E-Bike: ভারতের বাজারে ইভির চাহিদা দিন দিন বাড়তে চলেছে। আর এই আবহে দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলিও ইভি নির্মাণের উপর জোর দিচ্ছে। দু-চাকার গাড়ি হোক বা চার চাকার, ইলেকট্রিক ভার্সনের মডেলেই জমে উঠছে পসরা। এবার দুর্দান্ত ছাড়ের সুযোগ নিয়ে এল ওকায়া ইলেকট্রিক বাইক (Okaya EV)। ব্যাটারি চালিত স্কুটার কিনবেন ভাবছেন ? তার আগে দেখে নিন এই সংস্থা প্রায় ১৮ হাজার টাকা ছাড় দিচ্ছে ইলেকট্রিক স্কুটারের উপর। পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে এই অফার।


কী বিশেষ অফার দিচ্ছে ওকায়া ইভি ?


২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত ওকায়া ইভির পক্ষ থেকে দেওয়া হচ্ছে এই বিশেষ ছাড়। এই সংস্থার সমস্ত গাড়ির উপরেই প্রায় ১৮ হাজার টাকা পর্যন্ত ছাড় থাকছে। ইলেকট্রিক ভার্সনের (Okaya EV) মডেলগুলিকে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই নতুন আপডেট অনুসারে ওকায়ার ফ্রিডাম মডেলটি পাওয়া যাবে ৭৪,৮৯৯ টাকায় যার রেঞ্জ ৭৫ কিমি। অর্থাৎ একবার সম্পূর্ণ চার্জ দিলে এই গাড়িতে যাওয়া যাবে ৭৫ কিমি। অন্যদিকে শুধু এই মডেলটিই নয়, আরও বেশ কিছু ইলেকট্রিক বাইক য় স্কুটারের মডেলে পাওয়া যাবে বিশেষ ছাড়।


কোন কোন মডেলের দাম কমেছে ?


ওকায়া ইভির (Okaya EV) পক্ষ থেকে তাঁদের সমাজমাধ্যমে জানানো হয়েছে এই অফারের দরুণ কোন কোন মডেলের দাম কমেছে এবং এখন ফেব্রুয়ারি মাসের জন্য কত ছাড় মিলবে সেই গাড়িতে।  


Faast F4 মডেলের দাম এখন ১,৩৭,৯৯০ টাকার পরিবর্তে পাওয়া যাবে ১,১৯,৯০০ টাকায়।


Faast F3 স্কুটারের দাম ১,২৪,৯৯০ টাকার বদলে অফারে পাওয়া যাচ্ছে ১,০৯,৯৯০ টাকায়।


এরপরে Motofaast স্কুটারটিয় পড়েছে অফারের আওতায়। এই গাড়ির আসল দাম যেখানে ১,৪১,৯৯৯ টাকা, সেখানে বর্তমানে এই দুই চাকার গাড়িটি ১,২৮,৯৯৯ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।


Faast F2F স্কুটারটি ৯৩,৯৯৯ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে মাত্র ৮৩,৯৯৯ টাকায় অর্থাৎ পুরো ১০ হাজার টাকা ছাড়।


এখানেই শেষ নয়। ওকায়া ইভির Faast F2B মডেলটি ১,০২,৯৫০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ৯৩,৯৫০ টাকা দামে।


সবশেষে ওকায়ার Faast F2T স্কুটারটি বর্তমানে অফারে ৯২,৯০০ টাকায় পাওয়া যাচ্ছে।


ওকায়া ইভির আকর্ষণীয় বিষয় হল এই গাড়িতে, বলা ভাল এই ইলেকট্রিক স্কুটারগুলিতে রয়েছে LFP ব্যাটারি। অর্থাৎ লিথিয়াম ফেরাস ফসফেট ব্যাটারি যা কিনা ভারতের অধিক তাপমাত্রার পরিবেশেও দুর্দান্ত কর্মক্ষম।


আরও পড়ুন: Maruti Swift: নতুন বছরে নতুন অবতারে আসছে মারুতি সুইফট, কী বদল হচ্ছে ? দামও কি পাল্টাবে ?


Car loan Information:

Calculate Car Loan EMI