E-Bike Service: এবার অ্যাপের মাধ্যমে বুক করা যাবে ই-বাইকও (E-Bike)। নতুন সার্ভিস চালু করল ওলা ইলেকট্রিক ইন্ডিয়া (Ola Electric India)। পেট্রোল চালিত গাড়ির সঙ্গে সঙ্গে এবার থেকে গ্রাহক চাইলে ই-বাইকের পরিষেবাও পাবেন একই অ্যাপের মধ্যে। ৫ কিমি. যাওয়ার জন্য খরচ হবে মাত্র ২৫ টাকা। তবে এখনও পর্যন্ত শুধু দিল্লি এবং হায়দরাবাদেই চালু হয়েছে এই সুবিধে।


ওলা ইলেকট্রিক তাঁদের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই ই-বাইক (E-Bike) সার্ভিসের ক্ষেত্রে ৫ কিমি যাওয়ার জন্য ২৫ টাকা, ১০ কিমি রাস্তার জন্য ৫০ টাকা এবং ১৫ কিমি যাওয়ার জন্য ৭৫ টাকা খরচ হবে গ্রাহকের। ই-বাইকের দুনিয়ায় একের পর এক নতুন গাড়ির মডেল আসছে বাজারে। বিভিন্ন বাইক নির্মাতা সংস্থা তাঁদের পেট্রোল চালিত গাড়ির পাশাপাশি ই-বাইকের মডেলও নিয়ে আসছে বাজারে। জানা গিয়েছে দিল্লি এবং হায়দরাবাদেই ওলা (Ola Electric India) তাঁদের এই ই-বাইক সার্ভিস চালু করেছে। বেঙ্গালুরুতে ই-বাইকের জন্য ২০০টি চার্জিং স্টেশন গড়ে তুলেছে ওলা। তারা জানিয়েছে, আগামী ২ মাসের মধ্যে ভারতের ৩টি শহরে ১০,০০০ টি ওলা ই-বাইক রাস্তায় নামাবে। তবে এই বছরের শেষদিকে আরও সার্ভিস বাড়াতে চলেছে ওলা ইলেকট্রিক। ওলা মোবিলিটির (Ola Electric India) সিইও হেমন্ত বক্সী জানিয়েছেন, বেঙ্গালুরুতে এর আগে একটি পরীক্ষামূলক ই-বাইক ট্যাক্সি পাইলট নিযুক্ত হয়েছিল, আর এর বিরাট সাফল্যের পরে বেঙ্গালুরু, দিল্লি এবং হায়দরাবাদে ই-বাইক সার্ভিস চালু করার ভাবছে সংস্থা।


২০২৩ সালের সেপ্টেম্বর মাসে বেঙ্গালুরুতে ওলা তাঁদের প্রথম ই-বাইক পাইলট প্রজেক্ট শুরু করেছিল যা প্রভূত সাফল্য পায়। আর তার পরেই পাকাপাকিভাবে ই-বাইক সার্ভিস চালু করতে চলেছে ওলা। আপাতত Ola S1 Pro মডেলটি ই-বাইকের জন্য বেছে নেওয়া হয়েছে, তবে এর পরে আরও অন্যান্য মডেলও ই-বাইক সার্ভিসের জন্য ব্যবহৃত হতে পারে।


২০ বছর পর দেশের বাজারে ওলা ইলেকট্রিক তাঁদের IPO নিয়ে আসছে। স্টক মার্কেট নিয়ন্ত্রক SEBI-এর কাছে খসড়া কাগজপত্রও দাখিল করেছে তারা। ওলা ইলেকট্রিক দেশের প্রথম বৈদ্যুতিক যানবাহন কোম্পানি হবে যারা তার আইপিও লঞ্চ করবে। IPO-এর মাধ্যমে বাজার থেকে ৭০০ মিলিয়ন ডলার সংগ্রহ করতে পারে ওলা ইলেকট্রিক। তবে কবে IPO লঞ্চ হবে সে ব্যাপারে স্পষ্ট তারিখ কিছু এখনও জানা যায়নি।


আরও পড়ুন: Investment: কীভাবে হবেন কোটিপতি ? কোন স্কিমে কত টাকা রাখলে স্বপ্নপূরণ


Car loan Information:

Calculate Car Loan EMI