Ola Electric: চালক ছাড়াই চলবে এই স্কুটার। স্বয়ংক্রিয় ব্যবস্থা থাকবে স্কুটারের ফিচার্সে। সম্প্রতি ওলা ইলেকট্রিক এমন একটি স্কুটারের মডেল প্রকাশ্যে এনেছে। এটাই হতে চলেছে দেশের প্রথম স্বয়ংক্রিয় ইলেকট্রিক স্কুটার। আর সমাজমাধ্যমে এই তথ্য জানিয়েছেন ওলা ইলেকট্রিকের (Ola Electric) সিইও ভবীশ আগরওয়াল। সংস্থার এই নতুন মডেল সম্পর্কে জানিয়েছেন তিনি এবং তাঁর দাবি এই ওলার মডেল দু-চাকার গাড়ির দুনিয়ায় বিপ্লব ঘটাতে সক্ষম।


স্বয়ংক্রিয় স্কুটার আনছে ওলা


ওলা ইলেকট্রিকের নতুন মডেল 'ওলা সোলো'র (Ola Solo) লুক প্রকাশ্যে এসেছে। ওলা ইলেকট্রিকের ওয়েবসাইটে এবং সমাজমাধ্যমে এই মডেলের একটি ভিডিয়ো প্রকাশ করেছে সংস্থা। ওলা ইলেকট্রিক দাবি করছে যে, চালকবিহীন চলতে সক্ষম এই স্কুটার, এটি সম্পূর্ণরূপে স্বয়ংক্রিয় প্রযুক্তিসম্পন্ন। স্পিড বাম্প ও ট্রাফিক নেভিগেশনে ১০০ শতাংশ সক্ষম এই ওলা স্কুটার। ওলা অ্যাপের সাহায্যে কেউ চাইলেই ওলা সোলোতে ভ্রমণ করতে পারেন। এই স্কুটারে রাখা হয়েছে AI প্রযুক্তি।



কী কি ফিচার্স থাকবে ওলা সোলো-তে ?


ওলা সোলোতে থাকছে অনেক উন্নত প্রযুক্তির ব্যবহার। থাকছে দুর্দান্ত সব ফিচার্স। আর সেই ফিচার্সগুলিই বাজারে ওলার অন্যান্য মডেলের থেকে ওলা সোলোকে (Ola Solo) একেবারে আলাদা করে দিয়েছে। চালকবিহীন চলতে সক্ষম এই স্কুটার আর সেটাই একটা বড় পদক্ষেপ। ওলা সোলোর প্রতিটি পার্টস ওলা ইলেকট্রিকের নিজস্ব কারখানায় নির্মিত হয়েছে বলেই জানা গিয়েছে।


চমকে দেওয়া প্রযুক্তির ব্যবহার


এই ওলা সোলোতে রয়েছে quickie.AI প্রযুক্তি যার সাহায্য এতে আনা হয়েছে গ্রাউন্ড ব্রেকিং ফিচার্স। চলতে চলতেই তাৎক্ষণিকভাবে সমস্ত সিদ্ধান্ত নিতে পারে ওলা সোলো। ওলা ইলেকট্রিকের যে নিজস্ব চিপসেট, তা ব্যবহার করা হয়েছে এই মডেলে। আর এই জন্যেই ওলা সোলো তাৎক্ষণিকভাবে ট্রাফিক শনাক্ত করতে পারে।


স্বয়ংক্রিয় চার্জিং


শুধু তাই নয়, এই ওলা (Ola Solo) ইলেকট্রিক স্কুটার নিজে থেকেই চার্জিং করে নিতে সক্ষম। চার্জ কম থাকলে কাছাকাছি যে চার্জিং স্টেশন আছে, সেটা শনাক্ত করে নিজে থেকেই চার্জিং করে নিতে পারবে ওলা সোলো। ওলা সোলোতে বসে থাকা আরোহীকে এই জন্য চিন্তা করতে হবে না কোনওভাবে।


থাকছে লার্নিং সিস্টেমও


ওলা সোলো শুধু যে স্বয়ংক্রিয়ভাবে চলতে পারবে তাই নয়, প্রতিটি রাইড থেকে এই স্কুটার কিছু না কিছু শিখবে এবং তা স্টোর করে রাখবে। ওলা সোলোতে যুক্ত করা হয়েছে লার্নিং সিস্টেম। JU-Guard এর অ্যালগোরিদম এতে ইনস্টল করা হয়েছে।


আরও পড়ুন: Tata Technologies: টাটা টেকে দারুণ খবর, এই কারণে দুরন্ত গতি স্টকে,এখন বিনিয়োগ করবেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI