Ola Experience Center: ওলা ইলেকট্রিক (Ola Electric) সংস্থার এক্সপিরিয়েন্স সেন্টার খোলা হবে দেশের বিভিন্ন শহরে, একথা আগেই জানা গিয়েছিল। গতবছর অর্থাৎ ২০২২ সালের শেষ হওয়ার আগে, ডিসেম্বর মাস শেষ হওয়ার আগে ভারতের বিভিন্ন শহরে ১০০টি ওলা এক্সপিরিয়েন্স সেন্টার (Ola Experience Center) খুলেছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। এবার সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারির মধ্যে, অর্থাৎ এ মাসেই আরও ১০০টি ওলা এক্সপিরিয়েন্স সেন্টার খোলা হবে ভারতের বিভিন্ন শহরে। সম্প্রতি ট্যুইট করে একথা জানিয়েছেন ভাবিশ আগরওয়াল। এই সমস্ত এক্সপিরিয়েন্স সেন্টারে থাকবে সার্ভিস ডেস্ক, এই তথ্যও জানানো হয়েছে। অর্থাৎ ওলা ইলেকট্রিকের এইসব এক্সপিরিয়েন্স সেন্টারের মধ্যেই থাকবে সার্ভিস সেন্টারও (Ola Service Center)। এর পাশাপাশি ইউজারদের সুবিধার জন্য ওলা সংস্থা সাবস্ক্রিপশন ভিত্তিক সার্ভিস প্যাকেজও চালু করতে চলেছে। এই সমস্ত প্যাকেজের সাহায্যে ইলেকট্রিক ভেহিকেলের দেখভাল করা হবে সার্ভিস সেন্টারে। এই সমস্ত সার্ভিস সেন্টার যুক্ত থাকবে ওলার এক্সপিরিয়েন্স সেন্টারগুলিতে।  


চলতি বছর আরও বেশ কিছু নতুন ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা রয়েছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষের। ভাবিশ আগরওয়াল জানিয়েছেন, ওলা কোম্পানির পরিকল্পনা হল একটি মাস-মার্কেট স্কুটার, একটি মাস-মার্কেট মোটরসাইকেল এবং বেশ কিছু প্রিমিয়াম মোটরসাইকেল লঞ্চ করা। ২০২৩ এবং ২০২৪ সালে আরও বেশি দু'চাকার ইলেকট্রিক যান লঞ্চ করবে ওলা সংস্থা। তাদের প্রিমিয়াম মোটরসাইকেলের তালিকায় থাকবে স্পোর্টস, ক্রুজার, অ্যাডভেঞ্চার এবং রোড বাইক। টু-হুইলারের পাশাপাশি চার চাকার ইলেকট্রিক গাড়ি লঞ্চের পরিকল্পনাও রয়েছে ওলা ইলেকট্রিক সংস্থার। ভাবিশ আগরওয়াল গতবছর শুরুর দিকে একবার ওলার ইলেকট্রিক গাড়ি সম্পর্কে কথা বলেছিলেন। একটি টিজারও প্রকাশ্যে এসেছিল। এবার শোনা গিয়েছে, ওলার প্রথম ইলেকট্রিক গাড়ি লঞ্চ হতে চলেছে ২০২৪ সালে। এর পাশাপাশি ২০২৪ থেকে ২০২৭ সালের মধ্যে ৬টি আলাদা প্রোডাক্ট বাজারে লঞ্চ করার পরিকল্পনা রয়েছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষের। তবে আগামী দু' থেকে তিন বছর অনেক ইলেকট্রিক ভেহিকেল লঞ্চের পরিকল্পনা থাকলেও কবে, কোন ধরনে ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করা হবে, সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কোনও তথ্য দেয়নি ওলা ইলেকট্রিক সংস্থা।


Ola Maps


অচেনা রাস্তায় স্কুটার চালানোর ক্ষেত্রে ভরসা ম্যাপ। আজকাল স্মার্টফোনেই থাকে গুগল ম্যাপ। এছাড়াও রয়েছে একাধিক অ্যাপ। এবার সেই তালিকায় নাম জুড়তে চলেছে ওলা কোম্পানির। জানা গিয়েছে, ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ ওলা ম্যাপ লঞ্চ করতে চলেছে। এই ম্যাপ ব্যবহার করা যাবে ওলার ইলেকট্রিক যানবাহনে। 


আরও পড়ুন- অটো এক্সপো ২০২৩- এর নয়া চমক, প্রকাশ্যে টাটা মোটরসের Curvv পেট্রোল ভার্সান


 


Car loan Information:

Calculate Car Loan EMI