Royal Enfield Hunter Bike: ভারতে বাইকের বাজারে ৩৫০-৪০০ সিসির বাইকের অন্যতম সেরা এবং জনপ্রিয়তম মডেল রয়েছে রয়্যাল এনফিল্ডের। বহু বছর ধরে একইভাবে নিজেদের বাজার ধরে রেখেছে এই সংস্থা। শুধু ভারত নয়, বিশ্বের বাজারেও এই রয়্যাল এনফিল্ডের (Royal Enfield Bikes) দারুণ জনপ্রিয়তা রয়েছে। তবে ভারতের বাজারে হান্টার এবং ক্লাসিক ৩৫০ এই দুটি মডেলের চাহিদাই সবথেকে বেশি, এর সঙ্গে রয়েছে বুলেট ৩৫০ মডেলও (Royal Enfield Hunter) । ৩৫০ সিসির বদলে এবার ২৫০ সিসির মডেল আনতে চলেছে রয়্যাল এনফিল্ড। ফলে এর দামও খানিক কমবে বলেই আশা করা হচ্ছে। কোন মডেলের ২৫০ সিসি ভার্সন আসছে ?


বিগত ৫ বছর ধরে বাজারে ২৫০ সিসির রয়্যাল এনফিল্ড বাইক (Royal Enfield Bikes) আনার কথা ভেবেছে সংস্থা, কিন্তু তা এতদিন রূপায়িত হয়নি। তবে এবার সেই ২৫০ সিসির বাইক বাজারে আসতে চলেছে। আকারে ছোট, ওজনে হালকা এমন রয়্যাল এনফিল্ডের বাইক যাতে দেশের তরুণ যুবকেরা কিনতে পারে, কিনতে আগ্রহী হয় তাঁর জন্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই আকারে ছোট বাইকের দামও তুলনায় অনেক কম হবে। BS6 নির্গমন নীতি অনুসারে বিগত বেশ কিছু বছর ধরে রয়্যাল এনফিল্ডের বাইকের দাম বেড়েই চলেছে। ফলে এখন অনেক খরচ পড়ে যায় রয়্যাল এনফিল্ডের বাইক কিনতে গেলে।


আর তাই কম খরচে ২৫০ সিসির ভি প্ল্যাটফর্ম বাজারে আনার কথা ভেবেছে রয়্যাল এনফিল্ড (Royal Enfield Bikes)। এতে এয়ার বা অয়েল কুলড ইঞ্জিন থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া ইঞ্জিনটি হাইব্রিড প্রযুক্তির সঙ্গে মেশানো যাবে কিনা তাও পরীক্ষা করে দেখছে রয়্যাল এনফিল্ড। এখন বাজারে রয়্যাল এনফিল্ড হান্টার ৩৫০ সবথেকে বেশি জনপ্রিয় একটি বাইকের মডেল যার দাম শুরু হয় দেড় লাখ টাকা থেকে। টায়ার ২ ও টায়ার ৩ শহর ছাড়াও অন্যান্য মহানগরে এই বাইকের দারুণ চাহিদা আছে। এবারে ২৫০ সিসির বাইকের মাধ্যমে সাশ্রয়ী রয়্যাল এনফিল্ড আসতে চলেছে বাজারে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Electric Scooter: ২০ হাজার টাকার ছাড় ! এই মাসে কিনলে সস্তায় পাবেন এই বৈদ্যুতিন স্কুটার


Car loan Information:

Calculate Car Loan EMI