Continues below advertisement

 

 

Continues below advertisement

Bikes 2025 : দেশে GST হ্রাসের পর বদলে গিয়েছে বাইক (Bike Price), গাড়ি দাম (Cars)। এখন আগের থেকে অনেক কমে পাবেন Royal Enfield Classic 350 কারণ নতুন জিএসটি (GST) আসার পর 350cc এর কম ইঞ্জিনের বাইকের GST হার 28% থেকে কমিয়ে 18% করা হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ছে ক্লাসিক ক্রুজার বাইকের ওপরও।

কত কমেছে দাম

GST হ্রাসের পর Royal Enfield Classic 350 এর দাম ₹19,000 পর্যন্ত কমেছে। এর বেস ভেরিয়েন্ট এখন মাত্র ₹1,81,118 পাওয়া যাচ্ছে। Royal Enfield Classic 350 এর ভ্যারিয়েন্ট অনুসারে দাম এখানে দেওয়া হল।

Royal Enfield Classic 350 কত সস্তা হয়েছে ?

GST হ্রাসের পর Redditch Red ভেরিয়েন্টের পুরনো দাম ছিল ₹1.97 লক্ষ, যা ₹16,135 কমানো হয়েছেফলস্বরূপ, এই বাইকের নতুন দাম ₹1,81,118হ্যালসিয়ন ব্ল্যাক ভেরিয়েন্টের দাম আগে ছিল ২ লক্ষ, যা এখন ১৬,৩৭৩ কমানো হয়েছেফলস্বরূপ, এই ভেরিয়েন্টের দাম এখন ১,৮৩,৭৮৪।

কোন ভেরিয়েন্টটি বেশি সস্তা ?

রয়্যাল এনফিল্ড ক্লাসিকের মাদ্রাজ রেড/ব্লু ভেরিয়েন্টের দাম ছিল ২ লক্ষ ৩ হাজার ৮১৩ টাকা। এখন ১৬ হাজার ৬৭২ টাকা কমানোর পর এর দাম হয়েছে ১ লক্ষ ৮৭ হাজার ১৪১ টাকা। এর মেডেলিয়ন ব্রোঞ্জের দাম আগে ছিল ২ লক্ষ ৮ হাজার ৪১৫ টাকা। এরপর ১৬ হাজার ৪১৫ টাকা কমানো হয়েছে। এখন এই ভেরিয়েন্টের নতুন দাম হয়েছে ১ লক্ষ ৯২ হাজার টাকা। বাইকটির কমান্ডো স্যান্ড ভেরিয়েন্টের পুরনো দাম ২ লক্ষ ২০ হাজার ৬৬৯ টাকা। এর দাম ১৮ হাজার টাকা কমানো হয়েছে

রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ এর স্টিলথ ব্ল্যাক ভেরিয়েন্টের দাম আগে ছিল ২২৯,০০০, এবং এখন দাম ২১১,০০০। এমারল্ড ভেরিয়েন্টের দাম আগে ছিল ২৩৪,০০০। জিএসটি কমানোর পর, এই ভেরিয়েন্টের দাম এখন ২১৫,৭৫০।

বাজারে এটি কোন কোন বাইকের সঙ্গে প্রতিযোগিতা করে ?

বাজারে, রয়্যাল এনফিল্ড ক্লাসিক ৩৫০ হোন্ডা হাইনেস সিবি৩৫০, হোন্ডা সিবি৩৫০, জাওয়া ৩৫০, হিরো ম্যাভেরিক ৪৪০ এবং হার্লে-ডেভিডসন এক্স৪৪০ এবং ট্রায়াম্ফ স্পিড ৪০০ এর মতো কিছু প্রিমিয়াম নিও-রেট্রো বাইকের সঙ্গে প্রতিযোগিতা করে। তবে এর মধ্য়ে অনেক বাইকের ইঞ্জিন বেশি সিসির। সেই ক্ষেত্রে পাওয়ার ও মাইলেজে এই বাইকগুলিতে পরিবর্তন হতে পারে।


Car loan Information:

Calculate Car Loan EMI