Royal Enfield Bullet 350:  রয়্যাল এনফিল্ড বুলেটের ৩৫০ সিসির বাইকের একটি নতুন সংস্করণ বাজারে এসেছে। এই রেট্রো বাইকের যেমন অরিজিনাল লুক (Royal Enfield Bullet 350) ছিল, সেটাই বজায় রাখা হয়েছে আর তার উপর একটি নতুন রঙে আঁকা হয়েছে। রয়্যাল এনফিল্ড বুলেটের একটি নতুন ব্যাটালিয়ন ব্ল্যাক রঙের মডেল এসেছে বাজারে। কিন্তু এই কালার ভ্যারিয়ান্টটি এই বাইকের মিলিটারি ব্ল্যাক ও মিলিটারি রেড রঙের তুলনায় অনেক বেশি দামে বাজারে এসেছে। এই নতুন রঙের ভ্যারিয়ান্টের দাম প্রায় ১৩০০ টাকা বেশি।


নতুন রঙ পেল রয়্যাল এনফিল্ড


রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক রঙের একক চ্যানেল এবিএস ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে। এই বাইকের সামনের দিকে ডিস্ক ব্রেক এবং পিছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক এবং সাইড প্যানেলে লাল ও সোনালি রঙের ব্যাজিং রয়েছে। এই বাইকের একক সিটটি বাইকের অন্যতম ফিচার্স।


বুলেট ৩৫০-এর শক্তি


নতুন রয়্যাল এনফিল্ড বুলেট ৩৫০ জে সিরিজ প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। এই বাইকে একটি ৩৪৯ সিসির এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। বুলেট ৩৫০-এ এমন ইঞ্জিন ইন্সটল করা হয়েছে যাতে ৬১০০ আরপিএমে ২০ বিএইচপি শক্তি দেয় এবং ৪০০০ আরপিএমে ২৭ এনএম টর্ক উৎপন্ন করে। এই বাইকের ইঞ্জিনের সঙ্গে একটি ৫ স্পিডের গিয়ার বক্সও লাগানো হয়েছে। বাইক রাইডাররা এই মডেলের সামনে একটি ১৯ ইঞ্চির চাকা এবং পিছনে ১৮ ইঞ্চির চাকা পাবেন।


বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক মডেলের দাম কত হবে


বুলেট ৩৫০ ব্যাটালিয়ন ব্ল্যাক ভ্যারিয়ান্ট বাজারে আসার ফলে এই বাইকে এখন মোট ৬টি থিম পাওয়া যাবে। বুলেট ৩৫০-এর ব্যাটালিয়ন ব্ল্যাক শেডের এক্স শোরুম দাম ১.৭৫ লক্ষ টাকা থেকে শুরু। ৮৯০০ টাকায় বুকিং করা যাবে এই বাইকের। এছাড়া ইএমআইয়ের বিকল্পও রয়েছে এই বাইকে। রয়্যাল এনফিল্ডের সঙ্গে টেক্কা দিতে বাজারে ইতিমধ্যেই এসে গিয়েছে বিএসএ গোল্ডস্টার বাইক। রেট্রো লুকের এই প্রিমিয়াম বাইকের দামও রয়্যাল এনফিল্ডের কাছাকাছি।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: EV Charging Station: সারা দেশে ২৫ হাজার চার্জিং স্টেশন তৈরি করবে মারুতি, ইভি দুনিয়ায় আসবে বদল


Car loan Information:

Calculate Car Loan EMI