Electric Scooter: বেঙ্গালুরুর স্টার্ট আপ সিম্পল এনার্জি (Simple Energy) কোম্পানি তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার (Electric Scooter)লঞ্চ করতে চলেছে আগামী বছর। সিম্পল এনার্জি কোম্পানি জানিয়েছে, তাদের প্রথম ইলেকট্রিক স্কুটার ডেলিভারি হতে পারে ২০২৩ সালের মার্চ মাসের মধ্যে। আর এই কোম্পানির প্রথম ই-স্কুটার (Simple One) তৈরি শুরু হতে পারে ১৯ জানুয়ারি থেকে। বেঙ্গালুরুর এই সংস্থা তাদের প্রথম ম্যানুফ্যাকচারিং প্রোজেক্টের নাম দিয়েছে Simple Vision 1.0। জানা গিয়েছে, এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে তামিলনাড়ুর হোসুরে। ২ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়ানো এই প্ল্যান্টে ১০০ কোটিরও বেশি বিনিয়োগ করা হয়েছে। এক বছর ১০ লক্ষ ইউনিট ইলেকট্রিক স্কুটার তৈরির ক্ষমতা রাখে এই প্ল্যান্ট। প্রসঙ্গত উল্লেখ্য, এই ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছিল ২০২১ সালের অগস্ট মাসে। তবে তার ডেলিভারি বহুবার পিছিয়ে গিয়েছে। এবার শোনা গিয়েছে যে, আগামী বছর ১৯ জানুয়ারি থেকে সিম্পল এনার্জি সংস্থার তৈরি প্রথম ইলেকট্রিক স্কুটার সিম্পল ওয়ানের উৎপাদন শুরু হবে এবং তার ডেলিভারি শুরু হবে মার্চ মাসের মধ্যে। এই ইলেকট্রিক স্কুটারের জন্য তামিলনাড়ুর প্ল্যান্টে সিম্পল ওয়ান সংস্থার তরফে নিজস্ব মোটর তৈরি করা হয়েছে।
টেস্ট রাইড
সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের ১২টি শহরে টেস্ট ড্রাইভ করা হবে। বেঙ্গালুরু, চেন্নাই, হায়দরাবাদ, জুয়পুর, দিল্লি, লখনউ এবং ভুবনেশ্বর রয়েছে এই ১২টি শহরের তালিকায়।
দাম
সিম্পল ওয়ান ইলেকট্রিক স্কুটারের স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের দাম ১,০৯,৯৯৯ টাকা (এক্স শোরুম)। এই ভ্যারিয়েন্টের রিয়েল ওয়ার্ল্ড রেঞ্জ ২০৩ কিলোমিটার। অন্যদিকে লং রেঞ্জ ভ্যারিয়েন্টের দাম ১,৪৪,৯৯৯ টাকা (এক্স শোরুম)। এক্ষেত্রে রেঞ্জ ৩০০ কিলোমিটারের বেশি। ১৯৪৭ টাকার বিনিমিয়ে এই ইলেকট্রিক স্কুটার প্রি-বুকিং করা যাবে। তামিলনাড়ুতে হোসুর ছাড়াও ধর্মপুরীতেও একটি কারখানা রয়েছে সিম্পল এনার্জি সংস্থার। সেখানে বছরে ১ কোটি ২৫ লক্ষ ইলেকট্রিক স্কুটার উৎপাদনের ক্ষমতা রয়েছে।
ওলা ইলেকট্রিক স্কুটার
ভারতে যথেষ্ট জনপ্রিয় ওলার ইলেকট্রিক স্কুটার। চলতি বছর অর্থাৎ ২০২২ সাল শেষ হওয়ার আগে দেশজুড়ে ২০০টি এক্সপিরিয়েন্স সেন্টার লঞ্চ করতে চলেছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ। আপাতত ১১টি শহর জুড়ে মোট ১৪টি এক্সপিরিয়েন্স সেন্টার খোলার লক্ষ্যে এগোচ্ছে ওলা ইলেকট্রিক সংস্থা। বেঙ্গালুরুতে ৩টি, পুণেতে ২টি, দিল্লি, ভোপাল, আহমেদাবাদ, দেরাদুন, হায়দরাবাদ, কোটা, নাগপুর, রাঁচি, ভদোদরা- এই শহরগুলিতে ১টি করে এক্সপিরিয়েন্স সেন্টার খোলার পরিকল্পনা করেছে ওলা ইলেকট্রিক কর্তৃপক্ষ।
আরও পড়ুন- আগামী বছরই দেশে আসছে এই এসইউভিগুলি, কী বিশেষত্ব জেনে নিন
Car loan Information:
Calculate Car Loan EMI