Royal Enfield Bikes: ক্লাসিক এবং প্রিমিয়াম বাইকগুলির মধ্যে এই রয়্যাল এনফিল্ডের বাইক দেশে খুবই জনপ্রিয় বলা চলে। যুবক থেকে বৃদ্ধ বেশিরভাগ মানুষের কাছেই পছন্দের বাইক হল এই রয়্যাল এনফিল্ড। এই সংস্থার বেশ কিছু বাইকের মডেল জনপ্রিয় এবং ভারতে বেস্ট সেলার হিসেবে খ্যাত। ক্লাসিক, হিমালয়ান, মেটিওর ইত্যাদি সিরিজের বাইকগুলি সেরা ৫ বাইকের তালিকায় অনায়াসেই ঢুকে পরে। তবে এই বছরের শুরু থেকে কোন পাঁচ মডেল বেশি বিক্রি হয়েছে ? দেখে নিন ২০২৪ সালের এখনও পর্যন্ত সেরা ৫ রয়্যাল এনফিল্ড বাইকের তালিকা।

Royal Enfield Classic 350

এই তালিকায় প্রথমেই আছে Royal Enfield Classic 350 বাইকের নাম। বেশ কিছু সময় ধরে এই বাইকটি দেশের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। ৩৪৯ সিসি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকে ২০.১ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের দাম এখন ১.৫২ লাখ টাকা থেকে শুরু হয়েছে। এই বছর এপ্রিলেই শুধু এই বাইকের ২৯,৪৭৬ ইউনিট বাইক বিক্রি হয়েছে।

Royal Enfield Hunter 350

রয়্যাল এনফিল্ডের হান্টার ৩৫০ মডেলটিও সেরা ৫ বাইকের তালিকায় চলে আসে অনায়াসেই। ৩৪৯ সিসি ইঞ্জিনের এই বাইকের মডেলটির দাম ১,৪৯,৯০০ টাকা। কম দামের প্রিমিয়াম বাইকের মধ্যে এই মডেলটি খুবই জনপ্রিয়। এপ্রিল মাসে দেখা গিয়েছে এই মডেল ১৬,১৮৬ ইউনিট বিক্রি হয়েছে।

Royal Enfield Meteor 350

এই সেরা ৫ বাইকের তালিকায় সবই রয়েছে ৩৫০ সিসির বাইক। বুলেট ও হান্টার মডেলের ইঞ্জিনের মত একই ইঞ্জিন আছে এই রয়্যাল এনফিল্ড মেটিওর ৩৫০ বাইকের মডেলটিতে। ২.০৪ লাখ টাকা দিলেই ঘরে আসবে রয়্যাল এনফিল্ডের এই মডেলটি। আর এপ্রিলে এই মডেলটির বিক্রি হয়েছে ১০,১৩২ ইউনিট।

Royal Enfield Bullet 350

এই তালিকায় চতুর্থ স্থানে আছে জনপ্রিয়তার নিরিখে রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলটি। এর সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিনে ২০.২ বিএইচপি শক্তি ও ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। ১.২৪ লাখ থেকে দাম শুরু এই বাইকের যা কিনা আগের মাসে সারা দেশে মোট ১৩,১৬৫ ইউনিট বিক্রি হয়েছে।

Royal Enfield Himalayan 350

সেরা ৫ বাইকের তালিকায় সবার শেষে আছে হিমালয়ান ৩৫০ মডেলটি। ২.৮৫ লাখ টাকা থেকে শুরু হয় এই মডেলের দাম। সর্বোচ্চ দাম হয় ২.৯৮ লাখ টাকা পর্যন্ত। ৪৫২ সিসির একটি সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে এই বাইকে। অফ রোড ড্রাইভিংয়ের জন্যেই এই বাইক বেশি বিখ্যাত।

আরও পড়ুন: Post Office MIS: ৭.৪ শতাংশ সুদ, সরকারি এই স্কিমে রয়েছে নিশ্চিত মাসিক আয়ের সুবিধা


Car loan Information:

Calculate Car Loan EMI