Royal Enfield Classic 650: রয়্যাল এনফিল্ড বাইক ভারত বেশ জনপ্রিয়। এই ব্রিটিশ ব্র্যান্ডের ৩৫০ সিসি বাইকের মধ্যে বুলেট ও ক্লাসিক মডেলগুলি বেশ জনপ্রিয়। এক্ষেত্রে সুপার মিটিওর ৬৫০, বিয়ার ৬৫০, শটগান ৬৫০, কন্টিনেন্টাল জিটি ও ইন্টারসেপ্টর ৬৫০ এই বাইকগুলি বেশ জনপ্রিয়। তবে এবার ভারতের বাজারে রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র (Royal Enfield Bike) মডেল আসতে চলেছে। এই বাইকের ৩৫০ সিস্যার মডেল (Royal Enfield Classic 650) এর আগেই ছিল বাজারে, এবার এই ৬৫০ সিসির মডেলে কী বদল আসবে ?
আগামীকাল ২৭ মার্চ ভারতের বাজারে আসতে চলেছে এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ বাইকটি। দেখে নেওয়া যাক ৩৫০ সিসির মডেলের থেকে এই মডেলে আরও কী কী বদল এসেছে ?
ক্লাসিক ৬৫০-র ক্ষমতা
রয়্যাল এনফিল্ডের এই নতুন বাইকে একটি ৬৪৮ সিসির এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন রয়েছে। ক্লাসিক ৬৫০ বাইকে ইনস্টল করা আছে যে ইঞ্জিন তাতে ৪৭ এইচপির শক্তি ও ৫২ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের ইঞ্জিনের সঙ্গে ৬ স্পিডের গিয়ারবক্সও পাওয়া যাবে। এই রয়্যাল এনফিল্ড বাইকের ইঞ্জিন ইতিমধ্যেই বাজারে পরীক্ষা করা হয়েছে।
ক্লাসিক ৩৫০-এর ক্ষমতা
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বাইকে সিঙ্গল সিলিন্ডার ৪ স্ট্রোকের এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন ইনস্টল করা আছে। এই বাইকের ৩৪৯ সিসির ইঞ্জিনে ৬১০০ আরপিএমে ২০.২ বিএইচপি শক্তি এবং ৪০০০ আরপিএমে ২৭ এনএম টর্ক উৎপন্ন হয়। এই বাইকের ইঞ্জিনে জুড়ে আছে ইলেক্ট্রনিক ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম।
কত বেশি ক্ষমতা ক্লাসিক ৬৫০-তে ?
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০-র ক্ষমতা ক্লাসিক ৩৫০-র তুলনায় প্রায় দ্বিগুণ বেশি। ক্লাসিক ৬৫০ বাইকের ইঞ্জিনটি এই বাইকের প্যারালাল টুইন ইঞ্জিনের একটি ভাল সমন্বয় বলা চলে। ক্লাসিক ৩৫০ বাইকে এক লিটার পেট্রোলে ৩৫ কিমি দূরত্ব অতিক্রম করা যায়। আর ৬৫০ সিসি বাইকে এক লিটার পেট্রোলে ২২ কিমি রাস্তা যাওয়া যায়।
কত দাম হবে এই বাইকের
রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৬৫০ বাইকের দাম হবে রয়্যাল এনফিল্ডের সুপারমিটিওর এবং শটগান ৬৫০-র দামের কাছাকাছি। শটগান ৬৫০ বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৩.৫৯ লক্ষ টাকা। আর অন্যদিকে রয়্যাল এনফিল্ডের সুপার মিটিওর ৬৫০ বাইকের এক্স শোরুম দাম রয়েছে ৩.৬৪ লক্ষ টাকা। আর তাই ক্লাসিক ৬৫০ বাইকের দাম ১ লক্ষ ৯৩ হাজার ৮০ টাকা থেকে শুরু হতে ২.৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
Car loan Information:
Calculate Car Loan EMI