Suzuki Swift: জাপানি গাড়ি নির্মাতা সুজুকি মোটর কর্পোরেশন সম্প্রতি তাদের দেশীয় কারখানায় সুইফট গাড়ির (Suzuki Swift) মডেল তৈরি বন্ধ করেছে। হঠাৎ করেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সংস্থা। একটি বৈশ্বিক জটিলতার পরিস্থিতি চলছে, চিন কর্তৃক বিরল আর্থ ম্যাগনেট মিনারেল রফতানির উপর বিধিনিষেধ আরোপের পরেই এই সিদ্ধান্ত নিয়েছে সুজুকি মোটরস (Suzuki Motors)।
আসলে বিরল আর্থ ম্যাগনেট মিনারেল হল সেই ধরনের চৌম্বক পদার্থ যা বৈদ্যুতিন মোটর, উচ্চ কার্যক্ষমতাসম্পন্ন স্পিকার এবং ইভি প্রযুক্তিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
চিনের একচেটিয়া অধিকার
চিনেই বিশ্বের মধ্যে সবথেকে বেশি বিরল আর্থ ম্যাগনেট মিনারেল পাওয়া যায়। খনির ক্ষেত্রে চিনের অংশ ৭০ শতাংশেরও বেশি। এই সংখ্যা মোট উৎপাদনের প্রায় ৯০ শতাংশ। এর অর্থ হল ভারত, জাপান এবং বিশ্বের অনান্য দেশের গাড়ি নির্মাতা সংস্থাগুলি এই প্রয়োজনীয় চৌম্বকীয় উপাদানগুলির জন্য প্রায় পুরোটাই চিনের উপর নির্ভর করে থাকে। ভারতের SIAM অর্থাৎ সোসাইটি অফ অটোমোবাইল ম্যানুফ্যাকচার্স সরকারকে সতর্ক করেছে যে এই বিরল আর্থ ম্যাগনেটিক উপাদানের উপলব্ধতা কমে যায়, তাহলে অটোমোবাইল সেক্টরে উৎপাদন কমে যেতে পারে। এর ফলে পুরো সরবরাহ শৃঙ্খলটাই প্রভাবিত হবে।
নতুন রফতানির নিয়ম ও নিষেধাজ্ঞা
চিন সম্প্রতি বিরল আর্থ ম্যাগনেট উপাদানের রফতানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখন যে কোনও বিদেশি কোম্পানি চিন থেকে এই চুম্বকীয় উপাদান আমদানি করতে চাইলে তাদের জমা করতে হবে এন্ড ইউজ সার্টিফিকেট। এছাড়াও চিন সরকারের পূর্বানুমতি ছাড়া এখন কোনও চালান পাঠানো যাবে না। এই প্রক্রিয়াটি কেবল সময়সাপেক্ষই নয়, বরং এর ফলে বর্তমানে সরবরাহের খরচ ও সম্ভাব্য ঝুঁকি দুইই বাড়বে।
ইভি ও হাইব্রিড গাড়ির ভবিষ্যৎ কী
বৈদ্যুতিন যানবাহন, হাইব্রিড গাড়ি, বা উন্নত মোটর প্রযুক্তিতে জরুরি এই বিরল আর্থ ম্যাগনেট উপাদানগুলি। এর ঘাটতির কারণে বৈদ্যুতিন ও হাইব্রিড যানবাহনের উৎপাদন কমে যেতে পারে, সরবরাহ শৃঙ্খল ব্যাহত হতে পারে, গাড়ির দাম বাড়তে পারে। গ্রাহকদের কাছে এই সরবরাহ বিলম্বিত হতে পারে।
Car loan Information:
Calculate Car Loan EMI