Ola S1 Discount: অক্টোবর মাসে পুজোর আবহে ওলা ইলেকট্রিক তাদের কিছু কিছু স্কুটারে দিয়েছিল বিপুল ছাড়ের সুযোগ। তবে এই ছাড় (Ola Electric Scooter) এবার চলবে নভেম্বর মাসেও। বৈদ্যুতিন স্কুটারের বিক্রি বাড়াতে এই মাস জুড়েও চলবে ছাড়ের সুযোগ। ওলার এস ওয়ান বৈদ্যুতিন স্কুটারে (Ola S1 Scooter) আপনি চাইলে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন। পেট্রোল চালিত স্কুটারের সঙ্গে তুলনা করলে প্রতি বছর এই বৈদ্যুতিন স্কুটারে আপনি ৩০ হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারেন খরচ।


ওলা বৈদ্যুতিন স্কুটার


ওলা এস ওয়ান ইলেকট্রিক স্কুটারের মোট ৬টি মডেল রয়েছে যেগুলির সবকটিই এখন ভারতে পাওয়া যাচ্ছে। এমনকী এই স্কুটারগুলিতে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাটারি প্যাকের বিকল্প। এই সংস্থার এস ওয়ান এক্স হল সবথেকে সস্তার স্কুটার, দাম অত্যন্ত কম। এই বৈদ্যুতিন স্কুটারের দাম শুরু হচ্ছে ৭৪,৯৯৯ টাকা থেকে। একইসঙ্গে এস ওয়ান এয়ার মডেলের এক্স শোরুম দাম শুরু হচ্ছে ১ লক্ষ ৪৯৯ টাকা থেকে, আর ওলার এস ওয়ান প্রো মডেলের দাম শুরু হচ্ছে ভারতের বাজারে ১ লক্ষ ২০ হাজার টাকা থেকে।


ওলা এস ওয়ান স্কুটারের রেঞ্জ


ওলার বিভিন্ন স্কুটারের রেঞ্জ নির্ভর করে এর একেক ধরনের ব্যাটারি প্যাকের উপর। ওলার বৈদ্যুতিন স্কুটারে দাবি করা হয় যে এই স্কুটারে সর্বোচ্চ ১৯৫ কিমি রেঞ্জ পাওয়া যাবে।


ওলার এস ওয়ান এক্স স্কুটারে মোট তিনটি ব্যাটারি প্যাকের বিকল্প রয়েছে ভারতের বাজারে। এই গাড়ির রেঞ্জ রয়েছে ৯৫ কিমি যা কিনা ২ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে পাওয়া যাবে। একইসঙ্গে ৩ কিলওয়াটের ব্যাটারি প্যাকের সঙ্গে এই সংস্থা স্কুটারে দিচ্ছে ১৫১ কিমির রেঞ্জ। আর অন্যদিকে ৪ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাকে আপনি বৈদ্যুতিন স্কুটারে ১৯৩ কিমির রেঞ্জ পেয়ে যাবেন।


তবে ওলা এস ওয়ান এয়ারে আপনি কেবল একটিমাত্র ব্যাটারি প্যাক পাবেন যাতে একবার চার্জ দিলে সহজেই যাওয়া যাবে ১৫১ কিমি রাস্তা। এই স্কুটারের সর্বোচ্চ গতি পাবেন ৯০ কিমি প্রতি ঘণ্টায়। এই স্কুটারে মাত্র ৩.৩ সেকেন্ডের মধ্যেই ০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় গতিবেগ তোলা যায়।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Layoff News: একসঙ্গে ৯ হাজার কর্মী ছাঁটাই করল এই গাড়ি নির্মাতা সংস্থা, প্রকাশ্যে এল কারণ


Car loan Information:

Calculate Car Loan EMI