পুলিশ।


চালান কাটল ট্রাফিক পুলিশ


বিলাসবহুল গাড়ি নিয়ে বিপজ্জনক স্টান্ট করছিল এক যুবক আর তাঁর সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যে। এই ভিডিয়োতে দেখা যায়, সেই যুবক দ্রুত গতিতে রাস্তা দিয়ে গাড়ি ছোটাচ্ছেন এবং সেই কারণেই নয়ডার ট্রাফিক পুলিশ (Traffic Challan) পদক্ষেপ করে। ভিডিয়ো দেখে এই গাড়ির মালিককে খুঁজে বের করেছে ট্রাফিক পুলিশ এবং তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়, ৫৪ হাজার ৫০০ টাকার চালান কাটা হয় তাঁর নামে। ভিডিয়োতে দেখা যাচ্ছে রাস্তার মাঝঝানে হঠাৎ করে প্রচণ্ড গতিতে বিএমডব্লিউ গাড়ি নিয়ে সেই যুবক তাঁকে গোল চক্রাকারে ঘোরাতে থাকেন এবং এর ফলে গাড়ির চারপাশে ধুলোর বলয় তৈরি হয়ে যায়। এই স্টান্ট দেখে পিছনে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। বিপদ বুঝে সেই গাড়িটিও চলতে সাহস পায়নি। বেশ কিছুক্ষণ ধরে নানা কায়দায় এই স্টান্ট করতে থাকেন সেই যুবক।



স্টান্টের কারণে দুর্ঘটনার সম্ভাবনা


সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে নয়ডার ট্রাফিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন যে এই ধরনের স্টান্টগুলি সাধারণ পথচারী মানুষের জন্য প্রাণহানিকর হতে পারে, তাদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে থাকে এর মাধ্যমে। এই ধরনের স্টান্টের কারণে বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা থাকে। নয়ডায় এর আগেও এই ধরনের স্টান্টের ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। দ্রুতগামী যানবাহনের কারণেও অনেক সময় দুর্ঘটনা ঘটেছে সড়কে। এর আগেও নয়ডা পুলিশ এমন অপরাধে মোটা অঙ্কের জরিমানা করেছে, এমনকী গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।


এর আগে হিমাচল প্রদেশের মান্ডি এলাকায় এভাবেই এক মহিন্দ্রা থার চালককে ১ লক্ষ ৫ হাজার টাকার জরিমানা করেছিল পুলিশ। সেই গাড়িতে ছিল না রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ছিল না পলিউশন সার্টিফিকেটও। এমনকী গাড়ির মডিফিকেশন করিয়ে রং বদলানো হয়েছিল। এই কারণে মোটা অঙ্কের চালান কাটে ট্রাফিক পুলিশ।


Car loan Information:

Calculate Car Loan EMI