সোমনাথ চট্টোপাধ্যায়: কদিন আগেই জানা গিয়েছিল যে ভারতের বাজারে আসতে চলেছে মারুতি সুইফটের (Maruti Swift) নতুন মডেল, মারুতি সুইফট ২০২৪। এখনও এই গাড়ি লঞ্চ হয়নি যদিও। তবে জাপানের বাজারে এর একটি মাইল্ড হাইব্রিড ভার্সন এসে গিয়েছে ইতিমধ্যেই। কিন্তু নতুন এই সুইফট মডেলে আরও ফিচার্স এসে জুড়ে গিয়েছে, কমফর্ট এবং টেকনোলজির দিক থেকে অনেক উন্নত হয়ে উঠেছে এই নতুন মারুতি সুইফট।


দৈর্ঘ্যের দিক থেকে এই মারুতি সুইফট ৩৮৬০ মিমি, যা একে আরও একটু বেশি লম্বা করে দিয়েছে। গাড়িটি ১৬৯৫ মিমি চওড়া। গ্রাউন্ড ক্লিয়ারেন্সের কথা বলতে গেলে ১২০ মিমি আছে এই গাড়িতে যেখানে হুইলবেস একই আছে, ২৪৫০ মিমি। মনে রাখতে এই ফিচার্সগুলি কিন্তু পুরোটাই মারুতি সুইফটের (Maruti Swift) গ্লোবাল মডেলে রয়েছে, ভারতের মডেলে একই জিনিস থাকবে কিনা তা এখনও স্পষ্ট নয়। ভারতের বাজারে যে মডেল আসবে তাতে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সামান্য বদলে যেতেও পারে। টার্নিং রেডিয়াস হল ৪.৮ মিটার।


এই মাইল্ড হাইব্রিড ভার্সনটিতে আকর্ষণীয় একটি ২৮.৯ কিমি প্রতি লিটারের ইঞ্জিন এফিসিয়েন্সি আছে। গাড়িতে ব্যবহৃত হয়েছে Z12E type 3 cylinder, একেবারেই নতুন ইঞ্জিন মোটর যা কিনা 82PS এবং 108Nm ক্ষমতা সম্পন্ন। এক্ষেত্রে একটি ডিসি মোটর এবং একটি লিথিয়াম আয়ন ব্যাটারি কিন্তু মাত্র 3bhp এবং 60Nm ক্ষমতাসম্পন্ন। একেবারে নতুন Z12E type 1.2L 3-cylinder মডেলের ইঞ্জিনে অনেক দ্রুত কমবাশন হয় এবং অনেক বেশি কমপ্রেশন লক্ষ করা যায়। কমবাশন ও কম্প্রেশন রেশিও এক্ষেত্রে অনেক বেশি যেখানে অনেক কম স্পিডে অনেক বেশি টর্ক উৎপন্ন হতে পারে। এর ৫ স্পিড ম্যানুয়াল আরও অনেক বেশি, কিন্তু গিয়ারিং এখানে অনেক বেশি উন্নত এবং দক্ষ বলা যেতে পারে। স্ট্যান্ডার্ড পেট্রোলের ভার্সনটিতে ২৪ কিমি প্রতি লিটারে স্পিড তোলার মত সক্ষম। লাগেজ স্পেস এই গাড়িতে রয়েছে ২৬৫ লিটার। ফিচার্সের দিক থেকে নতুন সুইফটে (Maruti Swift) রয়েছে টিল্ট স্টিয়ারিং, টেলিস্কোপিক স্টিয়ারিং, অটোমেটিক ক্লাইমেট কনট্রোল, একটি ৯ ইঞ্চির স্ক্রিন, পাওয়ারড মিরর, কানেক্টেড কার টেক এবং অন্যান্য। জাপান স্পেসিফিক মডেলে যদিও ADAS এবং একটি ইলেকট্রনিক হ্যান্ডব্রেক।


রঙের কথা বলতে গেলে ফ্রন্টিয়ার ব্লু পার্ল মেটালিক এবং বার্নিং রেড পার্ল মেটালিক এই দুটি রঙের ভ্যারিয়্যান্টে (Maruti Swift) আপাতত পাওয়া যেতে পারে মারুতি সুইফট ২০২৪। আমরা আশা করছি স্ট্রাইকিং ব্লু শেড এর ভ্যারিয়্যান্টেও এই গাড়ি আসবে ভারতের বাজারে, সঙ্গে আসবে ট্রাডিশনাল সুইফট শেডও। নতুন সুইফট লুক আরও বেশি স্পোর্টিয়ার, আরও বেশি আগ্রেসিভ। মারুতি সুজুকি এরিনা আউটলেটে এই মডেলটি পাওয়া যাবে এবং এর মাধ্যমেই সারা দেশে বিপণন চলবে মারুতি সুইফট ২০২৪-এর।   


আরও পড়ুন: BYD Seal: রেঞ্জ দেবে ৭০০ কিমি ! ভারতে আসছে BYD Seal-এর নতুন সেডান


Car loan Information:

Calculate Car Loan EMI