5 Star Rating cars in India: কেবল মাইলেজের জন্য আর গাড়ি নেয় না দেশবাসী। মাইলেজের পাশাপাশি এখন যাত্রী সুরক্ষা নিয়ে সচেতন হয়েছে ক্রেতা। দেশবাসীর এই চাহিদার কথা ইতিমধ্য়েই উপলব্ধি করেছে গাড়ি কোম্পানিগুলি। ফলে দেশের বাজারে আসছে একের পর এক ৫তারা সুরক্ষা রেটিংয়ের গাড়ি। যেখানে স্থান পাচ্ছে মহিন্দ্রা, টাটার মতো দেশীয় কোম্পানির গাড়ি। দেখে নিন, দেশে ১০ লাখের মধ্যে ৫তারা সুরক্ষা পায় কোন গাড়িগুলি।
Safest Cars in India: সরকার নিচ্ছে কড়া পদক্ষেপ
এখন ভারতে গাড়ি কেনার আগে গাড়ির নিরাপত্তা রেটিংকে অনেক গুরুত্ব দেওয়া হচ্ছে। ভারতের জন্য শক্তিশালী গাড়ি তৈরির পাশাপাশি নিরাপত্তার নিয়মাবলীর বিষয়ে গাড়ি প্রস্তুতকারকদের প্রতিনিয়ত চাপ দিচ্ছে সরকার। ভারতে বাজেট গাড়ির চাহিদার দিকে তাকিয়ে, আমরা আপনাকে ১০ লাখের নিচের কিছু নিরাপদ গাড়ির তালিকা দিচ্ছি।
টাটা পাঞ্চ
নিরাপত্তার দিক থেকে, GNCAP এই টাটা গাড়িটিকে প্রাপ্তবয়স্কদের সুরক্ষার জন্য 5 স্টার ও শিশুদের সুরক্ষার জন্য 4 স্টার রেটিং দিয়েছে। Tata এই গাড়িটি 2021 সালের অক্টোবরে লঞ্চ করেছিল, তারপর থেকে এই গাড়িটি মানুষের পছন্দের তালিকায় রয়ে গেছে। গাড়িটি ডুয়াল এয়ারব্যাগ, ABS, EBD সিস্টেম, লো-ট্র্যাকশন মোড, সিট বেল্ট রিমাইন্ডার, হাই স্পিড অ্যালার্ট, রেয়ার পার্কিং সেন্সর ও ISOFIX চাইল্ড সিট মাউন্টস পায়। এই Tata গাড়ির দাম 6 লক্ষ টাকা থেকে 9.54 লক্ষ টাকা (এক্স-শোরুম)।
মহিন্দ্রা XUV300
এই SUV গাড়িটি Mahindra-এর প্রথম সাব-ফোর-মিটার SUV। যা GNCAP থেকে ৫ স্টার রেটিং পেয়েছে। এই গাড়িটি প্রাপ্তবয়স্ক সুরক্ষায় 5 স্টার এবং শিশু সুরক্ষায় 4 স্টার পেয়েছে। এছাড়াও, মহিন্দ্রার এই গাড়িটিতে 6টি এয়ারব্যাগ, চারটি চাকায় ডিস্ক ব্রেক, পার্কিং সেন্সর, ইলেকট্রনিক স্ট্যাবিলিটি প্রোগ্রাম (ESP), অ্যান্টি ব্রেকিং সিস্টেম (ABS), টায়ার প্রেসার মনিটরিং সিস্টেম (TPMS), সকলের জন্য সিট বেল্ট রিমাইন্ডার রয়েছে। এর সঙ্গে হিল স্টার্ট অ্যাসিস্টও দেওয়া হয়েছে গাড়িতে। এই গাড়ির দাম 8.41 লক্ষ টাকা থেকে 14.07 লক্ষ টাকা এক্স-শোরুম পর্যন্ত গিয়েছে।
টাটা অলট্রোজ
এই টাটার গাড়িটি ভারতে তৈরি প্রথম প্রিমিয়াম হ্যাচব্যাক গাড়ি, যাকে গ্লোবাল NCAP-এ 5 স্টার রেটিং দেওয়া হয়েছে। গাড়িটি প্রাপ্তবয়স্দেরক সুরক্ষায় 5 স্টার ও শিশুদের সুরক্ষায় 3 স্টার পেয়েছে। এছাড়াও, এতে দুটি এয়ারব্যাগ, EBD সহ অ্যান্টি-ব্রেকিং সিস্টেম, পার্কিং সেন্সর, সামনের আসনগুলির জন্য সিটবেল্ট রিমাইন্ডার ও ISOFIX চাইল্ড সিট মাউন্ট পায়। এই গাড়ির দাম 6.34 লক্ষ টাকা থেকে 10.25 লক্ষ টাকা রেখেছে কোম্পানি।
Car loan Information:
Calculate Car Loan EMI