Continues below advertisement

Auto : আগামী বছর আসতে চলেছে নতুন ডিজাইনের বহু গাড়ি (Car Offers)। ইতিমধ্য়েই যার বেশকিছু ছবি দেখতে পেয়েছে দেশবাসী। তাই পুরনো মডেলে ছাড় দিচ্ছে অনেক কোম্পানি। এখানে রইল সেরকমই চারটি গাড়ি।  

২০২৬ সাল নিয়ে অটোমোবাইল বাজারে বেশ উত্তেজনা রয়েছে। কোম্পানিগুলি পুরোনো মডেলের স্টক খালি করার জন্য কাজ করছে। এর ফলে গ্রাহকরা সরাসরি উপকৃত হচ্ছেন। কারণ এই গাড়িগুলোতে বড় ধরনের ছাড় দেওয়া হচ্ছে। সবচেয়ে ভাল বিষয় হল, এর জন্য কোনও অপেক্ষা করতে হবে না আপনাকে। চলুন জেনে নেওয়া যাক কোন কোন এসইউভিতে সবচেয়ে বেশি ছাড় পাওয়া যাচ্ছে।

Continues below advertisement

স্কোডা কুশাকফেসলিফটেড স্কোডা কুশাক ২০২৬ সালের জানুয়ারিতে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। তার আগে, কোম্পানি বর্তমান মডেলটিতে উল্লেখযোগ্য ছাড় দিচ্ছে। কুশাকে প্রায় ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। স্কোডা ৩.২৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের দাবি করছে। গাড়িটির এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১০.৬১ লক্ষ টাকা থেকে।

মহিন্দ্রা XUV700মাহিন্দ্রা XUV700-এর একটি ফেসলিফটেড সংস্করণের টিজার প্রকাশ করেছে। XUV 7XO নামের এই গাড়িটি ২০২৬ সালের ৫ই জানুয়ারি লঞ্চ হবে। এর আগে, বর্তমান XUV700-এ ডিলার পর্যায়ে প্রায় ৮০,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। মাহিন্দ্রা XUV700-এর এক্স-শোরুম মূল্য শুরু হচ্ছে ১৩.৬৬ লক্ষ টাকা থেকে।

টাটা পাঞ্চটাটা মোটরস বেশ কিছুদিন ধরে পাঞ্চ ফেসলিফটের পরীক্ষা চালাচ্ছে। এই মাইক্রো এসইউভিটি ২০২৬ সালে একটি আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। তাই, ফেসলিফটের আগে বর্তমানে পাঞ্চে ৮০,০০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। গাড়িটির এক্স-শোরুম মূল্য ৫.৫০ লক্ষ থেকে ৯.৩০ লক্ষ টাকার মধ্যে।

কিয়া সেলটসকিয়া ২০২৬ সালে তাদের জনপ্রিয় এসইউভি সেলটসের একটি আপডেট সংস্করণ লঞ্চ করছে। কোম্পানি বর্তমান সেলটসে ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে, যার মধ্যে ৪০,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাসও অন্তর্ভুক্ত। গাড়িটির দাম ১০.৭৯ লক্ষ টাকা থেকে শুরু হয়ে ১৯.৮১ লক্ষ টাকা পর্যন্ত যায়। কদিনে আগেই প্রকাশ্যে এসেছে কিয়ার নতুন সেলটসের মডেল। যা এখনও রিভিউয়ের জন্য বাজারে আনা হয়নি। জানুয়ারিতেই এই গাড়ির দাম সামনে আনবে কোম্পানি। সেই কারণে পুরনো মডেল কম দামে ছেড়ে দিতে চাইছে ডিলারা। তবে সেই ক্ষেত্রেও বিশাল বড় অফার কিছু পাওয়া যাচ্ছে না সব ভ্যরিয়েন্টে। 


Car loan Information:

Calculate Car Loan EMI