নয়াদিল্লি: বিলাসবহুল গাড়ি কথা উঠলেই এই ব্র্যান্ডের কথা ওঠে। কার্যত গাড়ি বিলাসের অন্য নাম পর্সে (porsche)। এর তারই Cayenne-মডেল চোখধাঁধানো। এবার ভারতেও শুরু হল Porsche Cayenne এবং Cayenne Coupe SUV-এর বুকিং। Cayenne-এর এই দুটি মডেল ঢেলে সাজানো হয়েছে সংস্থার তরফে। এক্সটেরিয়ার ঢেলে সাজানো হয়েছে। নতুন চেসিস টেকনোলজি দেওয়া হয়েছে। একাধিক হাই-টেক ফিচার দেওয়া হয়েছে। সামনের দিকটিও নানাভাবে বদল করা হয়েছে। গাড়ির বনেট নতুন করে ডিজাইন করা হয়েছে। ম্যাট্রিক্স এলইডি হেডল্যাম্প রাখা হয়েছে, থ্রি-ডি ডিজাইন টেইল ল্যাম্প করা হয়েছে। 


Porsche Cayenne 2023 মডেলের জন্য ৩টি নতুন রং নিয়ে এসেছে। পাশাপাশি হুইল সাইজেও বিভিন্নতা রয়েছে। ২১ ইঞ্চি, ২২ ইঞ্চি এবং ২৩ ইঞ্চি সাইজের অপশন রয়েছে।


2023 Cayenne SUV-তে প্রস্তুতকারক সংস্থা Porsche একাধিক আপগ্রেড নিয়ে এসেছে। এখানে রয়েছে ১২.৬ ইঞ্চির কার্ভড ডিজিটাল ইন্স্ট্রুমেন্ট ক্লাস্টার।  এতে হয়েছে হেড আপ ডিসপ্লে (Head-Up Display)-এর সুবিধা। যদিও সেটা অপশনাল। পাশাপাশি বিনোদনের দিকটাও দেখা হয়েছে ডিজাইন করার সময়। ১২.৩ ইঞ্চির ইনফোটেনমেন্ট স্ক্রিন রয়েছে এতে। এখানেই একটি নতুন ফিচারও রয়েছে। গাড়ির জগতে 
front passanger-এর জন্য আলাদা ইনফোটেনমেন্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। তার আয়তন ১০.৯ ইঞ্চি। ব্যবস্থা এমন ভাবে রাখা হয়েছে যাতে ওই স্ক্রিন চালকের চোখে না পড়ে। মনসংযোগে ব্যাঘাত না ঘটে।


নতুন এয়ার কোয়ালিটি সিস্টেম চালু করা হচ্ছে। গাড়ির ভিতরের পরিবেশের কথা মাথায় রেখেই এমন ব্যবস্থা করা হয়েছে। গাড়ির ভিতরের পরিবেশ ধুলোহীন এবং জীবাণুহীন রাখার জন্য নতুন এয়ার কোয়ালিটি সিস্টেম রাখা হয়েছে। গোটা ব্যবস্থা এমনভাবে করা হয়েছে যাতে কখন সিস্টেমটি কাজ করবে তার অ্যালার্ট দেওয়া হবে। 


একাধিক ইঞ্জিন:
Cayenne SUV Duo-এর একাধিক ইঞ্জিন অপশন রয়েছে। স্ট্যান্ডার্ড Cayenne-এ রয়েছে ৩ লিটারের V6 ইঞ্জিন। তবে হর্সপাওয়ার ও টর্ক আগের তুলনায় বেড়েছে। Cayenne S-এ এখন রয়েছে ৪ লিটারের টুইন টার্বো V8 ইঞ্জিন।  Cayenne Coupe Turbo GT-তে সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন রয়েছে। সেটা ৪ লিটারের টুইন টার্বো V8 ইঞ্জিন। এই গাড়িটিতে সর্বোচ্চ গতিবেগ হবে প্রতি ঘণ্টায় ৩০৪ কিলোমিটার।


2023 Cayenne-এর দাম শুরু হচ্ছে ১.৩৫ কোটি টাকা থেকে এবং Cayenne Coupe-এর দাম শুরু হচ্ছে ১ কোটি ৪১ লক্ষ।


আরও পড়ুন: ঘরে বসে পেতে পারেন ড্রাইভিং লাইসেন্স, এই সহজ পদক্ষেপে হবে কাজ


Car loan Information:

Calculate Car Loan EMI