Royal Enfield: অনেক দিন ধরেই রয়্যাল এনফিল্ডের (Royal Enfield) এই বাইক (Bikes) নিয়ে জল্পনা চলছে। ইতিমধ্যেই বাইক দেখা গিয়েছে মটো ইভেন্টে। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতের বাজার আসতে চলেছে Royal Enfield Classic 650 ।


 বাইকাররা বলে রাজার বাইক


রয়্যাল এনফিল্ড বাইক নিয়ে পাগলামোর শেষ নেই বিশ্বে। এই বাইকগুলি তরুণদের কাছে প্রাইড রাইড হিসেবে পরিচিত। বর্তমানে কোম্পানি একের পর এক নতুন বাইক লঞ্চ করে চলেছে। অতীতে বহু বাইক বাজারে আনলও রয়্যাল এনফিল্ডের সবচেয়ে জনপ্রিয় বাইক হল রয়্যাল এনফিল্ড ক্লাসিক। এবার ৩৫০ সিসির বাইকের আপগ্রেড সংস্করণ আনতে চলেছে কোম্পানি। এখন ক্লাসিক ৬৫০ আনছে রয়্যাল এনফিল্ড ৷ শীঘ্রই ঘোষণা হতে পারে এই বাইকের দাম ৷


বাইকটির দাম কত হতে পারে ?
Royal Enfield Classic 650 কয়েক সপ্তাহ আগে Motoverse Event 2024-এ সামনে আনা হয়েছিল। এই বাইকের এক ঝলক দেখা মাত্রই বাইকারদের কাছ থেকে অসাধারণ সাড়া পাওয়া গেছে। দাম সম্পর্কে কথা বললে, এই বাইকের সম্ভাব্য দাম হতে পারে ৩.৬ লক্ষ টাকা (এক্স-শোরুম)। আপনি এই বাইকটিতে বিভিন্ন রঙ দেখতে পাবেন। এই বাইকের দাম রং অনুসারে পরিবর্তন হতে পারে।


বেস বাইকের দাম কত হবে


তথ্য বলছে, Royal Enfield Classic 650 Super Meteor 650 এবং Shotgun 650 এর মধ্যে প্রজেক্ট করা হতে পারে এই ক্লাসিক। শটগানের দামের কথা বললে, এর টপ ভেরিয়েন্টের দামও প্রায় ৩.৬ লাখ। এছাড়াও, Super Meteor 650-এর শুরুর দাম ৩.৬৪ লক্ষ টাকা থেকে শুরু হয়। আগামী জানুয়ারি মাসের শেষে এই বাইকটির ডেলিভারি শুরু হবে বলে আশা করা হচ্ছে।


রয়্যাল এনফিল্ড ক্লাসিক এর ডিজাইন ও বৈশিষ্ট্য
ক্লাসিক 650 এর দুর্দান্ত রেট্রো লুক ও উন্নত বৈশিষ্ট্যগুলির জন্য খুবই পছন্দের বাইক। এই বাইক মোটরভার্সে দেখেই বাইকাররা এর ক্লাসিক ডিজাইন ও দারুণ ফিনিশের প্রশংসা করেছিল। ক্লাসিক বাইকটি একটি 650 সিসি টুইন ইঞ্জিন প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। এই বাইকটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে । যারা বাইকে রেট্রো লুকের পাশাপাশি একটু আধুনিক মিশ্রণ পেতে চান, তাদের জন্যই এই বাইক।


আরও পড়ুন এখানে :  New Year Gift: বড় দিনে রয়্যাল এনফিল্ড, টিয়াগো উপহার ! এই কোম্পানি দিচ্ছে গিফট. কতজন পাবেন জানেন ?


Car loan Information:

Calculate Car Loan EMI