Mahindra Cars: উৎসবের মরশুম চলছেই আর এই মরশুমে বেশ কিছু অফারের সুযোগ নিয়ে এসেছে মহিন্দ্রা সংস্থা। এই মরশুমে বিভিন্ন গাড়ির উপর চলছে ধামাকাদার ছাড়। গাড়িপ্রেমীদের সবথেকে পছন্দের এসইউভি মহিন্দ্রা বোলেরোতেও (Mahindra Bolero) পাবেন দারুণ ছাড়ের সুযোগ। এই সমস্ত ছাড়ের কারণে মহিন্দ্রা বোলেরো (Mahindra Cars Discount) কিনতে গেলে আপনার ১ লক্ষ টাকা বেঁচে যাবে। এই গাড়িতে এক লক্ষ টাকা পর্যন্ত দাম কমল এবার তাও শুধুমাত্র এই মরশুমের জন্য। গোটা সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই অফার।


মহিন্দ্রা বোলেরোতে বিপুল ছাড়ের সুযোগ


মহিন্দ্রা বোলেরো একটি ডিজেল ইঞ্জিন গাড়ি। এই গাড়ির বিভিন্ন ভ্যারিয়ান্টের উপর নানারকম ছাড় পাওয়া যাবে। বোলেরোর ডিজেল ম্যানুয়াল বি৬ ভ্যারিয়ান্টের দামের উপর ১.০৩ লক্ষ টাকার ছাড় পাওয়া যাবে। এই ভ্যারিয়ান্টের উপর ৯০ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১০ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস এবং ২-৩ হাজার টাকার কর্পোরেট ডিসকাউন্টের সুবিধে পাওয়া যাবে।


এই গাড়ির আরও দুটি ভ্যারিয়ান্টে এই ছাড়ের সুযোগ মিলবে। মহিন্দ্রা বোলেরোর বি৬ ভ্যারিয়ান্টের দামের উপর ২৯,৭৭৭ টাকার ছাড় পাওয়া যাবে। আর এই গাড়ির বি৪ ভ্যারিয়ান্টে ২৪,৩০০ টাকার ছাড় মিলবে। এই সংস্থা শুধুমাত্র এই অফার নিয়ে এসেছে সেপ্টেম্বর মাসের জন্যেই।


মহিন্দ্রা বোলেরো নিও মডেলেও মিলবে ছাড়


মহিন্দ্রা বোলেরো নিওতেও মিলছে বিপুল ছাড়ের সুযোগ। এই গাড়িতে এন ১০ এবং এন ১০ (ও) এই দুটি ভ্যারিয়ান্টের ডিজেল ম্যানুয়ালে সবথেকে বেশি ছাড় পাওয়া যাবে। এই ভ্যারিয়ান্টে ১.০৯ লাখ টাকার ছাড় মিলছে। একই সময়ে ৮৯ হাজার টাকার ছাড় পাওয়া যাবে এই গাড়ির এন৮ ভ্যারিয়ান্টে। আর মহিন্দ্রা বোলেরোর এন ৪ ভ্যারিয়ান্টে সংস্থা দিচ্ছে ৫০ হাজার টাকার ছাড়ের সুযোগ।


কত দাম মহিন্দ্রা বোলেরোর


মহিন্দ্রা বোলেরো একটি উন্নতমানের শক্তিশালী ডিজেল গাড়ি। ভারতের বাজারে সাড়া ফেলে দিয়েছে এই গাড়ি। মহিন্দ্রা বোলেরোর এক্স শোরুম দাম শুরু হচ্ছে ৯.৭৯ লাখ টাকা থেকে এবং সর্বোচ্চ দাম ওঠে ১০.৯১ লাখ টাকা পর্যন্ত। অন্যদিকে মহিন্দ্রা বোলেরো নিওর এক্স শোরুম দাম ৯.৯৫ লক্ষ টাকা থেকে ১২.২৫ লক্ষ টাকার মধ্যে রয়েছে।


আরও পড়ুন: Tata Punch: ২০ হাজার টাকা সস্তায় পাবেন টাটার এই গাড়ি, ফিচার্সে কী বদল এল ?


Car loan Information:

Calculate Car Loan EMI