Ola Electric: ওলা ইলেকট্রিক (Ola Electric) সংস্থা তাদের এস১ ই-স্কুটারের (Ola S1) নতুন ভ্যারিয়েন্ট ভারতে লঞ্চ করার জন্য প্রস্তুত রয়েছে। বর্তমানে ওলা ইলেকট্রিক স্কুটার এস১ প্রো, এস১ এবং এস১ এয়ার- এই তিনটি ভ্যারিয়েন্টে উপলব্ধ রয়েছে। এর মধ্যে ওলা এস১ এয়ার ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হতে চলেছে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের এপ্রিল মাস থেকে। বলা হচ্ছে, ওলা এস১ রেঞ্জের এই ইলেকট্রিক স্কুটার অ্যাফোর্ডেবল ভ্যারিয়েন্ট। এর পাশাপাশি জানা গিয়েছে, ওলা ইলেকট্রিক সংস্থা তাদের প্রথম ইলেকট্রিক গাড়ি বাজারে আনতে চলেছে ২০২৪ সালের দ্বিতীয় ভাগে। ইলেকট্রিক গাড়ির পাশাপাশি স্পোর্টস কার লঞ্চেরও পরিকল্পনা রয়েছে ওলা সংস্থার। একে একে সেগুলোই ভারতের বাজারে আত্মপ্রকাশ করবে।
ওলা এস১ এয়ার ই-স্কুটারের দাম
ওলা এস ১ এয়ার ইলেকট্রিক স্কুটারের আসল দাম ৮৪,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফারে এই ই-স্কুটার পাওয়া যাবে ৭৯,৯৯৯ টাকায়। তার জন্য ২৪ অক্টোবরের মধ্যে অর্থাৎ দীপাবলির আগেই এই ইলেকট্রিক স্কুটারের জন্য বুকিং করতে হবে। মাত্র ৯৯৯ টাকার বিনিময়ে ওলা এস১ এয়ার ই-স্কুটারের বুকিং করা যাবে। এই ইলেকট্রিক স্কুটারের কেনাবেচা শুরু হবে আগামী বছর ফেব্রুয়ারি মাস থেকে। অন্যদিকে এই ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি শুরু হবে ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর এপ্রিল মাস থেকে।
ওলার ইলেকট্রিক গাড়ির দাম কত হতে পারে
সমস্ত ফিচার এবং স্পেসিফিকেশনের মধ্যে ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির দাম নিয়েই হইচই শুরু হয়েছে। ওলা কর্তৃপক্ষ এখনও তাদের প্রথম ইলেকট্রিক গাড়ির দাম সঠিকভাবে প্রকাশ করেনি। তবে সম্প্রতি সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন যে ওলার ইলেকট্রিক গাড়ির দাম হতে পারে ৪০ থেকে ৫০ লক্ষ টাকার মধ্যে। এটি আদতে একটি প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ি হতে চলেছে।
ওলার ইলেকট্রিক গাড়িতে একবার চার্জ দিলে ৫০০ কিলোমিটার পর্যন্ত সফর করা সম্ভব হবে, এমনটাই শোনা গিয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি থাকবে ওলার এই ইলেকট্রিক গাড়িতে। শোনা যাচ্ছে ঘণ্টায় ০-১০০ কিলমিটার/ঘণ্টা স্পিড তুলতে হলে সময় লাগবে মাত্র ৪ সেকেন্ড। ওলার প্রথম ইলেকট্রিক গাড়ির সঙ্গে অনেকাংশেই মিল রয়েছে স্পোর্টস কার- এর। ওলার ইলেকট্রিক গাড়ির (Electric Car) লুক অ্যান্ড ডিজাইনের একটি টিজার ভিডিও ট্যুইটে প্রকাশ হয়েছিল। ওলা ইলেকট্রিকের ওই ভিস্যুয়াল টিজারে দেখা গিয়েছে গাড়ির চওড়া বনেটে রয়েছে LED লাইট বার। এর উপরেই রয়েছে ওলার লোগো। গাড়ির পিছনের অংশে LED Tail Lamp- ও যথেষ্ট আকর্ষণীয়। এখানেও রয়েছে ওলার প্রতীক। একটি গ্লাস রুফ থাকবে এই ইলেকট্রিক ভেহিকেলে।
আরও পড়ুন- অডি কিউ 3 স্পোর্টব্যাকের বুকিং শুরু, শীঘ্রই হবে লঞ্চ, কী রয়েছে গাড়িতে ?
Car loan Information:
Calculate Car Loan EMI