Royal Enfield Hunter 350 Upgraded: রয়্যাল এনফিল্ডের সবথেকে সস্তার বাইক আবারও ভারতের বাজারে এসেছে নয়া লুকে, নয়া অবতারে। বাইক মডেলের নাম রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০। এখন এই বাইকটি নতুন রঙের ভ্যারিয়ান্টে (Royal Enfield Hunter 350) পাওয়া যাবে অর্থাৎ গ্রাফাইট গ্রে রঙেও এই বাইক কিনতে পারবেন আপনি। এই বাইকের বর্তমান এক্স শোরুম দাম রয়েছে ১ লাখ ৭৬ হাজার ৭৫০ টাকা (চেন্নাইয়ের দাম)। এই নতুন রঙটি মিড ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে এবং হান্টারের মোট ৭টি রঙের বিকল্পে এটি যুক্ত করা হয়েছে।
নয়া রয়্যাল এনফিল্ড হান্টারের ফিচার্স
আপগ্রেড করা এই রয়্যাল এনফিল্ড হান্টারে আগের মডেলের (Royal Enfield Hunter 350) তুলনায় আরও অনেক ফিচার্স অতিরিক্ত যুক্ত করা হয়েছে। অনেক অত্যাধুনিক ফিচার্স এসেছে এই বাইকে। এর মধ্যে রয়েছে এলইডি হেডল্যাম্প, ট্রিগার নেভিগেশন পড এবং টাইপ সি ইউএসবি চার্জিং পোর্টের মত অনেক আপগ্রেড। এছাড়া বাইকের সিটে হাই ডেনসিটির ফোম লাগানো হয়েছে এবারে যা আরোহীর অভিজ্ঞতা আরও অনেক ভাল করবে। এটি দীর্ঘ দূরত্বের পথে চালানোর জন্য উপযুক্ত। বাইকে যুক্ত হয়েছে নতুন রিয়ার সাসপেনশন, আরও ভাল সিটিং রিল্যাক্স ফিচার্স।
রয়্যাল এনফিল্ড হান্টারের পাওয়ার
এখন এই বাইকের ইঞ্জিনের কথা বলতে গেলে হান্টার ৩৫০ বাইকের (Royal Enfield Hunter 350) মডেলে ৩৪৯ সিসি জে সিরিজ এয়ার কুলড সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন রয়েছে। এই পাওয়ারট্রেনটি ২০.২ বিএইচপি ও ২৭ এনএম টর্ক জেনারেট করে। এই ইঞ্জিনে ৫ স্পিডের গিয়ারবক্স এবং স্লিপ অ্যাসিস্ট ক্লাচ রয়েছে। রয়্যাল এনফিল্ড ডিলারশিপ ওয়েবসাইটের মাধ্যমে বা অ্যাপের মাধ্যমে সহজেই আপনি এই নতুন বাইকের মডেলটি বুক করতে পারবেন।
রয়্যাল এনফিল্ডের বুলেট বাইকের দাম কয়েক মাস আগেই সংস্থার তরফে বাড়ানো হয়েছিল। এক ধাক্কায় ২ হাজার থেকে ৩ হাজার টাকা দাম বাড়ানো হয়েছিল রয়্যাল এনফিল্ডের এই বাইকের মডেলের। তরুণ যুবকদের মধ্যে রয়্যাল এনফিল্ডের এই বাইকের জনপ্রিয়তা রয়েছে তুঙ্গে। এই মডেলের আলাদা আলাদা ভ্যারিয়ান্টের উপর নির্ভর করে এর দাম বেড়েছে একেক রকম হারে। আপডেটেড মূল্য তালিকা অনুসারে, এই বাইকের মিলিটারি রেড, ব্ল্যাক ভ্যারিয়ান্টের দাম আগে ছিল ১ লক্ষ ৭৩ হাজার ৫৬২ টাকা আর এখন দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৭৫ হাজার ৫৬২ টাকা।
Car loan Information:
Calculate Car Loan EMI