Range Rover Price: কিছুদিন আগে থেকেই ভারতেই তৈরি হচ্ছে রেঞ্জ রোভারের সমস্ত যন্ত্রাংশ। বেশিরভাগ যন্ত্রাংশই আর বাইরে থেকে আমদানি করে আনতে হচ্ছে না। এর ফলে বেশ কিছুটা দাম কমেছে রেঞ্জ রোভার ও রেঞ্জ রোভার স্পোর্টস মডেলের। দেখা গিয়েছে রেঞ্জ রোভারের দাম ৫০ লাখ টাকা কমে গিয়েছে, এমনকী রেঞ্জ রোভার স্পোর্টসের (Range Rover Price Dropped) দাম কমেছে ২৯ লাখ টাকা। আগের মডেলগুলির থেকে কমে গিয়েছে এর দাম। তবে রেঞ্জ রোভার গোত্রের ডিফেন্ডার মডেলটির দাম একই আছে এবং এখনও এই গাড়িটি সম্পূর্ণরূপে আমদানি করা যন্ত্রাংশের উপর তৈরি হয়। সেখানে রেঞ্জ রোভার সহ আরেকটি মডেল ক্রমে ক্রমে ভেলার, ইভোক, ডিসকভারি স্পোর্টসের ক্যাটাগরিতে চলে এসেছে। এই সমস্ত গাড়িগুলিই পুনেতে তৈরি হয় এখন, গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ সবই।


রেঞ্জ রোভারের (Range Rover Price Dropped) তিন লিটারের এলডব্লিউবি অটোবায়োগ্রাফি এবং ৩ লিটারের ডিজেল এলডব্লিউবি এইচএসই এখন স্থানীয়ভাবেই তৈরি হয়, তবে টপ এন্ড মডেলগুলির মধ্যে ৪.৪ লিটারের ভি৮ এখনও বাইরে থেকে আমদানি করে সমস্ত যন্ত্রাংশ ও সরঞ্জাম। তবে এখন দেখার হল এই রেঞ্জ রোভারের দাম কীভাবে লাক্সারি ক্যাটাগরির ফ্ল্যাগশিপ গাড়ি বিএমডব্লিউ এবং মার্সিডিজ বেঞ্জ মডেলের সঙ্গে এর দামের ফারাক কতটা। ভারতে এখন এই দুটি গাড়িই সেরা লাক্সারি এসইউভি গাড়ি হিসেবে জনপ্রিয়। মার্সিডিজের জিএলএস মেব্যাকের দাম এখন ভারতে চলছে ৩.৫ কোটি টাকা, এতে রয়েছে ৪ লিটারের ভি৮ ইঞ্জিন। তবে ৪.৪ লিটারের ভি৮ ইঞ্জিন সহ রেঞ্জ রোভার গাড়ির দাম পড়ছে ৪ কোটি টাকা। তবে লোকাল অ্যাসেম্বল্ড গাড়ি হিসেবে মেব্যাক এস ৫৮০ সেডানের দাম হয়েছে ২.৫ কোটি টাকা। অন্যদিকে বিএমডব্লিউর ফ্ল্যাগশিপ মডেল যা কিনা পারফরম্যান্স নির্ভর XM গাড়ির দাম ২.৬ কোটি টাকা এবং এদের আই৭ সেডানের ইলেকট্রিক মডেলের দাম ২ কোটি টাকা।


রেঞ্জ রোভার স্পোর্ট ৩ লিটারের ডায়নামিক এসই পেট্রোল এবং এসই ডিজেল মডেলের দাম ধার্য করা হয়েছে ১.৪ কোটি টাকা। মার্সিডিজ বেঞ্জ ও বিএমডব্লিউর তুলনায় নতুন বাজারে লঞ্চ হওয়া জিএলএস মডেলের ৭ সিটার ভার্সনটির দাম ১.৩ কোটি টাকা। এই মডেলের ডিজেল ভার্সনের দাম ধার্য হয়েছে ১.৩৭ কোটি টাকা।


বিএমডব্লিউর X7 যা কিনা একটি তিন রোয়ের এসইউভি মডেল ডিজেল ভার্সনে দাম পড়ে ১.২৫ কোটি টাকা, পেট্রোল ভার্সনের দাম পড়ে ১.২২ কোটি টাকা।


আরও পড়ুন: Upcoming Cars: চলতি বছরের শেষ নাগাদ এই ৭টি নতুন গাড়ি আসছে ভারতীয় বাজারে


Car loan Information:

Calculate Car Loan EMI