Tata Motors Discount: টাটা মোটরস তাদের টাটা পাঞ্চ এসইউভি মডেলে বহু বদল এনেছে মূলত এর পেট্রোল ভার্সনটিতে। এমনকী এই সংস্থা টাটা পাঞ্চের সিএনজি ভ্যারিয়ান্টের সংখ্যাও বাড়িয়েছে ব্যাপক হারে। মিড এবং হাই স্পেক ট্রিমে টাটা মোটরস (Tata Cars Discount) বেশ কিছু নতুন ফিচার্সও নিয়ে এসেছে বলে জানা গিয়েছে। টাটা পাঞ্চের (Tata Punch) এই মডেলের দাম এবার ২০ হাজার টাকা কমে গেল, সস্তায় কিনতে পারবেন এই এসইউভি গাড়ি। দেখে নিন কী কী ফিচার্স পাবেন।
টাটা পাঞ্চের দাম ও ভ্যারিয়ান্টে বদল
পাঞ্চ এসইউভির একটি আপডেটেড মডেল বাজারে নিয়ে এসেছে টাটা পাঞ্চ এবং পেট্রোল ও সিএনজি ভ্যারিয়ান্টের ফিচার্স আরও সরলীকরণ করেছে এই গাড়িটি। এই গাড়ির একেবারে বেস ভ্যারিয়ান্টের দাম টাটা মোটরস রেখেছে মাত্র ৬.১৩ লক্ষ টাকা। একইসঙ্গে এই গাড়ির টপ স্পেক মডেলের দাম ২০ হাজার টাকা কমিয়ে করা হয়েছে ১০.২০ লক্ষ টাকা।
টাটা মোটরস এছাড়াও কিছু অতিরিক্ত সুবিধের কথা জানিয়েছে যেখানে এই এসইউভি কিনলে আপনি পেয়ে যাবেন ১৮ হাজার টাকার ছাড়। তা শুধুমাত্র কিছু সীমিত সময়ের জন্যই উপলব্ধ থাকবে। পিওর রিদম, অ্যাকমপ্লিশড, অ্যাকমপ্লিশড এস আর এবং ক্রিয়েটিভ ফ্ল্যাগশিপ ট্রিম এই মডেলে থাকছে না।
সিএনজি ভ্যারিয়ান্টের দাম বেড়েছে
টাটা পাঞ্চের সিএনজি ভ্যারিয়ান্টের সংখ্যা আগের থেকে ৫টির বদলে বাড়িয়ে করা হয়েছে ৭টি। পেট্রোল ভ্যারিয়ান্টের মতই পিওর, অ্যাডভেঞ্চার এবং অ্যাডভেঞ্চার রিদম এই তিনটি ভ্যারিয়ান্ট পাওয়া যাবে সিএনজির ক্ষেত্রেও। এছাড়াও মিড স্পেক ও টপ স্পেক ভ্যারিয়ান্টের সংখ্যাও বাড়ানো হয়েছে এই গাড়ির। টপ স্পেক সিএনজি ভ্যারিয়ান্টের টাটা পাঞ্চের দাম ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে।
নতুন ফিচার্স কী এল
পিওর পেট্রোল ভ্যারিয়ান্টে যোগ হয়েছে সেন্ট্রাল লকিং, পাওয়ার উইন্ডো, পাওয়ার ওআরভিএমএস, হুইল কভার এবং আরও অন্যান্য ফিচার্স। পিওর ট্রিমের থেকে এই ভ্যারিয়ান্টে এই সমস্ত ফিচার্স বেশি যুক্ত হয়েছে। সানরুফ ও রিয়ার এসি ভেন্টের মত ফিচার্স রয়েছে এই গাড়ির অ্যাডভেঞ্চার এস এবং অ্যাডভেঞ্চার প্লাস এস মডেলে। অ্যাকমপ্লিশড প্লাস এবং এরকম অন্যান্য ভ্যারিয়ান্টে বড় ১০.২৫ ইঞ্চির ইনফোটেইনমেন্ট টাচস্ক্রিন থাকবে। একটা ওয়্যারলেস চার্জারও থাকবে ক্রিয়েটিভ প্লাস ও ক্রিয়েটিভ প্লাস এস ট্রিমের ক্ষেত্রে।
দাম কেমন
টাটা পাঞ্চে কোনও প্রযুক্তিগত বদল আনা হয়নি। আপডেটেড ফিচার্সের সঙ্গেই এই গাড়িটি বাজারে পাওয়া যাচ্ছে। টাটা পাঞ্চ বাজারে মূলত হুন্ডাই অ্যাক্সেন্ট (দাম ৬ লাখ থেকে ১০.৪৩ লাখ), সিট্রোয়েন সিথ্রি ( দাম ৬.১৬ লাখ থেকে ৯.৪২ লাখ), মারুতি ইগনিস (দাম ৫.৮৪ লাখ থেকে ৮.০৬ লাখ) এই গাড়িগুলির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় নামবে।
আরও পড়ুন: Tata Punch Update: টাটা পাঞ্চ এসইউভিতে আরও বৈশিষ্ট্য, এবার পাবেন এই ফিচার
Car loan Information:
Calculate Car Loan EMI