কলকাতা:  ১৯৮৮ সালের অটো এক্সপোতে প্রথম স্বপ্নের বহুপ্রতীক্ষিত গাড়ি প্রদর্শিত হয় টাটা ইন্ডিকা। রতন টাটার (Tata Motors) স্বপ্নের প্রজেক্ট ছিল এটি। আর এর মাধ্যমেই ভারতের প্রথম 'মেড ইন ইন্ডিয়া' গাড়ি নির্মাণ করে মাইলফলক তৈরি করেন রতন টাটা (Ratan Tata)। আর কয়েক সপ্তাহের মধ্যেই তুঙ্গে ওঠে এই গাড়ির চাহিদা। ভারতীয়দের জন্য একটি নিখুঁত ফ্যামিলি কার (Tata Cars) তৈরির স্বপ্ন ছিল রতন টাটার। সেই সময় এই গাড়ির সমস্ত প্রতিদ্বন্দ্বীদের তুলনায় স্পেস, ডিজাইন এবং দাম ছিল যথাযথ।


টাটা ইন্ডিকা ছিল টাটা মোটরস সংস্থার পরিচিতির বাহক ও অন্যতম ট্রেডমার্ক বলা চলে। আর রতন টাটার স্বপ্নের প্রজেক্ট ছিল টাটা ইন্ডিকা। তবে তারপরে তিনি শুরু করেন টাটা ন্যানো গাড়ি নির্মাণের কাজ। সস্তায় চার চাকা গাড়ি কেনার সক্ষমতা যাতে ভারতীয়দের তৈরি হয়, সেই উদ্দেশ্যেই এই গাড়ি নির্মাণ শুরু হয়েছিল এবং রতন টাটা চেয়েছিলেন যাতে ভারতের মানুষ স্কুটার ছেড়ে এই গাড়ি ব্যবহার করেন। মাত্র ১ লাখ টাকা দামে ২০০৯ সালে বাজারে এসেছিল টাটা ন্যানো। তবে টাটা মোটরসের এই গাড়ির মডেল সেভাবে জনপ্রিয় হয়নি।


আর এই দুটি ছাড়াও রতন টাটার সবথেকে বড় পদক্ষেপ ছিল ব্রিটিশ বিলাসবহুল অটোমোবাইল ব্র্যান্ড জাগুয়ার এবং ল্যান্ড রোভার অধিগ্রহণ করা ভারতের জন্য। ২০০৮ সালে ২.৩ বিলিয়ন ডলারের বিনিময়ে ফোর্ড মোটরস কোম্পানির কাছ থেকে এই দুটি গাড়ির স্বত্ব কিনেছিলেন রতন টাটা। আর এই পদক্ষেপ টাটা মোটরসের দিকনির্দেশই বদলে দিয়েছিল। জাগুয়ার ল্যান্ড রোভার টাটার এখন অন্যতম মেরুদণ্ড বলা চলে। ইন্ডিকা থেকে ল্যান্ড রোভার টাটার গাড়িতেও এসেছে আমূল বদল।


গতকাল ৯ অক্টোবর বুধবার মারা যান রতন টাটা। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ দেশ। তাঁর প্রয়াণের পর এখন সবথেকে বড় চর্চা শুরু হয়েছে, কে হবেন টাটার (Ratan Tata Death News) যোগ্য উত্তরসূরি ? নিঃসন্তান রতন টাটার এই সুবিশাল অর্থ-সাম্রাজ্যের দায়িত্ব কে কাঁধে নেবেন ? কে এগিয়ে নিয়ে যাবেন টাটা গ্রুপকে ? এই তালিকায় শীর্ষে নাম উঠে এসেছে তাঁর বৈমাত্রেয় ভাই নোয়েল টাটা এবং তাঁর তিন সন্তান মায়া, নেবিল ও লী টাটার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Ratan Tata Demise: প্রয়াত রতন টাটা, কে হবেন টাটা সাম্রাজ্যের যোগ্য উত্তরসূরি ? শীর্ষে এই ৩ নাম


Car loan Information:

Calculate Car Loan EMI