কলকাতা: বিশ্বে আগেই ডেবিউ হয়ে গিয়েছে। এবার বাস্তবে আমেরিকার রাস্তায় নামল টেসলার সাইবারট্রাক (Tesla Cybertruck)। শুক্রবার টেসলার এই অত্যাধুনিক গাড়ির দামও সর্বসমক্ষে এল। টেসলা সিইও (Tesla CEO) এলন মাস্ক (Elon Musk) টেসলার বৈদ্যুতিন পিকআপ ট্রাকের দাম প্রকাশ্যে নিয়ে এলেন। টেক্সাসের Gigafactory-তে একটি ইভেন্ট আয়োজিত হয়েছিল সেখানেই সামনে এল টেসলার সাইবারট্রাক (Tesla Cybertruck)-এর ছবি। 


গাড়ি চালালেন মাস্ক:
মাস্ক নিজেই একটি মডেল চালিয়েছেন এদিন। টেসলার সাইবারট্রাকের কী কী ফিচার রয়েছে সেটাও সবার সামনে তুলে ধরা হয়।    


২০১৯ সালে বিশ্বের সামনে আনা হয় টেসলার সাইবারট্রাক। সেই সময় যা দামের ধারণা দেওয়া হয়েছিল। তার তুলনায় দাম বেড়েছে অন্তত ৫০ শতাংশ।  আর এই ক্রেতাদের সংখ্যা প্রায় ২০ লক্ষ।  এই সাইবারট্রাক চার বছর ধরে যাঁরা বুক করেছেন তাঁদের এখন ভারতীয় মুদ্রায় অন্তত ৫১ লক্ষ টাকা দিতে হবে। এই পিকআপ ট্রাকের দাম ভারতীয় মুদ্রায় সর্বাধিক ৮৩.৩০ লক্ষ টাকা।


 



Porsche 911 -এর সঙ্গে রেসও করানো হয়েছে   Tesla Cybertruck-এর। সেখানে প্রথম থেকেই Porsche 911-কে পিছনে ফেলেছে টেসলার বিদ্যুৎচালিত এই ট্রাক। ছিল ট্যুইস্টও। কারণ, টেসলার এই পিকআপ ট্রাকের সঙ্গে বাঁধা ছিল আরেকটি Porsche 911, এটিই টেনে নিয়ে গিয়েছে টেসলার সাইবারট্রাক। মাল বওয়ার ক্ষমতা নিয়েও বড়াই করতে পারে Tesla Cybertruck. প্রায় ৫০০০ কেজি ওজনের মাল towing নিতে পারে এটি। মাত্র ২.৬ সেকেন্ডে ০ থেকে প্রতি ঘণ্টায় ৯৬ কিলোমিটার পর্যন্ত গতিবেগ তুলতে পারে এটি। 


সুরক্ষাতেও নজর:
দেখতে অনেকটা এলিয়েন কারের মতো এই সাইবারট্রাক। রয়েছে বেশ কিছু ফিচারও। ultra hard Stainless steel-এর তৈরি পরত (Exoskeleton) রয়েছে যাতে কোনও আঘাতে ক্ষতি না হয়। কাচও বিশেষভাবে প্রস্তত। পেলোডের ক্ষমতা ১১৩৪ কেজি। রয়েছে ১৮.৫ ইঞ্চির টাচস্ক্রিন। রয়েথে All Glass Roof.


টেসলা সিইও Elon Musk জানিয়েছেন, সংস্থা ১০ লক্ষ এমন ট্রাকের প্রি অর্ডার পেয়ে গিয়েছে। এখন বুক করলে সংস্থার ওয়েবসাইটের মাধ্যমে দিতে হবে মাত্র ২১ হাজার টাকা।


আপাতত ৩টি ভ্যারিয়েন্ট থাকছে Tesla CyberTruck -এর। টপ মডেলের নাম Cyberbeast. আপাতত শুধু অল হুইল ড্রাইভ মডেলই বিক্রি করছে টেসলা। সামনের বছর থেকে আসতে শুরু করে রিয়ার হুইল ড্রাইভ মডেল। 


আরও পড়ুন: রেনোঁ ডাস্টার আসছে ভারতে, কী বিশেষ বৈশিষ্ট্য, জেনে নিন কী রয়েছে গাড়িতে


Car loan Information:

Calculate Car Loan EMI