Ola Electric Scooters: উৎসবের মরশুমে (Festive Season) ব্যবসা বাড়াতে তৎপর ওলা ইলেকট্রিক (Ola Electric)। অক্টোবর মাসেই সেই প্রক্রিয়া যে সংস্থা শুরু করে দিয়েছিল তা সম্প্রতি স্পষ্ট হয়েছে। ভারতের বৃহত্তম ইলেকট্রিক যানবাহন নির্মাণকারী সংস্থা ওলা ইলেকট্রিক তাদের অক্টোবর মাসের ব্যবসার পরিমাণ ঘোষণা করেছে। সেখানে সংস্থার তরফে জানানো হয়েছে অক্টোবর মাসে ২৪ হাজার ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে তারা। নবরাত্রি এবং দশেরার সময় এই বিপুল সংখ্যক ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছে ভারতে, যা ওলা ইলেকট্রিকের নির্মিত। গত বছরের তুলনায় এই নির্দিষ্ট সময়ে ওলার ব্যবসা ২.৫ গুণ বেড়েছে। এর পাশাপাশি ভারতের ইলেট্রিক স্কুটারের বাজারের প্রায় ৩৫ শতাংশ দখল করে নিয়েছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। 


এখন চলছে নভেম্বর মাস। সামনেই দীপাবলি উৎসব। ওলা ইলেকট্রিক এই মাসেও তাদের ব্যবসার ধারা অব্যাহত রাখতে বদ্ধ পরিকর। সেই অনুযায়ী পরিকল্পনাও হয়েছে নিশ্চিত। নভেম্বর মাসেও অক্টোবরের মতোই পাল্লা দিয়ে ওলা ইলেকট্রিক সংস্থা ব্যবসা বাড়াতে পারল কিনা তা বোঝা যাবে ডিসেম্বর মাসে, যদি কর্তৃপক্ষ তাদের ব্যবসার খতিয়ান প্রকাশ্যে আনে তাহলে। অনেকেই দীপাবলির সময় নতুন জিনিস কিনতে পছন্দ করেন, শুভ বলে মানেন। আর সেই সূত্রেই ব্যবসার পরিমাণ বৃদ্ধি করতে চাইলে ওলা ইলেকট্রিক সংস্থা। এমনিতেও ভারতে এখন ওলার ইলেকট্রিক স্কুটার এখন বেশ জনপ্রিয়। একাধিক মডেলও লঞ্চ হয়েছে। বিভিন্ন সুন্দর সুন্দর রঙেও পাওয়া যায় ওলার ইলেকট্রিক স্কুটার। সময়ের সঙ্গে সঙ্গে উন্নত হয়েছে ফিচার এবং স্পেসিফিকেশন। 


ওলা ইলেকট্রিক সংস্থা জানিয়েছে, অক্টোবর মাসে তাদের কোম্পানি আরও একটি মাইলস্টোন তৈরি করেছে। চলতি বছর প্রথম ১০ মাসে ২ লক্ষেরও বেশি ইলেকট্রিক স্কুটার বিক্রি করেছে ওলা ইলেকট্রিক সংস্থা। তাদের দাবি ওলা ইলেকট্রিকই ভারতের প্রথম ইলেকট্রিক ভেহিকেল নির্মাণকারী সংস্থা যারা এই সাফল্য পেয়েছে। এছাড়াও ওলা ইলেকট্রিক সংস্থা দাবি করেছে, জানুয়ারি থেকে অক্টোবর- এই সময়ের মধ্যে ১০০ শতাংশের বেশি year-on-year বৃদ্ধি করেছে, কারণ গত বছর এই সময়ে এক লক্ষ ইলেকট্রিক স্কুটার বিক্রি হয়েছিল। ব্যবসায় এই বৃদ্ধি প্রসঙ্গে ওলা ইলেকট্রিকের চিফ মার্কেটিং অফিসার অংশুল খান্ডেলওয়াল জানিয়েছেন, ইলেকট্রিক যানবাহনের বিক্রির জন্য উৎসবের মরশুম সবসময়েই ভাল। নবরাত্রি এবং দশেরার সময় ব্যাপক হারে বৃদ্ধি পায় বিক্রি অর্থাৎ ব্যবসার পরিমাণ। আসন্ন দীপাবলির মরশুমেও ওলা ইলেকট্রিক সংস্থা ব্যবসার নিরিখে একটি মাইলস্টোন তৈরি করতে পারে বলে আশাবাদী কোম্পানির সিএমও। 


আরও পড়ুন- দীপাবলিতে কেনার দারুণ সুযোগ, ১২৫ সিসি সেগমেন্টে পাবেন এই ৫ পারফরম্য়ান্স স্কুটার


Car loan Information:

Calculate Car Loan EMI