সোমনাথ চট্টোপাধ্যায়: এমজি হেক্টর এবার বাজারে নিয়ে এল আরও একটি নতুন মডেল। দারুণ লুকে আবার ফিরে এসেছে এমজির কালো মডেল (MG Hector BlackStorm)। আর সম্প্রতি দেখা গিয়েছে বাজারে জনপ্রিয় এসইউভির বিক্রি দারুণ বেড়ে গিয়েছে এবং সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কালো রঙের মডেল। ফলে বোঝাই যাচ্ছে গাড়িপ্রেমীদের চাহিদা এবং স্বাদ বদলে যাচ্ছে।


হেক্টরের ব্ল্যাকস্টর্ম (MG Hector BlackStorm) গাড়ির মডেলটি শুধুমাত্র কালো রঙের জন্যেই খুবই চোখে লাগে, বলা ভাল নজর কাড়ে। এর আগে কালো রঙের এসইউভি বলতে আমাদের মনে পড়ত শুধু গ্লস্টার ব্ল্যাকস্টর্ম এসইউভির কথা। সেই মডেল আবার অনেকে দেখেওছেন এর আগে। ব্ল্যাকেন্ড ডিজাইন ডিটেলসের সঙ্গে সঙ্গে গ্লস্টার ব্ল্যাকস্টর্মের একটা বিশেষ এডিশন বাজারে এসেছিল এর আগে।


আর এবার লঞ্চ হল এমজির হেক্টর (MG Hector BlackStorm) ব্ল্যাকস্টর্ম মডেলটি। স্টারি ব্ল্যাক রঙের মডেল সত্যিই নজর কাড়া। বেশ আবেদনপূর্ণ লুক রয়েছে এই মডেলে। আপনি এতে দেখতে পাবেন ডার্কেনড হেডল্যাম্প, ডার্ক ক্রোম গ্রিল, ব্ল্যাক রুফ রেইল এবং কালো রঙের বড় আয়নাটিও। সব মিলিয়ে কালো রঙের উপর দারুণ লুক এনে হাজির করেছে এমজির হেক্টর ব্ল্যাকস্টর্ম মডেল।


এই ব্ল্যাকস্টর্ম মডেলে আয়নার মধ্যে কিছু রেড এলিমেন্ট রয়েছে, এমনকী কালো রঙের সমস্ত অ্যালয়গুলিরও লাল রঙের ক্যালিপার রয়েছে। এতে রয়েছে ১৮ ইঞ্চির অ্যালয় হুইল। এর অল ব্ল্যাক থিমটি ইন্টিরিয়রের ক্ষেত্রেও প্রযোজ্য রয়েছে। একটা ক্রোম ইন্টিরিয়রে মুছে ফেলা হয়েছে। নতুন অল ব্ল্যাক কেবিনটি টেস্টফুল কনট্রাস্ট স্টিচিং হচ্ছে। আমাদের মনে হয়, এই গাড়ির লুক অত্যন্ত ক্লাসি এবং এর সিলভার ফিনিশ সেন্টার কনসোলে একটা সুন্দর টাচ এনে দিয়েছে। তবে এখানে কালো লেদারেট সিটগুলিতে ব্ল্যাকস্টর্ম লেখাটা এমবস করা আছে।


কেবিন ডিজাইনের মধ্যে রয়েছে বড়সড় পোর্ট্রেট আকারের ১৪ ইঞ্চির টাচস্ক্রিন, যাতে কিনা রয়েছে একটা সরু গ্রাফিক্স প্লাস এবং ক্রিস্পার ৩৬০ ডিগ্রি ক্যামেরা ডিসপ্লে। গাড়ির স্পেস যথেষ্ট বড়। ইকুইপমেন্ট লেভেলও বেশ অনেকটাই বেশি। এতে আছে অটো ইন্ডিকেটর, প্যানোরমিক সানরুফ, ডুয়াল পাওয়ারড সিট, ইন বিল্ট অ্যাপস, স্মার্ট কি, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো বা অ্যাপল কার প্লে ইত্যাদি আরও কত কি।


পাওয়ারট্রেনের কথা বলতে গেলে সিবিটি মোড সহ ১.৫ লিটারের টার্বো পেট্রোল মডেল থাকছে এতে। এমনকী একটি ডিজেল ম্যানুয়ালও থাকছে এই গাড়িতে। গাড়ির দাম রাখা হয়েছে ২১.২ লাখ টাকা।   


আরও পড়ুন: Turbo Cars: বাজারে এসেছে Altroz-এর রেসার মডেল, iTurbo-র সঙ্গে কী ফারাক ? নতুন কি বিশেষত্ব জুড়েছে ?


Car loan Information:

Calculate Car Loan EMI