সোমনাথ চট্টোপাধ্যায়: বাজারে কিছুদিন আগেই লঞ্চ হয়েছে টাটা কার্ভের বৈদ্যুতিন ভার্সনের এসইউভি মডেল। টাটা কার্ভ নিয়ে মাতামাতি (SUV Cars) এখন সারা দেশ জুড়ে। এখন এই বৈদ্যুতিন এসইউভি সেগমেন্টে ভারতের বাজারে দুটি বেস্টসেলার গাড়ি হল টাটা কার্ভ (Tata Curvv) এবং হুন্ডাই ক্রেটা (Hyundai Creta)। এই দুটি এসইউভির ফিচার্সের মধ্যে কী কী ফারাক আছে, কোন গাড়ির ফিচার্স খানিক বেশি ভাল চলুন দেখে নেওয়া যাক।


প্রযুক্তির ফিচার্স


এই টাটা কার্ভে রয়েছে ১২.৩ ইঞ্চির একটি টাচস্ক্রিন, একটি ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। অন্যদিকে ক্রেটা এসইউভি গাড়িতে রয়েছে ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার এবং একটি ১০.২৫ ইঞ্চির টাচস্ক্রিন। এই দুইটি গাড়িতেই আপনি পেয়ে যাবেন কানেক্টেড কার টেকনোলজি, লেভেল ২ এডিএএস ফিচার্স ইত্যাদি। অন্যান্য ফিচার্সের মধ্যে রয়েছে পাওয়ারড হ্যান্ডব্রেক, প্লাস ওয়ারলেস চার্জিং, যা কিনা দুটি গাড়িতেই দেখতে পাওয়া যাবে। হুন্ডাই ক্রেটা এসইউভিতে একটি ইনবিল্ট অ্যাপ রয়েছে মিউজিকের জন্য।


আরামদায়ক ফিচার্স


টাটা কার্ভে প্রচুর আরামদায়ক ফিচার্স রয়েছে। এর মধ্যে একটি হল পাওয়ারড ড্রাইভারস সিট এবং ডুয়াল ভেন্টিলেটেড সিট। অন্যদিকে হুন্ডাই ক্রেটাতেও ড্রাইভার প্লাস প্যাসেঞ্জার দুটি সিটের ক্ষেত্রেই ভেন্টিলেটেড পাওয়ার সিট রয়েছে। ক্রেটাতে আপনি পাবেন ডুয়াল জোন ক্লাইমেট কনট্রোলের সুবিধে। দুটি এসইউভিতে দেওয়া হয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং একটা ব্লাইন্ড ভিউ মনিটর। দুটিতেই রয়েছে প্যানোরমিক সানরুফ। টাটা কার্ভ এবং ক্রেটা দুটিতে পিছনের সিটে একতি রিক্লাইন ফাংশন রয়েছে, তবে ক্রেটাতে বাড়তি সুবিধে হিসেবে কুশন প্লাস সানব্লাইন্ড দেওয়া হয়েছে।


ইঞ্জিন ও স্পেসিফিকেশন


হুন্ডাই ক্রেটা কিনলে আপনি পাবেন দুটি পেট্রোল ও একটি ডিজেল অটোমেটিক সহ ইঞ্জিন, এর টার্বো পেট্রোল ভার্সনে রয়েছে ডিসিটি অটোমেটিক সুবিধে। আর ডিজেল ইঞ্জিনে থাকবে টর্ক কনভার্টর। ন্যাচারালি অ্যাসপায়ারড ভার্সনে রাখা হয়েছে সিভিটি অটোমেটিক। অন্যদিকে টাটা কার্ভে আপনি তিনটি ইঞ্জিনের বিকল্প পেয়ে যাবেন। বেস বিকল্প রয়েছে ১.২ লিটারের টার্বো পেট্রোল ইঞ্জিন যা কিনা টাটা নেক্সনেও রয়েছে। তবে এই তিনটি ইঞ্জিনেই ডুয়াল ডিসিএ ক্লাচ অটোমেটিক সুবিধে দেওয়া হয়েছে।


কত দাম হতে পারে


কিছুদিনের মধ্যেই টাটা কার্ভের দাম জানা যাবে আর হুন্ডাই ক্রেটার দাম শুরু হচ্ছে ১১ লাখ থেকে, সর্বোচ্চ দাম ২০.৫ লাখ টাকা। আশা করা যাচ্ছে টাটা কার্ভের আইসিই ভার্সনের দাম থাকবে ১০.৯ লাখ থেকে ২০ লাখের মধ্যে।


আরও পড়ুন: TVS Scooter: নতুন লুকে বাজারে এল টিভিএসের এই স্কুটার, দাম ১ লাখের মধ্যেই


Car loan Information:

Calculate Car Loan EMI